রক্তমাংসের এক নারী পুরুষ যুগলের বাচাটা নৃত্য (Bachata Dance) প্রদর্শনের ভিডিও (viral video) ভুয়ো দাবি সহ সোশাল মিডিয়ায় ছড়িয়ে দাবি করা হচ্ছে সেটি সাংহাইয়ের ডিজনি (Shanghai) থিয়েটারে রোবটের নৃত্য (robots) প্রদর্শন।
১৪ সেকেন্ডের ওই নির্বাক ভিডিওতে দর্শকদের এক নারী ও পুরুষকে নাচের দৃশ্য উপভোগ করতে দেখা যায়।
ফেসবুকে ভিডিওটি পোস্ট করে ক্যাপশন লেখা হয়েছে, "এটি একটি ছেলে বা মেয়ে নয়, তারা একটি রোবট। একটি ডিজনিল্যান্ড সাংহাই থিয়েটারে কাজ করছে৷ তাদের পাঁচ মিনিটের শো দেখতে চার ঘন্টা লাইন ধরে টিকিট নিতে হয়। একটি টিকিটের জন্য ৭৫ ডলার লাগে।"
ফেসবুক পোস্টটি দেখুন এখানে।
তথ্য যাচাই
বুম যাচাই করে দেখে ভাইরাল ভিডিওটি কোনও রোবটের নয়, দিমা ও দিলারা নামে দুই নৃত্য শিল্পীর বাচাটা নাচ।
বুম ভিডিওটির মূল ফ্রেমগুলি রিভার্স সাচ করে দেখে একই ভিডিওর একটি ৩ মিনিট ৫৫ সেকেন্ডের দীর্ঘ সংস্করণ ২৬ অগস্ট ২০২০ আপলোড করা হয়, 'বাচাটা দিমা ও দিলারা' নামের একটি ইউটিউব চ্যানেলে। ওই ভিডিওর শিরোনাম, "দিমা ও দিলার বাচাটা মস্কো" (মূল ক্যাপশন: Dima and Dilara. Bachata. Moscow.)
২৫ অগস্ট ২০২০ নৃত্য শিল্পী দিমা ও দিলারা তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেও একই ভিডিও পোস্ট করেন। সঙ্গে ক্যাপশন লেখেন, 'বাচাটা ক্লাসের সপ্তাহন্ত'
শিল্পী দিমা ও দিলারার নিজস্ব ওয়েবসাইটে তাঁদের বাচাটা নাচ নিয়ে কর্মকান্ড পড়ুন। দিমা ও দিলারার বাচাটা নাচ শেখানের আরেকটি ভিডিও দেখুন এখানে। তাঁদের ইউটিউব চ্যানেলে বাচাটা নাচের কর্মশালা ও প্রদর্শন নিয়ে একাধিক ভিডিও রয়েছে।
বাচাটা সঙ্গীতের তালে ছন্দের বাচাটানাচ এক সামাজিক নৃত্য শৈলী যা সারা পৃথিবীতে সমাদ্রিত হলেও মূল উৎপত্তি ডমিনিক রিপাবলিকে ষাটের দশকে।
আরও পড়ুন: ছবিটি পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের সঙ্গে দুস্কৃতি গোল্ডি ব্রার নয়