ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরোর (ISRO) প্রকাশিত চন্দ্রযান-৩ (Chandrayaan-3) থেকে তোলা দৃশ্য দাবি করে সম্প্রতি বেশ কিছু ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
ওই ছবিগুলি ইন্টারনেট ব্যবহারকারীদের অনেকে চাঁদ থেকে পৃথিবীকে দেখতে পাওয়ার দৃশ্য দাবি করে পোস্ট করে সমাজ মাধ্যমে।
বুম যাচাই করে দেখে ভাইরাল পোস্টগুলিতে উপস্থিত ছবিগুলি ইসরোর তরফ থেকে প্রকাশ করা হয়নি। ছবিগুলি ভুয়ো এবং এআইয়ের প্রয়োগ করে তাদের তৈরি করা হয়েছে।
এবছরের অগাস্ট মাসের ২৩ তারিখে ইতিহাস গড়ে চাঁদের বুকে সফ্ট ল্যান্ডিং করে চন্দ্রযান-৩ এর বিক্রম ল্যান্ডার। ইতিমধ্যেই এই ল্যান্ডার চাঁদের মাটিতে শুরু করেছে গবেষণা। আশা করা হচ্ছে ভারতের পাঠানো এই চন্দ্রযান-৩ মহাকাশ গবেষণার এক নতুন দিগন্তের সূচনা করবে।
ভাইরাল ছবিগুলি পোস্ট করে এক ব্যবহারকারী ক্যাপশনে লেখেন, "ইস্রো এই ছবিটি শেয়ার করেছে।চাঁদের মাটি ছুলো বিক্রম। চাঁদ থেকে প্রথম পাঠানো কিছু ছবি .সত্যি অতুলনীয় ।জয় হিন্দ।"
পোস্টটির আর্কাইভ এখানে দেখা যাবে।
বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পলও বিক্রম ল্যাণ্ডার চন্দ্রপৃষ্ঠ থেকে পৃথিবীর এই ছবিগুলি তুলেছে দাবি করে ভাইরাল দুটি ছবি পোস্ট করেন।
পোস্টটির আর্কাইভ দেখতে ক্লিক করুন এখানে।
এই ধরণের আরও কিছু পোস্ট দেখতে ক্লিক করুন এখানে এবং এখানে।
তথ্য যাচাই
বুম প্রথমে ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরোর সোশ্যাল মিডিয়া প্রোফাইলে ভাইরাল ছবিগুলি খুঁজে বের করার চেষ্টা করে। কিন্তু সেখানে কোথাও এই ছবিগুলির উপস্থিতি লক্ষ্য করা যায়নি।
আমরা এরপর ছবিগুলির বিষয়ে জানতে তাদের রিভার্স সার্চ করে আমরা ডব্লিউআইওএন নিউজের একটি ফটো গ্যালারি খুঁজে পাই যেখানে এই ছবিগুলি উপস্থিত রয়েছে এবং সেগুলি এআইয়ের প্রয়োগ করে তৈরি বলে রিপোর্ট করা হয়।
এছাড়াও, আমরা অন্য বেশ কয়েকটি মূলধারার সংবাদ প্রতিবেদনে ছবিগুলিকে খুঁজে পাই।
এই সময়ের প্রকাশিত এক প্রতিবেদনে ভাইরাল ছবিগুলির বিষয়ে লেখা হয়, "চাঁদ থেকে পৃথিবীকে ঠিক কেমন দেখতে লাগে তা নিয়ে নানা সময়ে চলেছে চর্চা। চাঁদ থেকে স্পষ্টভাবে পৃথিবীকে কেমন দেখতে লাগতে পারে অর্থাৎ কাল্পনিক চিত্র এআইয়ের (কৃত্রিম বুদ্ধিমত্তা) মাধ্যমে তুলে ধরা হয়েছে। সবক'টি চিত্র কাল্পনিক। চন্দ্রযান-৩ থেকে হয়তো এমনটাও দেখা যেতে পারে পৃথিবীকে।"
প্রতিবেদনটি পড়তে ক্লিক করুন এখানে।
জি নিউজ-উত্তর প্রদেশও ভাইরাল ছবিগুলি ব্যবহার করে একটি ফটো গ্যালারি তৈরি করে জানায় ছবিগুলি এআইয়ের প্রয়োগ করে তৈরী করা হয়েছে।
এছাড়াও আমরা ভাইরাল ছবিগুলিকে চারটি এআই চিহ্নিতকারী সফটওয়্যারের (হাগিং ফেস, ইলুমিনাটি, হাইভ মডারেশন, এআই অর নট) মাধ্যমে পরীক্ষা করি। ওই সফটওয়্যারগুলির অধিকাংশগুলিতে ভাইরাল ছবিগুলি এআইয়ের প্রয়োগে তৈরির সম্ভাবনা বেশি বলে উল্লেখ করা হয়।
প্রসঙ্গত উল্লেখ্য, ভাবনায় থাকা শব্দ প্রয়োগ করে এআই বর্তমানে বিভিন্ন চিত্র তৈরি করতে সক্ষম। এর আগেও এআইয়ের প্রয়োগে তৈরি চিত্র আসল দাবিতে ভাইরাল হলে বুম তার তথ্য যাচাই করেছে।