সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি ভাইরাল ভারতীয় জনতা পার্টির (BJP) নেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) একটি সম্পাদিত উক্তি শেয়ার করে ভুয়ো দাবি করা হয়েছে তিনি পশ্চিমবঙ্গে (West Bengal) বিজেপিকে বিলুপ্তির (extinction) হুঁশিয়ারি দিয়ে রাজ্যে তাদের রাজনৈতিক পথ পরিবর্তন করতে বলেছেন।
বুম দেখে ভিডিওটি সম্পাদিত এবং তার বক্তৃতার একটি দীর্ঘতর সংস্করণে শুভেন্দু অধিকারী বিজেপির সম্পর্কে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের দেওয়া ব্যাখ্যার কথা বলছিলেন।
ভাইরাল দাবি
ভিডিওতে বিরোধী দলনেতাকে হিন্দিতে বলতে শোনা যায়, "বিজেপি এখানে থাকবে না, আপনাদের অহংকার ছেড়ে দিন বিজেপিওয়ালা। পথে এসো, বিজেপি কি করছে? বিজেপি সবাইকে তাড়িয়ে দিচ্ছে। সবাইকে বাংলাদেশি বলছে।" এক ফেসবুক ব্যবহারকারী ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখেন, "হঠাৎ শুভেন্দু এত পরিবর্তন কিভাবে"
পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে।
আমাদের অনুসন্ধান
আমরা ভিডিওর কিফ্রেমের রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে শুভেন্দু অধিকারীর বক্তৃতার একটি দীর্ঘতর সংস্করণ পাই। ১৭ আগস্ট, ২০২৫-এ কলকাতার তারাতলার একটি জনসভায় শুভেদনু অধিকারীর পেশ করা বক্তব্য বিজেপি পশ্চিমবঙ্গের অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে সরাসরি সম্প্রচারিত হয়। সম্প্রচারের ১১:২৬ মিনিট থেকে অধিকারীকে ভাইরাল ভিডিওর কথাগুলি বলতে শোনা যায়।
রাজ্যে বিজেপি সম্পর্কে তৃণমূল যা প্রচার করছে সেই প্রসঙ্গে যাওয়ার আগে, অধিকারী পার্থ চ্যাটার্জি, অনুব্রত মণ্ডল, ফিরহাদ হাকিম এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো একাধিক তৃণমূল নেতার বিরুদ্ধে থাকা দুর্নীতির অভিযোগের উল্লেখ করেন।
তিনি তারপর বলেন, "এখানে ওরা কী বলেছিল? বলেছিল আমরা বিজেপিকে মুছে ফেলব। বিজেপি এখানে থাকবে না, আপনাদের অহংকার ছেড়ে দিন বিজেপিওয়ালা। পথে এসো, বিজেপি কি করছে? বিজেপি সবাইকে তাড়িয়ে দিচ্ছে। সবাইকে বাংলাদেশি বলছে। আরে ভাই না! আপনারা কান খুলে শুনে নিন, ১৫ আগস্ট স্বাধীনতা দিবসে আমাদের দেশের প্রধানমন্ত্রী লাল কেল্লা থেকে স্পষ্টভাবে বলেছেন যে বিশ্বের অন্য কোনও দেশে অবৈধ অভিবাসী নেই, আমাদের দেশেও কোনও অবৈধ অভিবাসী থাকবে না।"
অধিকারী আরও বলেন, যে কোনও ধর্মের ভারতীয়দের ভোটার তালিকার এসআইআর (SIR) নিয়ে চিন্তা করার প্রয়োজন নেই এবং তিনি নাগরিকত্ব সংশোধনী আইন (CAA), ২০১৯ এর কথাও উল্লেখ করেন, যা তার মতে, ভারতে হিন্দু শরণার্থীদের জন্য উপকারী হবে।