Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available

Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available
ফ্যাক্ট চেক

অযোধ্যার রাম মন্দির দাবিতে ছড়াল বৃন্দাবনের প্রেম মন্দিরের ভিডিও

বুম যাচাই করে দেখে ভিডিওটিতে উত্তরপ্রদেশের বৃন্দাবনে অবস্থিত প্রেম মন্দিরের দৃশ্য দেখতে পাওয়া যায়।

By -  Shrey Banerjee |

10 Jan 2024 2:19 PM GMT

সম্প্রতি একটি মন্দিরের (Temple) বাইরের দৃশ্যের ভিডিও পোস্ট করে কয়েকজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী দাবি করেন ভিডিওটিতে উত্তরপ্রদেশের অযোধ্যায় উদ্বোধন হতে চলা রাম মন্দিরের (Ayodhya Ram Mandir) দৃশ্য দেখতে পাওয়া যায়।

বুম যাচাই করে দেখে ভিডিওটিতে আসলে অযোধ্যার রাম মন্দির নয় বরং মথুরার বৃন্দাবনে অবস্থিত প্রেম মন্দিরের দৃশ্য দেখতে পাওয়া যায়।

২২ জানুয়ারী ২০২৪ তারিখে অযোধ্যায় উদ্বোধন উদ্বোধন হতে চলেছে রাম মন্দির। সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী উদ্বোধনী এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথসহ বেশ কিছু প্রভাবশালী ব্যক্তিত্বরা। রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানের নিমন্ত্রণ ইতিমধ্যেই গিয়ে পৌঁছেছে বেশ কিছু তারকা যেমন রণবীর কাপুর, আলিয়া ভট্ট, অমিতাভ বচ্চন, প্রভাস, চিরঞ্জীবীর কাছে।

এরই মধ্যে একজন সোশ্যাল মিডিয়ায় ব্যবহারকারী ভিডিওটি পোস্ট করে লেখেন,"উদ্বোধনের অপেক্ষায় অযোধ্যার রাম মন্দির। সীতা পতি শ্রী রামচন্দ্রের জয়।"

এই পোস্ট দেখতে এখানে ক্লিক করুন। এই পোস্টের আর্কাইভ এখানে দেখা যাবে।

এই ধরণের আরেকটি পোস্ট দেখতে এখানে ক্লিক করুন।


তথ্য যাচাই 

বুম প্রথমেই এই ভিডিওর অংশগুলির রিভার্স সার্চ করে এবং বেশ কিছু ভিডিও খুঁজে পায় যেখানে বলা হয় এটি বৃন্দাবনের প্রেম মন্দিরের দৃশ্য, অযোধ্যার রাম মন্দিরের নয়।

এরকমই এক পোস্টে থাকা আমরা ভিডিওটির স্পষ্টতর সংস্করণে "banarasi bhaukaal" নামক জলছাপ দেখতে পাই। সেই তথ্যকে সূত্র হিসাবে গ্রহণ করে আমরা "banarasi_bhaukaal" নামক যাচাইকৃত এক ইনস্টাগ্রাম প্রোফাইলে ভিডিওটিকে খুঁজে পাই যা পোস্ট করা হয় ২৪ ডিসেম্বর, ২০২৩ তারিখে।

ওই পোস্টের ক্যাপশন হিসেবে লেখা হয়,"প্রেম মন্দির, বৃন্দাবন।" 

পোস্টটি দেখতে এখানে ক্লিক করুন।

এরপর আমরা যোগাযোগ করি সেই ইনস্টাগ্রাম ব্যবহারকারী আকাশ চৌধুরীর সাথে যিনি বুমকে নিশ্চিত করে জানান ভিডিওটিতে বৃন্দাবনের প্রেম মন্দিরের দৃশ্য দেখতে পাওয়া যায়। আকাশ বুমকে বলেন, "এই ভিডিওটি আমার উপস্থিতিতে আমাদেরই দলের ভিডিওগ্রাফার তোলে। ভিডিওটি ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে তুলি এবং এতে বৃন্দাবনের প্রেম মন্দিরের দৃশ্য দেখতে পাওয়া যায়।"

আরও বিশদে জানতে আমরা বৃন্দাবনের প্রেম মন্দির সক্রান্ত একটি গুগল ম্যাপে সার্চ করি এবং তার একটি স্ট্রিট ভিউ খোঁজার চেষ্টা করি। বুম লক্ষ্য করে ভিডিওতে থাকা বৃন্দাবনের প্রেম মন্দিরের দৃশ্যর সাথে গুগল ম্যাপের স্ট্রিট ভিউতে দেখতে পাওয়া মন্দিরের মিল পাওয়া যায়।

Full View

গুগল ম্যাপের সেই স্ট্রিট ভিউ দেখতে এখানে ক্লিক করুন। 

এছাড়াও, আমরা যোগাযোগ করি প্রেম মন্দিরের আধিকারিকদের সাথে এবং তারা নিশ্চিত করেন এটি সেখানকারই দৃশ্য। 


 


Related Stories