Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available

Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available
ফ্যাক্ট চেক

গুজরাতের ঘটনা বলে ছড়াল ব্রাজিলে এক রোগীর যৌন হেনস্থার ভিডিও

বুম যাচাই করে দেখে ভাইরাল ভিডিওটি ২০২২ সালে ব্রাজিলে হওয়া একটি ঘটনার।

By - BOOM FACT Check Team | 9 Feb 2024 1:37 PM GMT

হাসপাতালের অভ্যন্তরে যৌন নির্যাতনের (Sexual Harassment) একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভাইরাল ওই ভিডিওতে অপারেশনের সময় এক ডাক্তারকে (Doctor) একজন রোগীকে যৌন নির্যাতন করতে দেখা যায়।

ভিডিওটি পোস্ট করে নেটিজেনদের অনেকে ঘটনাটিকে ভারতের বলে দাবি করেন। তারা লেখেন রমেশ ভাই প্যাটেল নামক একজন গুজরাটি ডাক্তার এক রোগীর অপারেশন করার সময় তাকে যৌন হেনস্থা করেন।

বুম যাচাই করে দেখে ভাইরাল এই ঘটনার সাথে ভারতের কোনও সম্পর্ক নেই। ভিডিওতে দেখতে পাওয়া ঘটনাটি ২০২২ সালে ব্রাজিলে ঘটে।

ভিডিওটি পোস্ট করে তার ক্যাপশন হিসাবে বাংলায় লেখা হয়, "একজন গুজরাটি ডাক্তার, "রমেশ ভাই প্যাটেল" সি-সেকশন সার্জারি করা রোগীর মুখে তার যৌনাঙ্গ প্রবেশ করান"।

পোস্টটি দেখতে ক্লিক করুন এখানে

পোস্টটি দেখতে ক্লিক করুন এখানে

তথ্য যাচাই 

বুম ভাইরাল এই ভিডিওর সাথে করা দাবি সত্যতা যাচাই করতে তার এক মূলফ্রেমকে গুগলে রিভার্স সার্চ করে। এই রিভার্স সার্চ করার মাধ্যমে আমরা ঘটনাটি সম্বন্ধিত ১১ জুলাই, ২০২২ তারিখে প্রকাশিত সিএনএন ব্রাজিলের এক সংবাদ প্রতিবেদন খুঁজে পাই।

ওই প্রতিবেদনে সি-সেকশনের অধীনে থাকা গর্ভবতী মহিলাকে যৌন নিপীড়নের জন্য ব্রাজিলের একজন ৩২ বছর বয়সী ডাক্তার (অ্যানেস্থেটিস্ট) জিওভানি কুইন্টেলা বেজেররাকে গ্রেপ্তার করা হয়েছে বলে রিপোর্ট করা হয়।

ব্রাসিল ডি ফাটোওটেম্পোর প্রকাশিত প্রতিবেদন অনুসারে ঘটনাটি রিও ডি জেনিরো শহরের 'সাও জোয়াও দে মেরিতি'তে ভিলার ডস টেলেসের মহিলা হাসপাতালে ঘটে। হাসপাতালের নার্সিং দলের অভিযুক্ত ডাক্তারের মনোভাব নিয়ে সন্দেহজনক ছিল কারণ তিনি প্রয়োজনের চেয়ে বেশি মাত্রায় অ্যানেসথেসিয়া রোগীদের দিয়েছিলেন। এটি দেখার জন্য সেই দল একটি গোপন ক্যামেরা স্থাপন করে। এরপরে ওই ডাক্তারের কার্যকলাপ ক্যামেরায় ধরা পড়ে এবং ঘটনার পরের দিন ১১ জুলাই, ২০২২ তারিখে পুলিশ তাকে গ্রেপ্তার করে। 

সি-সেকশন অর্থাৎ সিজারিয়ান ডেলিভারি হল একটি অপারেশন যেখানে পেটে ও জরায়ুতে একটি ছেদ তৈরি করা হয় এবং তারপর শিশুকে বের করে নেওয়া হয়।

আমরা এমন কোনও ঘটনা গুজরাতে ঘটেছে কিনা তা জানতে গুগলে অনুসন্ধানও করলেও এমন তথ্যসমেত কোনও নির্ভরযোগ্য সাম্প্রতিক সংবাদের প্রতিবেদন খোঁজ পাইনি।  


Related Stories