এইচবিও-র তুমুল জনপ্রিয় টেলিভিসন সিরিয়াল “গেম অফ থ্রোনস”-এর (Games of Thrones) একটি দৃশ্যে দুটি চরিত্রকে ধ্বংসস্তূপে সমাধিস্থ অবস্থায় দেখার দৃশ্যটিকে তুরস্কের বিধ্বংসী ভূকম্পে (Turkey Earthquake) কবরস্থ প্রেমিক-প্রেমিকার যুগল মৃত্যুর ছবি বলে চালানো হচ্ছে।
গত ৬ ফেব্রুয়ারি, ২০২৩ তুরস্ক ও সিরিয়ায় রিখটার স্কেলে ৭.৮ মাত্রার এক ভয়াবহ ভূমিকম্পে ৪৫ হাজার মানুষের মৃত্যু হয়। ২০ ফেব্রুয়ারি দুই দেশের সীমান্ত এলাকায় ৬.৩ মাত্রার আরও একটি কম্পন আছড়ে পড়ে। প্রথম কম্পনের ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব করে ওঠার আগেই আরও একটি বিপর্যয়ের খতিয়ান এখনও দুই দেশ করে উঠতে পারেনি।
এই প্রেক্ষাপটেই আলোচ্য ছবিটি ভাইরাল করে দাবি করা হচ্ছে যে, ‘ভ্যালেন্টাইন্স ডে’-র প্রাক্কালে দুই প্রেমিক-প্রেমিকা এভাবে ভূকম্পের ধ্বংসস্তূপে সমাধিস্থ হয়েছে।
ক্যাপশনে লেখা হয়েছে, “ভ্যালেন্টাইনের ঠিক আগে তুরস্কের মারণ ভূকম্পে দুটি প্রেমের ফুল এভাবে সমাধিস্থ হলো”।
পোস্টটি দেখতে এখানে ক্লিক করুন।
এই পোস্টটি দেখতে এখানে ক্লিক করুন।
তথ্য যাচাই
বুম দেখলো, ছবিটি এইচবিও-র তুমুল জনপ্রিয় টেলিভিসন সিরিয়াল “গেম অফ থ্রোনস”-এর একটি দৃশ্য, যাতে ওই সিরিয়ালের দুই চরিত্র জেমি ল্যানিস্টার এবং সেরসেই-এর মৃত্যু দেখানো হয়েছে। সিরিয়ালটি জর্জ আর আর মার্টিনের কল্প-উপন্যাসের চলচ্চিত্ররূপ।
ছবিটির খোঁজ করতে গিয়ে আমরা আমাজনে চলচ্চিত্রটির ফোটো-বইতে হুবহু ওই ছবিটি দেখতে পাই।
ক্যাপশনে সিরিয়ালটির শেষ পর্বে ওই দুই চরিত্রের মৃত্যুর দৃশ্যটি তুলে ধরা হয়েছে।
পোস্টটি দেখতে এখানে ক্লিক করুন।
লেনা হেডি এবং নিকোলাজ কোস্টার-ওয়াল্ডাউ অভিনীত দুটি চরিত্র যথাক্রমে সেরসেই এবং ল্যানিস্টার “গেম অফ থ্রোনস” ছবিতে গুরুত্বপূর্ণ দুই চরিত্র, যারা আসলে ভাই-বোন হলেও পরস্পরের প্রতি প্রেমাসক্ত এবং গোপন যৌন সম্পর্কে জড়িত। সিরিয়ালটির অন্তিম মরসুমের পঞ্চম আখ্যানে তাদের মৃত্যুর ঘটনা দেখানো হয়। ষষ্ঠ আখ্যানে তাদের ভাই টাইরিয়ন ল্যানিস্টার (যার ভূমিকায় অভিনয় করেছেন পিটার ডিংকলেজ) রেড কিপ-এর ধ্বংসস্তূপে তাদের মৃতদেহ চাপা পড়ে আছে দেখতে পায়। যে স্থিরচিত্রটি ভাইরাল করা হয়েছে, সেটি ওই দৃশ্য থেকেই তোলা হয়েছে।
নীচের ভিডিওটির ১ মিনিট ৫০ সেকেন্ডের মাথায় দৃশ্যটি দেখা যাবে।