উস্তাদ জাকির হুসেনের (Ustad Zakir Hussain) প্রয়ানের পর, শিল্পীর প্রতি শ্রদ্ধা জানাতে এক্সে জাকির হুসেনের বদলে পাকিস্তানি শিল্পী উস্তাদ তারি খানের (Ustad Tari Khan) তবলায় পারদর্শিতার একটি ভিডিও পোস্ট করেন মহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যান আনন্দ মহিন্দ্রা (Anand Mahindra)।
মহিন্দ্রার এক্সে পোস্ট করা ২৮ সেকেন্ডের ভিডিওটিতে উস্তাদ তারি খানকে নুসরত ফতেহ আলি খানের সঙ্গত করতে দেখা যায়।
১৫ ডিসেম্বর ২০২৪ তারিখে ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকোর একটি হাসপাতালে ৭৩ বছর বয়সে শেষ নিঃস্বাস ত্যাগ করেন কিংবদন্তি তবলা শিল্পী উস্তাদ জাকির হুসেন। হৃদযন্ত্রের সমস্যায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। পরিবারের দ্বারা তাঁর মৃত্যুর আনুষ্ঠানিকভাবে ঘোষণার কয়েক ঘণ্টা আগেই মৃত্যু সংবাদ প্রকাশ্যে আসা নিয়ে বিভ্রান্তিরও সৃষ্টি হয়।
উস্তাদ জাকির হুসেনের মৃত্যুর পর অনেকেই শ্রদ্ধাজ্ঞাপন করে সমাজমাধ্যমে পোস্ট করেছেন। আনন্দ মহিন্দ্রা নুসরত ফতেহ আলি খানের সঙ্গে এক পারদর্শী তবলা বাদকের একটি সাদা কালো ভিডিও পোস্ট করে এক্সে ইংরেজিতে লেখেন, "ভারতের ছন্দ চলে গেলেন, শ্রদ্ধাঞ্জলি #ZakirHussain."
পরবর্তীতে অন্য ব্যবহারকারীরা তার ভুল উল্লেখ করায়, মহিন্দ্রা এক্স পোস্টটি ডিলিট করে দেন।
তথ্য যাচাইঃ উস্তাদ জাকির হুসেন নন, ভিডিওর তবলচি উস্তাদ তারি খান
বুম দেখে ভিডিওর তবলা বাদক প্রয়াত উস্তাদ জাকির হুসেন নন বরং পাকিস্তানি শিল্পী আব্দুল সত্তার খান যিনি উস্তাদ তারি খান নামেও সুপরিচিত।
আমরা দেখি আনন্দ মহিন্দ্রার পোস্টে বেশ কয়েকজন এক্স ব্যবহারকারী ভিডিওর তবলচির পরিচয় উস্তাদ তারি খান হিসাবে দিয়েছেন এবং তার সঙ্গে উপস্থিত নুসরত ফতেহ আলি খানের কথাও উল্লেখ করেছেন।
আমরা এর থেকে ইঙ্গিত নিয়ে ইউটিউবে কিওয়ার্ড সার্চ করে একই অনুষ্ঠানের ২০১১ সালের অগাস্ট মাসে আপলোড করা একটি রঙিন এবং দীর্ঘতর সংস্করণ দেখতে পাই। ইউটিউব ভিডিওর ক্যাপশন অনুযায়ী ভিডিওটি ওয়াশিংটন ডিসির একটি অনুষ্ঠানের।
ভিডিওটিতে নুসরত ফতেহ আলি খানকে তার পাশে উপস্থিত তবলা বাদককে দর্শকদের সঙ্গে "মিস্টার আব্দুল সত্তার তারি" বলে পরিচয় করিয়ে দিতে শোনা যায়। ইউটিউবের ভিডিওটিতে ৪ মিনিট ৪৪ সেকেন্ড থেকে ভাইরাল ক্লিপটি দেখা যায়।
দেখুন এখানে।