Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available

Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available
ফ্যাক্ট চেক

তৃণমূলের হাতে মালদায় আক্রান্ত পুলিশ বলে বিজেপি ছড়াল বিহারের ভিডিও

বুম যাচাই করে দেখে ভিডিওতে দেখতে পাওয়া পুলিশের আক্রান্ত হওয়ার ঘটনাটি ২০২৪ সালের বিহারের মোতিহারিতে ঘটে।

By - Srijit Das | 30 Aug 2025 3:13 PM IST

সম্প্রতি পশ্চিমবঙ্গ বিজেপি (West Bengal BJP) একটি ভিডিও প্রকাশ করে দাবি করে, সেখানে বাংলায় শাসকদল তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) এক নেতার একজন পুলিশকর্মীকে মারধরের দৃশ্য দেখা যায়।

বুম যাচাই করে দেখে, ২০২৪ সালের এই ভিডিওতে আদতে একটি মামলার তদন্ত করার সময় বিহারে গ্রামবাসীদের হাতে পুলিশের প্রহৃত হওয়ার ঘটনা দেখা যায়।

ভাইরাল ওই ভিডিওর প্রথমে পুলিশের একটি গাড়ি দাঁড় করিয়ে লাঠি নিয়ে বেশ কিছু মানুষকে পুলিশকর্মীদের মারধর করতে দেখা যায়। মুহুর্মুহু আক্রমণের মুখে পড়ে একজন পুলিশকর্মী নিজেকে দূরে নিয়ে গেলেও তার নিস্তার মেলেনি। পরে ওই পুলিশকর্মীকে ঘিরে ধরে ফের কিছু মানুষকে লাঠিপেটা করতে দেখা যায়।

গত ২৯ অগাস্ট প্রকাশিত এক রিপোর্টে সংবাদসংস্থা পিটিআই পুলিশকে উদ্ধৃত করে জানায়, ২৮ অগাস্ট রাতে মালদায় বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের সময় একজন পুলিশেকর্মীর উপর আক্রমণের ঘটনা ঘটে। এরই প্রেক্ষিতে ভাইরাল হয় ভিডিওটি।

ভাইরাল দাবি

পশ্চিমবঙ্গ বিজেপি সেই ভিডিও তাদের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে পোস্ট করে লেখে, "তৃণমূল নেতা জয়ন্ত দাস পুলিশ অফিসার এসআই সমীর সিনহাকে বেল্ট দিয়ে মারধর করেছেন। তৃণমূলের প্রতি এত দাসত্বের পরেও পুলিশও রেহাই পাচ্ছে না!"

পোস্টটি দেখতে ক্লিক করুন এখানে ও তার আর্কাইভ দেখতে এখানে

কিছুদিন আগে মালদার হরিশচন্দ্রপুরে তৃণমূল নেতার বসানো শালিসিসভা বন্ধ করতে গিয়ে আক্রান্ত পুলিশ দাবি করে এই একই ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। পোস্টটির আর্কাইভ দেখুন এখানে

অনুসন্ধানে আমরা কী পেলাম: ভিডিওটি ২০২৪ সালের বিহারের ঘটনার 

১. ২০২৪ সালের সেই ঘটনা সংক্রান্ত প্রতিবেদন: বুম ভিডিওটির কিছু কিফ্রেমকে রিভার্স সার্চ করে ঘটনাটি সংক্রান্ত ২০২৪ সালের একাধিক প্রতিবেদন খুঁজে পায়। হিন্দি সংবাদমাধ্যম দৈনিক ভাস্কর ভিডিওটির বিষয়ে তাদের প্রকাশিত প্রতিবেদনে জানায়, বিহারের মোতিহারির পাহাড়পুর থানা এলাকায় এক মহিলার অপহরণ সংক্রান্ত মামলার তদন্ত করতে গেলে অভিযুক্তের পরিবার ও প্রতিবেশীদের হামলার মুখে পড়ে সেখানকার পুলিশ। আক্রমণের কারণে ২ জন পুলিশকর্মী আহত হন বলে জানায় ওই প্রতিবেদন।

২০২৪ সালের ১ নভেম্বর ভিডিওটি প্রকাশ করে ঘটনাটির বিষয়ে রিপোর্ট করে সংবাদমাধ্যম এনডিটিভিও

২. ঘটনার বিষয়ে মোতিহারি পুলিশের বক্তব্য: গত ১ নভেম্বর প্রকাশিত বিহারের মোতিহারি পুলিশের সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, পাহাড়পুর থানা এলাকায় পুলিশের উপর হামলার ঘটনায় প্রাথমিকভাবে অভিযুক্ত অনিতা দেবীকে গ্রেপ্তার এবং ১০-১৫ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। এরপর ৪ নভেম্বর ২০২৪ তারিখে মোতিহারি পুলিশ এক বিজ্ঞপ্তি প্রকাশ করে জানায়, হামলার ওই ঘটনায় মূল অভিযুক্ত মনোজ কুশওয়াহাকে তারা গ্রেপ্তার করেছে।

৩. পশ্চিমবঙ্গ পুলিশের প্রতিক্রিয়া: পশ্চিমবঙ্গ বিজেপির করা সেই পোষ্টের বিষয়ে পশ্চিমবঙ্গ পুলিশও ভিডিওতে দেখতে পাওয়া ঘটনাটি বিহারের মোতিহারির বলে নিশ্চিত করেছে। ভুয়ো খবর যারা প্রচার করেছে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান হয়েছে পুলিশের তরফে।


    

Tags:

Related Stories