নাইজিরিয়ার (Nigeria) ওনিতশায় একটি তেলের ট্যাঙ্কারে বিস্ফোরণ ঘটলে এক বড় ধরনের আগুন লাগে। সেই ঘটনার ভিডিও এখন এই বলে শেয়ার করা হচ্ছে যে, সেটি ইউক্রেন-এ (Ukraine) তোলা এবং রুশ আক্রমণের দৃশ্য দেখা যাচ্ছে তাতে।
২৪ ফেব্রুয়ারি, ২০২২ এ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা করেন যে, ইউক্রেনে তিনি এক 'বিশেষ সামরিক অভিযান' চালাতে চলেছেন। তারপরই ইউক্রেন আক্রমণ করে রাশিয়া। এবং সেই থেকে রাজধানী কিভ সহ বিভিন্ন শহরে খণ্ড যুদ্ধ চলেছে। আর চলছে অবিরাম রুশ বিমান হানা। রুশ আক্রমণ শুরু হওয়ার পর থেকে সোশাল মিডিয়ায় বেশ কিছু ভিডিও শেয়ার করা হচ্ছে।
১০ সেকেন্ডের ওই ভিডিওটিতে আমরা দেখি, এক বড় ধরনের আগুন থেকে ধোঁয়া উঠছে আকাশে আর রাস্তার উল্টো দিকে ভিড় করে দাঁড়িয়ে আছেন মানুষ।
ভিডিওটির ক্যাপশনে বলা হয়, "যুদ্ধের এক ভয়ঙ্কর দৃশ্য। রাশিয়া আর ইউক্রেনের যুদ্ধ থেকে বেশ কিছু ভয়ঙ্কর দৃশ্য উঠে আসছে। #ইউক্রেন #রাশিয়া।"
(হিন্দিতে লেখা ক্যাপশন: युद्ध का भयानक मंजर रूस और यूक्रेन के बीच में लड़ाई जा रहे युद्ध में कुछ भयानक तस्वीर सामने आ रही है #ukraine #russia)
ওই একই ভিডিও, একই দাবি সমেত, ফেসবুকেও শেয়ার করা হচ্ছে।
দেখার জন্য এখানে ক্লিক করুন।
আরও পড়ুন: ইউক্রেন সংকট: ২০১৯ সালে দম্পতির পতাকা জড়ানো আলিঙ্গনের ছবি ছড়াল
তথ্য যাচাই
বুম দেখে, ভাইরাল ভিডিওটিতে যে ঘটনা দেখা যাচ্ছে, নাইজিরিয়ার আপার ইওয়েকা ওনিতশায়, ২৮ জানুয়ারি ২০২২-এ, একটি তেলের ট্যাঙ্কারে বিস্ফোরণের ফলে ওই ঘটনা ঘটে।
ভিডিওটির প্রধান ফ্রেমগুলি আলাদা করে নিয়ে আমরা রিভার্স ইমেজ সার্চ করি। তার ফলে, ভাইরাল ভিডিওটির সঙ্গে বেশ কিছু টুইট দেখতে পাই আমরা। সেগুলিতে বলা হয় যে, ঘটনাটি নাইজিরিয়ায় ঘটে।
সেই সূত্র ধরে আমরা 'ওবোডো উকউ জাংশন', 'ওনিতশা' ও 'ফায়ার' – এই কি-ওয়ার্ডগুলি দিয়ে সার্চ করি। তার ফলে, আমরা বিবিসি নিউজ-এর একটি লাইভ সম্প্রচার দেখতে পাই। তাতে ওই একই জায়গা দেখতে পাই আমরা।
৫.১৬ সময়চিহ্নে, আমরা সেই সব বাড়ি দেখতে পাই যেগুলি ভাইরাল ভিডিওটিতে আছে। তাছাড়া, আগুন নেভানোর পর যে ধ্বংসাবশেষ পড়েছিল, সেগুলিও দেখতে পাই আমরা।
নাইজিরিয়ার স্থানীয় সংবাদ প্রতিবেদনেও আমরা ওই একই ভিডিওর ব্যবহার দেখি। তাতেও ওই বিধ্বংসী অগ্নিকাণ্ড দেখা যায়।
চ্যানেল টেলিভিশন তাদের রিপোর্টে বলে যে, ওই ট্যাঙ্কারটিতে প্রিমিয়াম মোটর স্পিরিট (পিএমএস) বা পেট্রোল ছিল বলে সন্দেহ করা হচ্ছে। নাইজিরিয়ার আনাব্রা রাজ্যে ওই ট্যাঙ্কারটিতে বিস্ফোরণ ঘটে। খবরটিতে বলা হয়, ২৮ জানুয়ারি, ২০২২-এ, ওনিতশা'র ব্যবসা কেন্দ্র আপার ইওয়েকা জংশনে ঘটনাটি ঘটে।
দেখার জন্য এখানে ক্লিক করুন।
রুশ-ইউক্রেন সংঘর্ষকে ঘিরে সম্পর্কহীন ভিডিও ও ছবি ব্যবহার করে মিথ্যে খবর ছড়ানো হচ্ছে। তার বেশ কিছু বুম ইতিমধ্যেই খণ্ডন করেছে। নীচের থ্রেডটি দেখুন।
(অতিরিক্ত রিপোর্টিং সুজিত এ)
আরও পড়ুন: কাফন পরে সিএএ বিরোধী প্রতিবাদের ছবি জিইয়ে উঠল দিল্লি দাঙ্গার মরদেহ বলে