কিছু পুরুষদের সাথে তিনজন মহিলার মারামারির দৃশ্যের এক ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দাবি করা হয় ভিডিওতে দেখতে পাওয়া ওই মুসলমান প্রবাসীরা তিনজন মহিলার শ্লীলতাহানি করেন ফ্রান্সের (France) প্যারিস শহরের একটি মেট্রো (Metro) আন্ডারপাসে।
বুম যাচাই করে ভিডিওতে দেখতে পাওয়া ঘটনাটি সাজানো এবং এর সাথে ভাইরাল হওয়া দেখে দাবিগুলি ভুয়ো। ভিডিওটি ক্যাম্পাস ইউনিভার্স ক্যাসকেডস (সিইউসি) নামক ফ্রান্সের এক স্টান্ট দল তৈরি করে।
কয়েকজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী এই ভিডিও ভুয়ো সাম্প্রদায়িক দাবি সহ পোস্ট করে দাবি করেন ভিডিওতে দেখতে পাওয়া পুরুষরা হলেন মুসলমান প্রবাসী।
একজন ব্যবহারকারী এই ভিডিও পোস্ট করে ক্যাপশন হিসেবে লেখেন, "ফ্রান্সের একটি আন্ডারপাসে তিনটি ইসরাইলি মেয়ে দশটি ম্লেচ্ছ কে বুঝিয়ে দিলো ইসরাইলের মেয়েদের সাথে লাগতে এলে কি অবস্থা হয়।"
এই পোস্টের লিংক এখানে দেখা যাবে। এই পোস্টের আর্কাইভ দেখতে এখানে ক্লিক করুন।
একই ধরণের দাবি করে এই ভিডিও এক্সেও পোস্ট করা হয়।
তথ্য যাচাই
বুম সোশ্যাল মিডিয়ার এধরণের কিছু পোস্টের উত্তর অংশে লক্ষ্য করে কিছু ব্যবহারকারীরা এই ভিডিওর মারামারির সত্যতা নিয়ে প্ৰশ্ন করছেন।
এই ভিডিওর অংশগুলি লক্ষ্য করে আমরা দেখি একজন ব্যক্তির পোশাকে একটি চিহ্ন উপস্থিত রয়েছে যাতে লেখা 'সিইউসি'।
এই সূত্র ধরে আমরা একটি কিওয়ার্ড সার্চ করি যার থেকে আমরা ফেসবুকে কিছু ভিডিও খুঁজে পাই যেখানে ইউনিভার্স ক্যাসকেডস নামক এক স্টান্ট দলকে লড়াইয়ের প্রশিক্ষণ দিতে দেখা যায়।
এমনই এক ভিডিওতে রাস্তায় কিছু মহিলার সাথে কয়েকজন পুরুষ ব্যক্তিদের সাজানো একটি লড়াইয়ের দৃশ্য দেখা যায়। এই ভিডিও দেখতে এখানে ক্লিক করুন।
আমরা সিইউসি স্টান্ট দলের ইনস্টাগ্রাম পেজ খুঁজে পাই যেখানে ২ নভেম্বর, ২০২৩ তারিখে এই ভাইরাল ভিডিও পোস্ট করা হয়। বুম লক্ষ্য করে এই ভিডিওর সাথে 'স্টান্ট টিম', 'কোরিওগ্রাফি', 'স্টান্ট লাইফ' হ্যাশট্যাগগুলি ব্যবহার করা হয় যা ইঙ্গিত করে ঘটনাটি সাজানো।
আমরা ভিডিওটির বিষয়ে জানতে সিইউসি দলের প্রতিষ্ঠাতা লুকাস ডোলফাসের সাথে কথা বলি। ডোলফাস আমাদের নিশ্চিত করে জানান ভিডিওতে দেখতে পাওয়া ঘটনা সাজানো এবং তাতে কোনও আসল দৃশ্য দেখতে পাওয়া যায় না।
ইনস্টাগ্রামে লুকাস ডোলফাস বুমকে বলেন, "এই ভিডিও আমাদের স্টান্ট দল ক্যাম্পাস ইউনিভার্স ক্যাসকেডসের সদস্যরাই তৈরী করে। এটি সুম্পূর্ণ ভাবে সাজানো এবং আসল ঘটনা নয়। আমাদের কাজের উদ্দেশ্যই হল তা বাস্তবের মতন তৈরি করা এবং এই ক্ষেত্রে এটা খুব ভালো কাজ করেছে বলে মনে হচ্ছে।"
"আমরা দুঃখিত ভিডিওটি অপব্যবহার করা হচ্ছে ও ভুল কারণে শেয়ার করা হচ্ছে", ডোলফাস আমাদের জানান যখন তাকে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো সাম্প্রদায়িক দাবিগুলির বিষয়ে অবগত করা হয়।