Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available

Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available
ফ্যাক্ট চেক

না, এটি হিমালয়ে বরফে ঢাকা হিন্দু সাধুর তপস্যা করার ছবি নয়

বুম যাচাই করে দেখে ভাইরাল ছবিটি সম্পাদনা করা। আসল ছবিটিতে ওই সাধুকে সারা গায়ে ছাই ভষ্ম মেখে বসে থাকতে দেখা যাচ্ছে।

By - Devesh Mishra | 4 Feb 2022 5:15 PM IST

সারা গায়ে ছাই ভষ্ম (ash smeared) মাখা তপস্যারত এক সাধুর ছবি ডিজিটাল পদ্ধতিতে পাল্টিয়ে সোশাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে। ছবিটিতে দাবি করা হয়েছে যে, ওই সাধু (monk) হিমালয়ের প্রবল প্রতিকূল আবহাওয়ায় তপস্যা করছেন।

ছবিটিতে দেখা যাচ্ছে যে, এক সাধু যোগাসনে বসে আছেন, এবং তাঁর সর্বাঙ্গে সাদা রঙের কোনও পদার্থের প্রলেপ রয়েছে। ভাইরাল হওয়া ছবিটি শেয়ার করার সময় দাবি করা হয়েছে যে, সারা শরীর বরফে ঢেকে যাওয়া সত্ত্বেও ওই সাধু তপস্যা করছেন। ফেসবুকে ছবিটির সঙ্গে শেয়ার করার সময় হিন্দিতে লেখা যে ক্যাপশন দেওয়া হয়েছে, তার অনুবাদ, "আমরা ৭ ডিগ্রি তাপমাত্রা সহ্য করতে পারছি না, আর এই সাধু হিমালয়ের কোলে বসে তপস্যা করছেন।"

(হিন্দিতে লেখা মূল ক্যাপশন: रघुपति राघव राजा राम पतित पावन सीताराम, ईश्वर तुलसी शालीग्राम सत्य सनातन धर्म महान। हम साधारणतः 7 डिग्री में कांपने लगते हैं। ये तपस्वी हिमालय के गोद मे तपस्या करते हुए। कोटि कोटि प्रणाम। ॐ नमः शिवाय)

এ রকম দুটি ফেসবুক পোস্ট দেখুন এখানে এবং এখানে



তথ্য যাচাই

বুম রিভার্স ইমেজ সার্চ করে এবং দেখতে পায় যে, ফেসবুকে এই একই ছবির বিভিন্ন ভার্সন পোস্ট করা হয়েছে।

২০১৯ সালে বাবা সর্বাঙ্গী নামে এক ফেসবুক পেজে এই একই ছবি পোস্ট করা হয় এবং সঙ্গে ক্যাপশন দেওয়া হয় 'জুনা আখাড়ার বাবা ভালে গিরি জি মহারাজ'।


এই রকম আরও কিছু পোস্ট এখানে এবং এখানে দেখতে পাবেন।

এই সব ফেসবুক পোস্টে যে ছবিটি দেওয়া হয়েছে, সেটি ডিজিটাল পদ্ধতিতে পাল্টিয়ে সাদা-কালো করা হয়েছে, এবং দাবি করা হয়েছে যে, বরফে সারা শরীর ঢেকে গেছে, তবুও ওই সাধু হিমালয়ে তপস্যা করছেন।

এই সূত্র ধরে বুম 'বাবা ভালে গিরিজি মহারাজ' কিওয়ার্ড দিয়ে গুগুল সার্চ করে বাবা সর্বাঙ্গী ভ্লগ নামে ইউটিউব চ্যানেলে তাঁর সঙ্গে সম্পর্কিত ভিডিও দেখতে পায়। ২০১৮ সালের ১৬ অক্টোবর এ রকমই একটি ভিডিওর সঙ্গে ক্যাপশন দেওয়া হয়েছে, 'পরাশর তীর্থের কাহিনী— শ্রী শ্রী ১০০৮ বাব ভালে গিরি জি মহারাজ'।

ভিডিওর বক্তব্যতে বলা হয়েছে যে, ২০১৮ সালের অক্টোবরে ভালে গিরিজি মহারাজ হরিয়ানার ভোলাপুরের পরাশর ঋষি আশ্রমে ৩১ দিন ধরে অগ্নি তপস্যা করেছেন।

Full View

অন্য অনেকগুলি ভিডিওতে বুম দেখতে পায় যে, লোকে তাঁর গায়ে ছাই মাখিয়ে দিচ্ছে।


বুম ভাইরাল হওয়া ছবিটি ফেসবুকে শেয়ার করা ছবির সঙ্গে মিলিয়ে দেখে এবং দেখতে পায় যে, দুটি আসলে একই ছবি। ছবিটি এমন ভাবে পাল্টানো হয়েছে যে, ছাইকে বরফ মনে হচ্ছে।


Tags:

Related Stories