সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে একজন ব্যক্তিকে একটি হেলিকপ্টারের দিকে বন্দুক তাক করে চালাতে দেখা যাচ্ছে এবং তার পরে সেই হেলিকপ্টারগুলো এক এক করে ধ্বংস হয়ে যায়। দাবি করা হচ্ছে এটি ইসরায়েল (Israel) এবং প্যালেস্তাইনের (Palestine) সংঘর্ষের একটি দৃশ্য।
বুম যাচাই করে দেখে এই ভিডিওর সাথে সাম্প্রতিক ইসরায়েল এবং প্যালেস্তাইনের মধ্যে যুদ্ধপরিস্থিতির সম্পর্ক নেই। এই ভিডিওগুলি আরমা ৩ নামক গেম থেকে নেওয়া।
ইতিমধ্যে, প্রচুর মানুষ প্রাণ হারিয়েছেন ইসরায়েল এবং প্যালেস্তাইনের হামাস জঙ্গিদের মধ্যে সংঘর্ষের কারণে। এক প্রতিবেদন অনুযায়ী গাজা উপত্যকায় ৭০০'র বেশি মানুষ প্রাণ হারিয়েছেন এবং ইসরায়েলে ৯০০'র বেশি মানুষ। এরই মধ্যে উঠে এলো সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও যেখানে দেখা যাচ্ছে একজন ব্যক্তিকে একটি হেলিকপ্টারকে মিসাইল লঞ্চারের মাধ্যমে ধ্বংস করতে।
এই ভিডিও একজন ফেসবুক ব্যবহারকারী শেয়ার করে ক্যাপশনে লিখেছেন,"হামাস যোদ্ধা কর্তৃক ইসরায়েলের যুদ্ধবিমান ভূপাতিত করার ভিডিও একদিন মাজলুমদের বিজয় অর্জিত হবেই হবে ইনশাআল্লাহ....।"
এই ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন।
এই পোস্টের আর্কাইভ এখানে দেখা যাবে।
তথ্য যাচাই
বুম প্রথমেই এই ভিডিওতে উপস্থিত দৃশ্যগুলির অংশ রিভার্স সার্চ করে এবং দেখে বেশিরভাগ রিভার্স সার্চের প্রতিক্রিয়া আরমা ৩ নামক একটি গেমের বলে দেখা যাচ্ছে।
এই সূত্র ধরে ইউটিউবে একটি কিওয়ার্ড সার্চ করায় আমরা একটি ভিডিও খুঁজে পাই যেখানে মিসাইল লঞ্চারের ব্যবহার করে একজন ব্যক্তি একটি হেলিকপ্টারকে ধ্বংস করছে। এই ভিডিওটি ইউটিউবে আপলোড করা হয় ২৭ ফেব্রুয়ারী ২০২৩, ইসরায়েল এবং হামাসের মধ্যে সাম্প্রতিক সংঘর্ষের আগে। এছাড়াও এই ভিডিওর ক্যাপশনে লেখা রয়েছে,"এটি একটি মিলিটারি সিমুলেশন। আসল নয়। দেখার জন্য ধন্যবাদ।"
যে চ্যানেল এই ভিডিওটি আপলোড করেছে, তারা প্রায়ই এই ধরণের গেমের ভিডিও ইউটিউবে আপলোড করে বলে দেখা গেছে।
ইউটিউবে কিওয়ার্ড সার্চের একই পদ্ধতিতে আমরা আরেকটি ভিডিও খুঁজে পাই যেখানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওর বাকি অংশটি উপস্থিত রয়েছে যার লিংক এখানে দেখা যাবে।
এই ভিডিওটি আপলোড করা হয় ৪ অক্টোবর ২০২৩ তারিখে কিন্তু তার ক্যাপশনে উল্লেখ করা হয় এই ভিডিওটি একটি গেমের দৃশ্য, বাস্তব জীবনের নয়।
আমরা দেখি এই চ্যানেলেও গেমের অসংখ্য ভিডিও আপলোড করা হয়।