শিশু কোলে এক ব্যক্তির উপর পুলিশের অনবরত লাঠি (lathicharge) দিয়ে আঘাত করার এই সম্প্রতি ভাইরাল ভিডিওটি শেয়ার করে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা ভুয়ো দাবি করেছেন বাংলা (Bengali) বলার জন্য উত্তরপ্রদেশ (Uttar Pradesh) পুলিশ (police) ওই ব্যক্তির উপর নির্মম ভাবে অত্যাচার করছে।
বুম দেখে ভাইরাল ভিডিওটি ২০২১ সালের ডিসেম্বরে কানপুরের একটি হাসপাতালে চতুর্থ শ্রেণীর কর্মীদের আয়োজিত ধর্নার। এই ভিডিওর সঙ্গে বাংলা ভাষায় কথা বলার কোনও সম্পর্ক নেই।
সম্প্রতি সংবাদমাধ্যমে ভিন রাজ্যে পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশী সন্দেহে পুলিশি হেনস্থার শিকার হওয়ার একাধিক রিপোর্ট উঠে এসছে। শ্রমিকদের পরিবারের অভিযোগ, নথি দেখালেও মিলছে না সুরাহা। দুই পরিযায়ী শ্রমিককে জোর করে বাংলাদেশেও পাঠিয়ে দেওয়া হয়।
ভাইরাল দাবি
একজন পুলিশ কর্মীকে ভাইরাল ভিডিওয় শিশু কোলে এক ব্যক্তিকে লাঠি দিয়ে মারতে দেখা যায়। ভিডিওর ব্যক্তি বাঙালি দাবি করে এক ফেসবুক ব্যবহারকারী ক্যাপশনে লেখেন, "উত্তর প্রদেশে বাংলা বলায় পুলিশের লাঠিচার্জ। বাঙালি আর কবে জাগবে??"
পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে।
অনুসন্ধানে আমরা কী পেলাম
ভিডিওর ঘটনা ২০২১ সালের: ভাইরাল ভিডিওর কিফ্রেমের রিভার্স ইমেজ সার্চ করে বুম ভিডিওর স্ক্রিনশটসহ টাইমস অফ ইন্ডিয়ার ১০ ডিসেম্বর, ২০২১-এর একটি প্রতিবেদন পায়। টাইমস অফ ইন্ডিয়া রিপোর্ট করে, কানপুরের আকবরপুরে অবস্থিত জেলা হাসপাতালে চতুর্থ শ্রেণীর হাসপাতাল কর্মীরা ওপিডি বিভাগে তালা ঝুলিয়ে ধর্নায় বসেছিল। আকবরপুর পুলিশ সেই ধর্না বন্ধ করতে গেলে ঘটনাটি ঘটে। ভিডিওয় দৃশ্যমান লাঠি দিয়ে প্রহার করা পুলিশ কর্মীকে স্টেশন হাউস অফিসার বিনোদ কুমার মিশ্র হিসাবে চিহ্নিত করা হয়েছে।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে জানা যায়, অভিযুক্ত পুলিশ কর্মীকে ঘটনার এক দিন পর বরখাস্ত করা হয়। সেসময় এনডিটিভিও এই ঘটনা সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করে যেখানে ভাইরাল দৃশ্য দেখা যায়।
এছাড়াও, 'বোলতা উত্তর প্রদেশ' নামক একটি এক্স হ্যান্ডেল ভাইরাল ভিডিওর একটি দীর্ঘতর সংস্করণ উত্তরপ্রদেশের আকবরপুর এলাকার ঘটনা বলে ৯ ডিসেম্বর, ২০২১-এ পোস্ট করে।
কানপুর দেহাত পুলিশ ৯ ডিসেম্বর, ২০২১ সালে তাদের এক্স হ্যান্ডেলে আকবরপুরে জেলা হাসপাতালের ঘটনা নিয়ে তারা তদন্ত করছে জানিয়ে একটি ভিডিও পোস্ট করে।