সোশ্যাল মিডিয়ায় একটি ভাইরাল ভিডিওতে বিভ্রান্তিকর দাবি করা হচ্ছে যে সাম্প্রতিককালে আসন্ন লোকসভা নির্বাচনে বিষ্ণুপুরের (Bishnupur) তৃণমূল প্রার্থী সুজাতা মন্ডল (Sujata Mondal) তৃণমূল (Trinamool) শীর্ষ নেতৃত্বকে কটাক্ষ করেছেন। বুম যাচাই করে দেখে যে ভিডিওটি সাম্প্রতিক নয়, বরং ২০২০ সালের একটি পুরোনো ভিডিও।
১০ মার্চ ২০২৪ তারিখে তৃণমূল কংগ্রেসের জনগর্জন সভার মঞ্চ থেকে ২০২৪ সালের লোকসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি সুজাতা মন্ডলকে আসন্ন নির্বাচনে বিষ্ণুপুরের প্রার্থী হিসাবে ঘোষণা করেন। বিষ্ণুপুরে সুজাতা মন্ডলের বিরোধী বিজেপি প্রার্থী তাঁর প্রাক্তন স্বামী সৌমিত্র খাঁ। সৌমিত্র খাঁ ২০১৯ সালে লোকসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপি যোগ করেন এবং ২১ ডিসেম্বর ২০২০ তারিখে সুজাতা মন্ডল বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। সৌমিত্র খাঁ ও সুজাতা মন্ডলের বিবাহ বিচ্ছেদ হয় ২০২৩ সালে।
৫৭ সেকেন্ডের ভাইরাল ভিডিওটিতে সুজাতা মন্ডলকে বলতে শোনা যাচ্ছে, "প্রধান কথা বলতে চাই, সেটা হলো দয়া করে মিথ্যেবাদী তৃণমূলকে বিশ্বাস করবেন না।" ভিডিওটি বিজেপি ঘাটাল ফেসবুক পেজের তরফ থেকে শেয়ার করে ক্যাপশনে লেখা হয়, "বিষ্ণুপুরের তৃণমূলের প্রার্থী সুজাতা মন্ডল কি বলছেন শুনুন।"
ভিডিওটি দেখুন এখানে। আর্কাইভ দেখুন এখানে।
একজন ফেসবুক ব্যবহারকারী এই একই ভিডিও শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, "বিষ্ণুপুর লোকসভার তৃণমূলের প্রার্থী সুজাতা মন্ডল একি বলছেন নিজের দলকে নিয়ে আমার কথা না এগুলো। সুজাতা দিদি বলছেন"।
ভিডিওটি দেখুন এখানে। আর্কাইভ দেখুন এখানে।
তথ্য যাচাই
বুম ভিডিওটির সত্যতা যাচাই করতে ভিডিওটির কিফ্রেমগুলি গুগলে রিভার্স ইমেজ সার্চ করে। আমরা সার্চ করে একজন এক্স ব্যবহারকারীর অ্যাকাউন্টে ২৪ এপ্রিল ২০২০ তারিখের পোস্ট দেখতে পাই যেখানে সুজাতা মন্ডলের একটি ফেইসবুক লাইভ ভিডিওর স্ক্রিনশটের ছবি দেখা যাচ্ছে।
পোস্টটি দেখুন এখানে। আর্কাইভ দেখুন এখানে।
আমরা ছবিটির সঙ্গে ভাইরাল ভিডিওটির তুলনা করে বুঝতে পারি যে স্ক্রিনশটটি ওই ভিডিও থেকেই নেওয়া। ছবি দুটির তুলনা নিচে দেওয়া হলো।
আমরা ওই এক্স ব্যবহারকারীর করা পোস্টের সূত্র ধরে সুজাতা মন্ডলের ফেসবুক পেজে ২০২০ সালে আপলোড করা ভিডিওগুলি খুঁজলে ২৩ এপ্রিল, ২০২০ তারিখে সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওটি দেখতে পাই এবং নিশ্চিত হই যে ভাইরাল ভিডিওটি সাম্প্রতিক নয় বরং চার বছর পুরোনো। সুজাতা মন্ডল ভিডিওটি শেয়ার করে ফেসবুকে ক্যাপশনে লিখেছিলেন, "মাননীয়া এবং হরিদাস ভাইপোর মিথ্যাচারের মুখোশ খুলে ছাল ছুলে ওল ছুলা করে দিলাম🤣🤣। বি: দ্র:= যারা বিজেপি(BJP) কে ভালোবাসেন তারা প্রচুর পরিমাণে এই video টি কে SHARE করে TMC র চামচাদের মুখে ঝামা ঘষে দিন।।👍👍👍👍👍👍"
ভিডিওটি দেখুন এখানে। আর্কাইভ দেখুন এখানে।
সুজাতা মন্ডল ২০২০ সালের এপ্রিল মাসে বিজেপিতে ছিলেন এবং সেই সময় প্রাক্তন স্বামী সৌমিত্র খাঁ ও বিজেপির হয়ে প্রচারও করেছেন।