বলিউড অভিনেতা শাহরুখ খান (Shah Rukh Khan) ও সলমন খান (Salman Khan) সম্প্রতি ভিডিও বার্তায় হিজাব বিতর্ক কাণ্ডে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের সমালোচনা করেছেন দাবি করে ভুয়ো এক ভিডিও ছড়ায় সমাজমাধ্যমে।
ভাইরাল ওই ভিডিওতে শাহরুখ ও সলমন খানকে মুসলিম এক মহিলার হিজাব টানা নিয়ে নীতিশ কুমারের সমালোচনা করতে দেখা যায়।
বুম যাচাই করে দেখে বলিউডের দুই অভিনেতার ভিন্ন-ভিন্ন ভিডিওকে কৃত্তিম বুদ্ধিমত্তার প্রয়োগে সম্পাদনা করে ভুয়ো এই ভিডিও তৈরি করা হয়েছে।
কিছুদিন আগে এক সরকারি অনুষ্ঠানে মুসলিম এক মহিলার হিজাব ধরে টান মারেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। গোটা ঘটনায় বিতর্কের ঝড় ওঠে সমাজমাধ্যমে, রাজনৈতিক মহল থেকেও প্রতিবাদ করা হয়। এরই প্রেক্ষিতে শাহরুখ ও সলমন খানের নাম করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় ভিডিওটি।
ভাইরাল দাবি
ভিডিওটি পোস্ট করে এক ফেসবুক ব্যবহারকারী লেখেন, "হিজাব বিতর্কে বিহারের মুখ্যমন্ত্রী নিতিশ কুমারের বিরুদ্ধে গর্জে উঠলেন শাহরুখ খান এবং সালমান খান"।
পোস্টটি দেখতে ক্লিক করুন এখানে ও তার আর্কাইভ দেখতে এখানে।
অনুসন্ধানে আমরা কী পেলাম: ভিডিওটি সম্পাদিত
১. শাহরুখ খানের আসল ভিডিও: আমরা শাহরুখ খানের ভিডিওটির বিষয়ে জানতে তার কিছু ফ্রেমকে রিভার্স সার্চ করে ২০২০ সালের মার্চ মাসে প্রকাশিত এক ইউটিউব চ্যানেলে ভিডিও রিপোর্ট খুঁজে পাই। ওই রিপোর্টে শাহরুখ খানকে তৎকালীন করোনা মহামারী সংক্রান্ত বক্তব্য রাখতে দেখা যায়।
এরপর আমরা দেখি, শাহরুখ খান নিজের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে ভিডিওটি ২০ মার্চ, ২০২০ তারিখে পোস্ট করেছিলেন। করোনা ভাইরাসের বিষয়ে সচেতন থাকতে ও সতর্কতা অবলম্বন করতে সেখানে অভিনেতা সবাইকে আবেদন জানিয়েছিলেন।
পোস্টটি দেখতে ক্লিক করুন এখানে।
এছাড়াও আমরা ভিডিওটি যাচাইকারী টুল ডিপফেক-ও-মিটারে পরীক্ষা করে দেখি। সেখানেও ওই টুলের বিভিন্ন মডেল ভিডিওটি পরীক্ষা করে তাতে কৃত্তিম বুদ্ধিমত্তার প্রয়োগের সম্ভাবনার কথা উল্লেখ করে।
২. সলমন খানের আসল ভিডিও: এরপর আমরা ভাইরাল ভিডিওতে থাকা সলমন খানের বক্তব্যের একটি ফ্রেমকে রিভার্স সার্চ করে ২ মে, ২০২৫ তারিখে সলমন খানের অফিসিয়াল ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে আপলোড করা আসল ভিডিওটি খুঁজে পাই। ওই ভিডিও অভিনেতাকে সকলকে মহারাষ্ট্র দিবসের শুভেচ্ছা জানাতে দেখা যায়।
আমরা ভিডিওতে থাকা সলমন খানের বক্তব্যের শব্দটি AI যাচাইকারী টুল রিসেম্বল এআই দিয়ে পরীক্ষা করি। ওই পরীক্ষায় ভিডিওতে থাকা সলমন খানের শব্দটি ভুয়ো বলে উল্লেখ করা হয়।






