একটি বাড়ির ছাদে মার্কিন সেনাদের সামরিক হেলিকপ্টার থেকে অবতরণের এক ভিডিও শেয়ার করে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ব্যবহারকারীরা দাবি করেন তাতে মার্কিন সেনার সাম্প্রতিক ভেনেজুয়েলার (Venei) রাষ্ট্রপতি নিকোলাস মাদুরোকে (Nicholas Maduro) বন্দি অভিযানের দৃশ্য দেখা যায়।
বুম দেখে ভিডিওটি আসলে ১০ জুন, ২০২৫-এ মার্কিন সেনাবাহিনীর ২৫০তম বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে অনুষ্ঠিত শক্তি প্রদর্শনের। মার্কিন সেনার স্পেশাল অপারেশনস কমান্ড এবং XVIII এয়ারবোর্ন কর্পস নর্থ ক্যারোলিনার ফোর্ট ব্র্যাগে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সামনে এই প্রদর্শন করে।
গত ৩ জানুয়ারি, মাদক-সন্ত্রাস ও মাদক পাচারের অভিযোগে মার্কিন সেনাবাহিনী এক অভিযান চালিয়ে ভেনেজুয়েলার রাষ্ট্রপতি নিকোলাস মাদুরোকে আটক করে আমেরিকা নিয়ে যায়। ওই ঘটনার পরই ভিডিওটি ভাইরাল হয় সমাজমাধ্যমে।
ভাইরাল দাবি
একটি ফেসবুক পেজ ভাইরাল ভিডিওটি পোস্ট করে দাবি করে, "আমেরিকা ভেনেজুয়েলার উপর অতর্কিত আক্রমণ করে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রীকে গ্রেফতার করেছে!! খনিজ সম্পদ লুটের উদ্দেশ্যে কীভাবে একজন স্বাধীন দেশের প্রধানমন্ত্রীকে গ্রেফতার করতে পারে আমেরিকা?"
পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে।
অনুসন্ধানে আমরা কী পেলাম
ভিডিওটি মার্কিন সেনার শক্তি প্রদর্শনের: বুম ভাইরাল ভিডিওর কিফ্রেমের রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে ফক্স নিউজের এক্স হ্যান্ডেলে ১১ জুন ২০২৫-এ পোস্টে একই ভিডিও দেখতে পায়। ক্যাপশন থেকে জানা যায়, ভিডিওটি নর্থ ক্যারোলিনার ফোর্ট ব্র্যাগে মার্কিন সেনাবাহিনীর বার্ষিকী উপলক্ষে ট্রাম্পের বক্তৃতার আগে আমেরিকান সেনার স্পেশাল ফোর্সের অবর্তরণের।
এই ভিডিওটি ট্রাম্পের যোগাযোগ বিভাগের সহ-পরিচালক মার্গো মার্টিনও তার এক্স হ্যান্ডেলে পোস্ট করেন।
সংবাদ প্রতিবেদন থেকে জানা যায়, মার্কিন সেনাবাহিনীর ২৫০তম বার্ষিকী উপলক্ষে ১০ জুন ২০২৫-এ মার্কিন সেনার স্পেশাল অপারেশনস কমান্ড এবং XVIII এয়ারবোর্ন কর্পস নর্থ ক্যারোলিনার ফোর্ট ব্র্যাগে রাষ্ট্রপতি ট্রাম্পের সামনে শক্তি প্রদর্শন করে। এরপর মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প সেনাবাহিনীর বার্ষিকী উপলক্ষে একটি ভাষণও দেন। সিএনএন, অ্যাসোসিয়েটেড প্রেস, পিবিএস নিউজ এবিষয়ে প্রতিবেদন প্রকাশ করে।
ইউএস ডিপার্টমেন্ট অফ ডিফেন্সের অফিসিয়াল মিলিটারি মিডিয়া প্ল্যাটফর্ম DVIDS একটি ভিডিও ক্লিপ প্রকাশ করে যেখানে ভাইরাল ভিডিওর দৃশ্যসহ ডোনাল্ড ট্রাম্পকেও দেখা যায়।






