বলিউড অভিনেতা (Bollywood Actor) শাহরুখ খানের (Shah Rukh Khan) ছবি সহ সোশাল মিডিয়ায় বিভ্রান্তিকর দাবি (misleading claims) করা হচ্ছে যে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বিবিসি (BBC) বলেছে শতকরা ৮০ ভাগ বিদেশিরা ভারতকে (India) শাহরুখ খানের দেশ হিসেবে চেনে ও তিনি ৫ টি বিশ্ববিদ্যালয় থেকে ডক্টোরেট ডিগ্রি পেয়েছেন।
বুম যাচাই করে দেখে ভাইরাল বার্তাটি বিভ্রান্তিকর। আশি শতাংশ বিদেশি ভারতকে শাহরুখ খানের দেশ হিসেবে চেনে এরকম কোনও প্রতিবেদন প্রকাশ করেনি বিবিসি। শাহরুখ খান এ পর্যন্ত চারটি আন্তর্জাতিক বিশ্ববিদ্যলয় থেকে চারটি সম্মানীয় ডক্টরেট ডিগ্রি পেয়েছেন। বুম আরও দেখে শাহরুখ খানকে ছাড়াও ব্রুজ খলিফা অন্যান্য বিশিষ্ট জীবিত ব্যক্তিদের জন্মদিনেও শুভেচ্ছা বার্তা জানায়।
২ নভেম্বর, ২০২২ বলিউড তারকা শাহরুখ খান ৫৭ বছর পেরোলেন। জন্মদিনে শুভেচ্ছা জানাতে গিয়ে তাঁর অনুরাগীরা এই বিভ্রান্তিকর পোস্টটি করছেন।
ব্যপকভাবে ফেসবুকে ভাইরাল হওয়া পোস্টে অভিনেতা শাহরুখ খানের ছবি ব্যবহার করে ক্যাপশন লেখা হয়েছে, "ভারতের গর্ব Google, CNN, BBC শাহরুখ খানকে বিশ্বের বড় সুপারস্টার বলেছেন এবং BBCএর মতে 80% বিদেশিরা ভারতকে SRK এর দেশ হিসেবে চেনে। শাহরুখ খান হলেন একমাত্র বিশ্বের অভিনেতা যিনি পাঁচটি খ্যাতিনামা বিশ্ববিদ্যালয় থেকে সম্মানীয় ডিরেক্টর ডিগ্রিতে ভূষিত হয়েছেন। শাহরুখ খান হলেন একমাত্র ভারতীয় যিনি তার চরিত্রের জন্য দিনটি আন্তর্জাতিক পুরস্কার জিতেছেন (unesco, crystal, webit) বিশ্বের প্রথম ও একমাত্র জীবিত ব্যক্তি যাকে বুজ খালিফা তার জন্মদিনে বিনামূল্যে উইশ করেন। শুভ জন্মদিন স্যার।" (বানান অপরিবর্তিত)
ফেসবুক পোস্টটি দেখুন এখানে।
আরও পড়ুন: ২০১৩ সালে হাসপাতালে শয্যাশায়ী ইমরান খানের ভিডিও ছড়াল হালের বলে
তথ্য যাচাই
বুম যাচাই করে দেখে শাহরুখ খান সংক্রান্ত ভাইরাল পোস্টের সব দাবিগুলি বিভ্রান্তিকর। ওই পোস্টে দাবি করা বিভিন্ন দাবির নিচে তথ্য-যাচাই করা হল।
বিবিসির প্রতিবেদন
বুম গুগলে কিওয়ার্ড সার্চ করে "৮০% বিদেশিরা ভারতকে শাহরুখ খানের দেশ হিসেবে চেনে" এরকম কোনও প্রতিবেদন খুঁজে পায়নি।
আমরা সইট সংক্রান্ত বিশেষ গুগল সার্চ করে বিবিসির ওয়েবসাইটে ২০১২ সালের একটি প্রতিবেদন খুঁজে পায়। ওই প্রতিবেদনে লেখা হয়, "নিজের দেশে এক নম্বর তারকা হিসাবে খানের (শাহরুখ খান) অবস্থা নিয়ে বিতর্কের বিষয় হতে পারে, তবে ভারতের বাইরে তিনি অবিসংবাদিত "বলিউডের রাজা"।"
ডক্টরেট ডিগ্রি
বুম গুগলে কিওয়ার্ড সার্চ করে শাহরুখ খানের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে সম্মানীয় ডক্টরেট ডিগ্রি অর্জনের খবরের বিষয়ে খোঁজ করে।
২০১৯ সালে টাইমস অফ ইন্ডিয়াতে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ওই সাল পর্যন্ত শাহরুখ খান সম্মানীয় ডক্টরেট ডিগ্রি পেয়েছিলেন তিনটি বিশ্ববিদ্যালয় থেকে যাথাক্রমে আইন বিশ্ববিদ্যালয় লন্ডন (৫ এপ্রিল, ২০১৯), ব্রিটিশ বেডফোর্ডসাইর বিশ্ববিদ্যায় (১০ জুলাই, ২০১৯) ও এডিনবার বিশ্ববিদ্যালয় (২০১৫) থেকে।
২০১৯ সালে মেলবোর্নের লা ট্রোব বিশ্ববিদ্যালয় একটি সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করে শাহরুখ খানকে। শাহরুখ খানের সর্বমোট ডক্টোরেট ডিগ্রির সংখ্যা ৪ টি।
ক্রিস্টাল অ্যাওয়ার্ড
গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী শাহরুখ খান ২০১৮ সালে ক্রিস্টাল আন্তর্জাতিক পুরস্কার জিতেন। ২০১৯ সালে একই পুরস্কার পান বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোন।
বুর্জ খলিফায় জন্মদিন শুভেচ্ছা
বুম টুইটারে অ্যাডভান্সড সার্চ করে দেখে বুর্জ খালিফার যাচাই করা টুইটার হ্যান্ডেল থেকে ২০২০ ও ২০২২ সালে শাহরুখ খানকে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়েছে। রানি দ্বিতীয় এলিজাবেথের জীবদ্দশায় ২১ এপ্রিল ২০২০ তাঁর প্রতি সম্মান জানাতে জন্মদিনের দিন বুর্জ আলোকসজ্জা করা হয়। শাহরুখ একমাত্র জীবিত ব্যক্তি যাকে বুর্জ খলিফা জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছে এই দাবি বিভ্রান্তিকর।
আরও পড়ুন: মোরবী সেতুভঙ্গ: ওরেভা গোষ্ঠীর মালিক বলে ছড়াল গুজরাতের মন্ত্রীর ছবি