Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available

Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available
ফ্যাক্ট চেক

না, ভিডিওটি ১৯৩ বছর বয়সী পৃথিবীর সবচেয়ে বয়স্ক মানুষের নয়

বুম যাচাই করে দেখে ভাইরাল ভিডিওটি তাইল্যান্ডের ১০৯ বছর বয়সী লিয়াং ফো আই-এর। তিনি বিশ্বের সবচেয়ে বয়স্ক নন।

By - Sk Badiruddin | 24 Feb 2022 2:50 PM IST

সোশাল মিডিয়ায় এক বৃদ্ধার ভিডিও শেয়ার করে মিথ্যে (Fake News) দাবি করা হচ্ছে বর্তমানে ১৯৩ বছর (193 year Old) বয়সী ওই ব্যক্তি পৃথিবীর সবচেয়ে বয়স্ক মানুষ (Oldest Person)।

ভাইরাল হওয়া ১৫ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায় এক গেরুয়া পোষাক পরা অস্থিচর্মসার বৃদ্ধ ব্যক্তি এক বাচ্চার মাথায় হাত রেখে আশীর্বাদ করছেন।

ভিডিওটি শেয়ার করে ফেসবুকে ক্যাপশন লেখা হয়েছে, "বর্তমান পৃথিবীর সবচেয়ে বয়স্ক মানুষ। ১৯৩ বছর বয়স"

বুম দেখে একই দাবি সহ ভিডিওটি ফেসবুকে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। ভিডিও সহ এরকম দুটি ফেসবুক পোস্ট দেখুন এখানেএখানে

Full View

আরও পড়ুন: না, মুসকান খানকে কোটি টাকা সাহায্য করেননি মমতা বন্দ্যোপাধ্যায়

তথ্য যাচাই

বুম এই ভিডিওটির কি ফ্রেম নিয়ে গুগলে সার্চ করে তথ্য-যাচাইকারী সংস্থা স্ন্যপস-এর প্রতিবেদন দেখে। ওই প্রতিবেদন অনুযায়ী ভিডিওটি আসলে ১০৯ বছর বয়সী (Luang Pho Yai) লিয়াং ফো আই-এর।

'@auyary13' নামে একজন টিকটকব্যবহারকারী নিজের টিকটক প্রোফাইলে পোস্ট করলে ভিডিওটি ভাইরাল হয়ে যায়। ওই টিকটক ব্যবহারকারী নিজেকে সম্পর্কে আই এর নাতনি বলে পরিচয় দেন। তিনি এক গুচ্ছ ভিডিও শেয়ার করেছেন আই-এর।

২০২২ সালের জানুয়ারি মাসে পায়ের হাড় ভেঙে যাওয়ায় তাইল্যান্ডের হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছিল।

বুম আইয়ের নাতনির ইনস্টাগ্রাম প্রোফাইল খুঁজে পায়। এক সোশাল মিডিয়ায় ব্যবহারকারীর পোস্টের প্রত্যুত্তরে এক ব্যক্তি জানান যে আই-এর বয়স ১০৯ বছর। টিকটকেও একই জবাব দেওয়া হয়েছে বলে স্ন্যপসের দাবি।

বুম আইয়ের নাতনির সঙ্গে ইনস্টাগ্রমে যোগাযোগ করেছে। বিস্তারিত প্রত্যুত্তর পেলে প্রতিবেদনটি সংস্করণ করা হবে।

বিষয়টি নিয়ে ডেইলি স্টারে প্রকাশিত প্রতিবেদন পড়ুন এখানে

বর্তমানে সবচেয়ে বয়স্ক জীবন্ত ব্যক্তি কে?

গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসের ২০২২ সালের জানুয়ারি মাসের তথ্য অনুযায়ী জাপানের ফুকোওকার কানে তানাকা ১১৮ বছর বয়সী জীবিত। আর সবচেয়ে বেশি দিন ১২২ বছর পর্যন্ত বেঁচে ছিলেন জেনি লুসিকামনেট। বর্তমানে মৃতা তিনি।

আরও পড়ুন: উত্তরাখণ্ডে অমিত শাহ'র জনসভায় 'কংগ্রেস জিন্দাবাদ' স্লোগান? তথ্য-যাচাই

Tags:

Related Stories