কেরালার (Kerala) মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে লুলু গোষ্ঠীর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর ইউসুফ আলির দুটি ছবিকে ভুলভাল দাবি সহ সোশাল মিডিয়ায় ভাইরাল করা হচ্ছে।
ছবির ক্যাপশন পড়লে মনে হবে কেরালার মুখ্যমন্ত্রী বিজয়নকে গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছে আমিরশাহির অর্বুদপতি ভারতীয় ব্যবসায়ী ইউসুফ আলির গাড়ির চালক যেখানে লখনউতে একটি মল-এর উদ্বোধনীতে আদিত্যনাথকে গাড়িতে বসিয়ে নিয়ে যাচ্ছেন স্বয়ং ইউসুফ আলি।
বুম দেখে কেরালার মুখ্যমন্ত্রী বিজয়নের সঙ্গে যাঁকে ছবিতে দেখা যাচ্ছে তিনি আদতে আমিরশাহির বিদেশ-বাণিজ্য মন্ত্রী থানি বিন আহমেদ আল-জেউদি এবং মোটেই ইউসুফ আলির গাড়ি-চালক নন, যেমনটা নাকি ভাইরাল পোস্টে দাবি করা হয়েছে।
১২ জুলাই যোগী আদিত্যনাথ লখনউতে লুলু মল-এর উদ্বোধন করেন।
ফেসবুক এবং টুইটারেই এই ছবিগুলি ঘুরছে যাতে দাবি করা হয়েছে, "কেরালায় যেখানে ইউসুফ আলি বিজয়নকে তাঁর গাড়ি-চালকের সঙ্গে বসতে দিয়ে নিজে মালিকের মতো পিছনের আসনে বসে রয়েছেন, উত্তরপ্রদেশে সেখানে ইউসুফ আলি নিজেই আদিত্যনাথের গাড়ি চালিয়ে নিয়ে গেছেন। স্বভাবতই কেরালায় এই নিয়ে অসন্তোষ তৈরি হয়েছে।"
ভুয়ো ক্যাপশন সহ ছবিগুলি নীচের ফেসবুক পোস্টে দেখুন।
আরও পড়ুন: ফুচকার জলে হার্পিক মেশানো বলে একটি সাজানো ভিডিও ধর্মীয় দাবিতে ছড়াল
তথ্য যাচাই
বুম বিজয়নের ছবিটি খোঁজখবর করে 'দ্য হিন্দু' পত্রিকার একটি প্রতিবেদন দেখতে পায় যেখানে ওই একই ছবি ছাপা হয়েছে। ছবিটির ক্যাপশনে লেখা, "কেরালার মুখ্যমন্ত্রী তিরুবনন্তপুরমে লুলু মল ঘুরে দেখছেন আমিরশাহির বিদেশ বাণিজ্য মন্ত্রী থানি বিন আহমেদ আল-জেউদি, আমিরশাহির ভারতে রাষ্ট্রদূত আহমদ আবদুলরহমান আলবান্না এবং লুলু গোষ্ঠীর আন্তর্জাতিক চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর ইউসুফ আলির সঙ্গে।"
বুম এরপর ক্যাপশনে লেখা নামগুলি পড়ে নিশ্চিত হয় যে কেরালার মুখ্যমন্ত্রী বিজয়নের পাশে যিনি বসে রয়েছেন, তিনি আমিরশাহির বিদেশ বাণিজ্য মন্ত্রী।
আমিরশাহির অর্থমন্ত্রকের ওয়েবসাইট অনুসারে থানি বিন আহমেদ হচ্ছেন আমিরশাহির বিদেশ বাণিজ্য দফতরের রাষ্ট্রমন্ত্রী। তাঁর প্রোফাইলে লেখা রয়েছে, "২০২০ সালের জুলাই মাসে আমিরশাহি সরকারের কাঠামোগত পরিবর্তনে ডঃ থানি বিুন আহমেদকে বৈদেশিক বাণিজ্য মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী নিয়োগ করা হয়, যাতে তিনি দেশের স্বার্থে শ্রেষ্ঠ প্রতিভাগুলিকে আকৃষ্ট করতে পারেন। "
উপরন্তু আমরা পিনারাই বিজয়নের সঙ্গে লুলু মল-এর উদ্বোধনে থানি বিন আহমেদ এবং ইউসুফ আলির আরও দুটি ছবি উদ্ধার করতে পেরেছি।
জেউদির টুইটার হ্যান্ডেলটিও এখানে দেখে নিতে পারেন।
লুলু মল নিয়ে বিতর্ক
উদ্বোধনের পরেই লুলু মল-এর দোতলায় নমাজ পাঠকে ঘিরে দানা বাঁধা বিতর্ক ভাইরাল হয়। মল কর্তৃপক্ষ এক বিবৃতি জারি করে ঘটনাটি থেকে নিজেদের দূরে সরিয়ে নেয় এবং সুশান্ত গল্ফ সিটি পুলিশ স্টেশনকে চিঠি দিয়ে জানায় মল-এর কোনও কর্মচারী এই নমাজ পাঠে অংশ নেয়নি, এটা ছিল আগত দর্শকদের নিজেদের ব্যাপার। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে, সেটা তারা নিশ্চিত করবে। মল চত্বরে এটাও বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয় যে, এখানে কোনও ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করা যাবে না। দক্ষিণপন্থী হিন্দু সংগঠনগুলি নমাজের বিরোধিতা করে মলটি বয়কট করার ডাক দেয়। কেউ-কেউ মলের ভিতর হনুমান চালিশা পাঠ করার আহ্বানও জানায়। এর পরেই লখনউয়ের পুলিশ মলে হনুমান চালিশা পাঠ করার চেষ্টার দায়ে কিছু লোককে গ্রেফতারও করে।
আরও পড়ুন: ভিন্ন ভিডিও ছড়াল মুম্বইয়ের বান্দ্রায় মহিলাদের সমুদ্রে ভেসে যাওয়া বলে