সোশাল মিডিয়ায় অস্ট্রেলিয়ার বরোসা উপত্যকার সেপেলটসফিল্ডের (Seppeltsfield Road) পাম গাছ ঘেরা রাস্তার ছবিকে সৌদি আরবের মদিনা (Medina) শহরের রাস্তা বলে ভুয়ো দাবি করা হচ্ছে।
সৌদি আরবের হেজাজ প্রদেশে ইসলাম ধর্মাবলম্বীদের জন্য দ্বিতীয় পবিত্র শহর মদিনা। ছবিটি এই প্রেক্ষিতেই ছড়ানো হচ্ছে।
সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবিটিতে পিচ রাস্তার দুপাশে সারি সারি পাম গাছের সারি দেখা যায়। ছবিটি ফেসবুকে শেয়ার করে ক্যাপশন লেখা হয়েছে, "মাশাআল্লাহ, এটাই আমার প্রিয় নবীর দেশ মদিনা শরীফের একটি রাস্তা"
ফেসবুক পোস্টটি দেখা যাবে এখানে।
তথ্য যাচাই
বুম ছবিটিকে ইয়ানডেক্সে রিভার্স সার্চ করে অসিভাইব নামে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ছবিটির হদিস পায়। ২০১৭ সালের ১৮ অগস্ট পোস্ট করা ওই ছবিটকে দক্ষিণ অস্ট্রেলিয়ার বরোসার সেপেলটসফিল্ড রোড বলা হয়েছে।
বুম ছবিটিকে গুগুলে রিভার্স সার্চ করে একই ধরণের ছবি গেট্টি ইমেজেস-এ খুঁজে পায়। ছবিটি অস্ট্রেলিয়ার সেপেলটসফিল্ডে (Seppeltsfield) তোলা বলে জানানো হয়েছে।
"অস্ট্রোলিয়ায় সেপেলটসফিল্ডে উঁচু থেকে তোলা কৃষিজমির ছবি।" লেখা হয়েছে ছবির পরিচিতিতে।
অস্ট্রেলিয়ারভ্রমণ ওয়েবাসাইটের তথ্য অনুযায়ী, অস্ট্রেলিয়ার পশ্চিম বরোসা উপত্যকায় ৫ কিমি দীর্ঘ সেপেলটসফিল্ডের রাস্তা ক্যানারি দ্বীপের খেঁজুর বা পাম গাছে সাজানো। ৩০ এর দশকে পৃথিবী জুড়ে অর্থনৈতিক মন্দার সময় সেপেলটসফিল্ডের কর্মীরা রাস্তার দুপাশে ২০০০ পাম গাছ লাগান। এতে কর্মীদের মনোবল যেমন বৃদ্ধি করা হয়েছিল তেমন তাদের ও পরিবারের পাতে খাবার জুগিয়েছিল।
বরোসা উপত্যকার সেপেলটসফিল্ডের মদ তৈরির জন্য আঙুল বাগিচার জন্য বিখ্যাত। অ্যালামিতে আরও ছবি দেখা যাবে এখানে ও এখানে। সাটরস্টকেও একাধিক ছবি মিলবে।