সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি ভাইরাল একটি ভিডিওয় দেখা যায় পশ্চিমবঙ্গ (West Bengal) বিজেপির (BJP) নয়া রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য (Shamik Bhattacharya) বলেছেন ২০২৬ সালে আসন্ন নির্বাচনে বিজেপি (BJP) হারবে।
বুম যাচাই করে দেখে ভাইরাল ভিডিওটি সম্পাদিত। আসল ভিডিওতে দেখা যায় শমীক ভট্টাচার্য ২০২৬ সালের নির্বাচনে বিজেপি নয় বরং তৃণমূল হারবে বলেছেন।
২০২৬ সালে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী দল বিজেপির নতুন রাজ্য সভাপতি হয়েছেন শমীক ভট্টাচার্য। বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২ জুলাই, ২০২৫-এ রাজ্য সভাপতি নির্বাচিত হয়েছেন তিনি।
ভাইরাল দাবি
শমীক ভট্টাচার্য রাজ্য সভাপতি হওয়ার পর ভাইরাল হয়েছে তার সম্পাদিত ভিডিওটি। ভাইরাল ক্লিপে তাকে বলতে শোনা যায়, "পশ্চিমবঙ্গের মানুষ দৃঢ় সংকল্প তারা বিজেপি বিসর্জন দেবে, মানুষ জানে।" ভিডিওটি শেয়ার করে এক ফেসবুক ব্যবহারকারী ক্যাপশনে লেখেন, "সভাপতির ই ভরসা নেই,,,,সভাপতি বুঝে গেছে আর শুভেন্দু সুকান্ত কবে বুঝবে....?? শমীক ভট্টাচার্য ঠিক বলছে BJP কে মানুষ ২০২৬ বিসর্জন দেবে ।"
অনুসন্ধানে আমরা কী পেলাম
১. ভাইরাল ভিডিও সম্পাদিত
আমরা শমীক ভট্টাচার্য সভাপতি হয়ে বিজেপি নির্বাচনে হারবে এমন মন্তব্য করেছে কিনা দেখতে গুগলে কিওয়ার্ড সার্চ করি। কিন্তু, ভাইরাল দাবি সমর্থন করে এমন কোনও বিশ্বাসযোগ্য প্রতিবেদন খুঁজে পায়নি।
এরপর, বুম ভাইরাল ভিডিওর কিফ্রেমের রিভার্স ইমেজ সার্চ করে আমরা নিউজ ১৮ বাংলার গত ৩ জুলাইয়ের একটি ফেসবুক পোস্ট পাই যেখানে শমীক ভট্টাচার্যকে বলতে শোনা যায়, "পশ্চিমবঙ্গের মানুষ দৃঢ় সংকল্প তারা তৃণমূলের বিসর্জন দেবে, মানুষ জানে বিজেপি তৃণমূলকে হারাতে পারবে।" একই ভিডিও আমরা আর প্লাস নিউজের ইউটিউব চ্যানেলেও দেখি।
আর প্লাস নিউজ ও নিউজ১৮ বাংলার পোস্ট করা ভিডিওর দৃশ্যপট ভাইরাল ভিডিওর সঙ্গে মিলে যায় যা থেকে স্পষ্ট হয় ভাইরাল ভিডিওটি সম্পাদিত।
২. সংবাদমাধ্যমকে দেওয়া শমীক ভট্টাচার্যের সম্পূর্ণ বক্তব্য
এরপর, কিওয়ার্ড সার্চের মাধ্যমে ২ জুলাই, ২০২৫-এ নিউজ ১৮ বাংলার ইউটিউব চ্যানেলে আমরা শমীক ভট্টাচার্যের বক্তব্যের একটি দীর্ঘতর সংস্করণ পাই। সেখানেও তিনি ২০২৬ সালের নির্বাচনে তৃণমূলের হারের কথাই বলেছেন। তিনি বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি নির্বাচনের জন্য মনোনয়ন পত্র জমা দেওয়ার পর এই কথাগুলি সংবাদমাধ্যমকে বলেন।