২০২৬ সালে আসন্ন পশ্চিমবঙ্গ (West Bengal) বিধানসভা নির্বাচনের আগে, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) একটি সম্পাদিত ভিডিও ভাইরাল হয়েছে যেখানে তাকে বলতে শোনা যায় ভবানীপুর (Bhawanipur) আসনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জয়ী হবেন।
বুম সংবাদমাধ্যমকে দেওয়া শুভেন্দু অধিকারীর সম্পূর্ণ বক্তব্য শুনে দেখে তিনি আসলে ভবানীপুরে বিজেপি এবং মেটিয়াবুরুজে মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়ী হওয়ার কথা বলেছিলেন।
ভাইরাল দাবি
ভাইরাল ভিডিওয় বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে বলতে শোনা যায়, "আমি আপনাকে বলছি, আগামী মার্চ এপ্রিলে ভবানীপুরে মমতা ব্যানার্জিকে হারাতে পারব না।" ফেসবুকে ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে দাবি করা হয়, "আগামী বিধানসভা ভোটের আগেই হার স্বীকার করলো শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জি কে হারাতে পারবো না, নিজেই স্বীকার করে নিলেন বিরোধী দলনেতা।"
পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে।
অনুসন্ধানে আমরা কী পেলাম: ভাইরাল ভিডিও সম্পাদিত
বুম সম্পর্কিত কিওয়ার্ড সার্চের মাধ্যমে টিভি৯ বাংলা ও রিপাব্লিক বাংলার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ২০২৫ সালের ২৩ জুন আপলোড করা ভাইরাল ভিডিওর দীর্ঘতর, অসম্পাদিত সংস্করণ খুঁজে পায়।
টিভি৯ বাংলার বুলেটিনে শুভেন্দু অধিকারীকে বিজেপির হিন্দু ভোট পাওয়ার লক্ষ্যের কথা বলতে শোনা যায়। ওই ভিডিওর ৩:১২ মিনিট থেকে ভাইরাল অংশও শোনা যায়। তিনি বলেন, "এই জন্যই তো নটা ওয়ার্ডের ছটা ওয়ার্ডে মমতা হেরেছে ভবানীপুরে। এবং আমি আপনাকে বলছি আগামী মার্চ-এপ্রিলের ভোটে ভবানীপুর বিজেপি জিতবে। আমি মমতা ব্যানার্জিকে ইনভাইট করব আপনি এখানে দাঁড়ান। পালাবেন না। নন্দীগ্রাম থেকে হেরে পালিয়েছিলেন। আপনি এখান থেকে আবার মেটিয়াবুরুজে যাবেন না, মেটিয়াবুরুজে আপনাকে হারাতে পারব না।"
শুভেন্দু অধিকারীর একই বক্তব্য রিপাব্লিক বাংলার পোস্ট করা রিলেও শোনা যায়।
এর থেকে আমরা নিশ্চিত হই, বিজেপি নেতার বক্তব্য থেকে তার ভবানীপুরে বিজেপি জিতবে বলার থেকে মেটিয়াবুরুজের প্রসঙ্গ পর্যন্ত সম্পাদনা করে বাদ দিয়ে ভাইরাল দাবিটি করা হয়েছে।