Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available

Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available
ফ্যাক্ট চেক

ভুয়ো দাবি: রাষ্ট্রসংঘ বলল বিশ্বের দ্বিতীয় সেরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বুম যাচাই করে দেখে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাষ্ট্রসংঘ বিশ্বের দ্বিতীয় সেরা প্রধানমন্ত্রীর খেতাব দেয়নি।

By - Towhidur Rahman | 25 Sept 2022 6:36 PM IST

সোশাল মিডিয়া ভাইরাল হওয়া পোস্টে ভুয়ো দাবি করা হচ্ছে বাংলাদেশের (Bangladesh) প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে (Sheikh Hasina) রাষ্ট্রসংঘ (United Nation) বিশ্বের দ্বিতীয় সেরা প্রধানমন্ত্রী হিসেবে ভূষিত করেছে।

বুম যাচাই করে দেখে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাষ্ট্রসংঘ এই ধরণের কোনও খেতাব দেয়নি। ২০১৫ সালে রাষ্ট্রসংঘ পরিবেশ বিষয়ক একটি পুরস্কার প্রদান করে। ২০২১ সালে উন্নয়ণ বিষয়ক আরেকটি পুরস্কার পান হাসিনা।

গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশ সময়ে ২৪ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রসংঘের ৭৭ তম সাধারণ অধিবেশনে যোগ দিয়ে রহিঙ্গা সংকটের পাশাপাশি রুশ-ইউক্রেন যুদ্ধ বন্ধের আবেদন জানিয়ে বক্তব্য পেশ করেন। ভাইরাল দাবিটি ঠিক এই সময়েই ছড়ানো হচ্ছে।

বাংলাদেশের ভোলার সাংসদ ও ক্ষমতাসীন বাংলাদেশ আওয়ামী লিগের নেতা তোফায়েল আহমেদ-এর নামে যাচাইহীন একটি ফেসবুক প্রোফাইল থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পর্কহীন ছবি পোস্ট করে ক্যাপশন লেখা হয়েছে, "অভিনন্দন জাতিসংঘ কর্তৃক ঘোষিত বিশ্বের ২য় সেরা প্রধানমন্ত্রী মনোনীত হয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা।" (বাংলাদেশে রাষ্ট্রসংঘ জাতিসংঘ নামে সমধিক পরিচিত)


ফেসবুক পোস্টটি দেখতে ক্লিক করুন এখানে

বুম দেখে একই দাবি সহ ফেসবুকে পোস্ট ব্যাপকভাবে ভাইরাল হয়েছে।

আরও পড়ুন: লেন্সের মুখ ঢেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চিতার ছবি তোলার ছবি সম্পাদিত

তথ্য যাচাই

বুম রাষ্ট্রসংঘের ওয়েবাসাইটে কিওয়ার্ড সার্চ করে ও মূলধারার গণমাধ্যমে কোনও প্রতিবেদন খুঁজে পায়নি যেখানে দাবি করা হয়েছে যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাষ্ট্রসংঘ বিশ্বের দ্বিতীয় শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী বলে ঘোষণা করেছে।

বুম রাষ্ট্রসংঘের খবরের ওয়েবসাইটে ২০১৫ সালের ১৪ সেপ্টেম্বর প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পায়। ওই প্রতিবেদন অনুযায়ী, ২০১৫ সালে রাষ্ট্রসংঘ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পরিবেশ বিষয়ক সম্মান "চ্যাম্পিয়নস অফ দ্য আর্থ" প্রদান করে।

রাষ্ট্রসংঘের পরিবেশ বিষয়ক কর্মকান্ড (ইউএনইপি) জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় বাংলাদেশের পদক্ষেপ গ্রহণের জন্য স্বীকৃতি হিসেবে এই পুরস্কার প্রদান করে।


বিষয়টি নিয়ে প্রথম আলোর প্রতিবেদন পড়া যাবে এখানে

২১ সেপ্টেম্বর ২০২১ দ্য ডেইলি স্টারে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, রাষ্ট্রসংঘের সাসটেইনেবল ডেভেলপমেন্ট সল্যুশনস নেটওয়ার্ক (এসডিএসএন) শেখ হাসিনাকে "এসডিজি অগ্রগতি পুরস্কার" প্রদান করে। দারিদ্র্য দূরীকরণ, বিশ্ব সুরক্ষা ও সবার জন্যে শান্তি-সমৃদ্ধি নিশ্চিত করতে উদ্যোগ গ্রহণের জন্য এই শিরোপা পান।

আরও পড়ুন: বিভ্রান্তিকর দাবি সহ ছড়াল রাহুল গাঁধীর সঙ্গে তাঁর ভাগ্নীর পুরনো ছবি

Tags:

Related Stories