অস্ট্রেলিয়ার (Australia) কার্ডিনিয়া পার্ক (Kardinia Park) স্টেডিয়ামে কৃত্রিম পিচ বসানোর ছবি সোশাল মিডিয়ায় ভুয়ো দাবি সহ ছড়িয়ে বলা হচ্ছে আইসিসি আয়োজিত পুরুষদের টি-২০ বিশ্বকাপ ২০২২ (ICC Men's T20 World Cup 2022) ভারত (India) বনাম পাকিস্তান (Pakistan) খেলার আগে মেলবোর্নে (Melbourne Cricket Ground) পিচটি বসানো হচ্ছে।
তথ্য যাচাই
বুম ভাইরাল ছবিটি গুগলে রিভার্স সার্চ করে অস্ট্রেলিয়ার কার্ডিনিয়া পার্ক স্টেডিয়ামের টুইটার হ্যান্ডেল ৩০ সেপ্টেম্বর ২০২২ ছবিটি পোস্ট হতে দেখে। টুইটটিতে ক্যাপশন লেখা হয়, "ক্রিকেট পিচগুলি ফেলা হচ্ছে আইসিসি মেন টি২০ বিশ্বকাপের জন্য। গ্রিন অপশন টিমকে ধন্যবাদ মাঠটি প্রস্তুত করার জন্য।" একই ছবি পোস্ট করা হয়েছিল কার্ডিনিয়া পার্কের ফেসবুক পেজে।
আমরা গুগল ম্যাপে কার্ডিনিয়া পার্ক স্টেডিয়ামের ছবি খুঁজে পায়। টুইটে থাকা স্টেডিয়ামটির ছবি ও গুগল ম্যাপের ছবির গঠন শৈলীর হুবহু মিল খুঁজে পাওয়া যায়।
টি২০ ওয়ার্ল্ড কাপের ওয়েবাসাইটের নির্ঘণ্ট অনুযায়ী ২৩ অক্টোবর ২০২২ ভারত বনাম পাকিস্তানের পুরুষদের ম্যাচটি অনুষ্ঠিত হয় অস্ট্রেলিয়ার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে।