ভারতীয় জাতীয় কংগ্রেস দলের (Congress) বেশ কয়েকটি সোশাল মিডিয়া হ্যান্ডেল মিথ্যে (Fake Claim) দাবি করেছে যে, অভিনেতা সনু সুদ (Sonu Sood) ওই দলে যোগ দিয়েছেন।
বুম সুদের সঙ্গে যোগাযোগ করলে, তিনি সে কথা অস্বীকার করেন।
একটি গ্রাফিকে, বলিউডের অভিনেতা ও সমাজ সেবক সনু সুদের ছবির সঙ্গে লেখা হয়েছে, 'সনু সুদ কংগ্রেস'এ যোগ দিলেন'। এবং সেটি ফেসবুক ও টুইটারে শেয়ার করা হচ্ছে।
পাঞ্জাব প্রদেশ মহিলা কংগ্রেসের অফিসিয়াল হ্যান্ডেল থেকে গ্রাফিকটি শেয়ার করা হয়েছে। সঙ্গে বলা হয়েছে, "কংগ্রেসের সঙ্গে সনু সুদ! কোভিডের সময় হাজার হাজার মানুষকে সাহায্য করেছেন। এবং ভবিষ্যতে আরও করবেন।"
পোস্টটির আর্কাইভ করা আছে এখানে।
যুব কংগ্রেসের সর্বভারতীয় সম্পাদক শেষ নারায়ণ ওঝা ও পশ্চিমবঙ্গ প্রদেশ মহিলা কংগ্রেস তাঁদের অফিসিয়াল সোশাল মিডিয়া হ্যান্ডেল থেকে একই গ্র্যাফিক পোস্ট করেন।
সনু সুদ ও একটি বাচ্চার ছবির সঙ্গে মহারাষ্ট্র প্রদেশ মহিলা কংগ্রেস ক্যাপশন দিয়ে বলে, "নিজের রাজনৈতিক কর্মজীবনের জন্য সনু সুদ কংগ্রেসকে বেছে নিয়েছেন। আশা করি উনি এখানেও সফল হবেন।"
টুইটটি আর্কাইভ করা আছে এখানে।
তথ্য যাচাই
ভাইরাল দাবিটি সম্পর্কে আরও জানতে, আমরা ছবিটির রিভার্স ইমেজ সার্চ করি। তার ফলে আমরা একাধিক সংবাদ প্রতিবেদন দেখতে পাই, সেখানে সনু সুদের বোন মালবিকা সুদের কংগ্রেস পার্টিতে যোগ দেওয়ার খবর প্রকাশিত হয়। সনু সুদ ও কিছু কংগ্রেস নেতার উপস্তিতিতেই উনি ওই পদক্ষেপ নেন।
১০ জানুয়ারি, ২০২২ দ্য ইন্ডিয়ান একসপ্রেস প্রকাশিত খবরে বলা হয়, ওই দিনই প্রদেশ কংগ্রেস প্রধান নবজ্যোত সিংহ সিধু'র উপস্তিতিতে মালবিকা সুদ কংগ্রেসে যোগদান করেন। মালবিকা সুদ ওই খবরের সত্যতা নিশ্চিত করতে ফেসবুকে কংগ্রেস নেতাদের সঙ্গে তাঁর একটি ছবি পোস্ট করেন।
ওই সংবাদ প্রতিবেদনে কিন্তু সনু সুদ কংগ্রেস পার্টিতে যোগ দিয়েছেন, এমন কথা বলা হয়নি। উপরন্তু তাতে বলা হয়, "যে সংবাদ সম্মেলন করে মালবিকা সুদ কংগ্রেসে যোগ দেন, সেই অনুষ্ঠানে, অভিনেতা উপস্থিত ছিলেন না"।
বুম সনু সুদের সঙ্গে যোগাযোগ করলে, উনি কংগ্রেসে যোগ দেওয়ার কথা অস্বীকার করেন। তিনি আমাদের তাঁর করা একটি টুইটের প্রতিলিপি পাঠান যাতে তাঁর বোনের কংগ্রেস পার্টিতে যোগ দেওয়ার কথা বলা হয়।
সনু সুদের টুইটে বলা হয়, "আমার বোন মালবিকা সুদ তাঁর রাজনৈতিক যাত্রা শুরু করায়, আমি তাঁর শুভকামনা করি ও তাঁর উত্তর উত্তর উন্নতি দেখতে আগ্রহী আমি। শুভেচ্ছা রইল, মালবিকা! কোনও রাজনৈতিক যোগসূত্র ছাড়াই এবং একাগ্রতা সহকারে অভিনেতা হিসেবে ও মানবিকতার স্বার্থে আমার কাজ চলতে থাকবে।
৫ জানুয়ারি ২০২২, দ্য টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে, সনু সুদ বলেন, উনি রাজনীতি থেকে দূরে থাকবেন এবং তাঁর বোনের জন্য প্রচারও করবেন না। অভিনেতা বলেন, "ওটা তাঁর জীবনের যাত্রা। রাজনীতির সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই। নির্বাচনে আমি তাঁর জন্য প্রচার করব না। কারণ, আমি চাই, উনি কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে নিজের কাজ করুন। আর আমি, রাজনীতি ও যে কোনও রাজনৈতিক দল থেকে দূরে থাকব।"
আরও পড়ুন: ২০১৯ সালের পাটনায় ট্রেন দুর্ঘটনার ছবি পশ্চিমবঙ্গের দৃশ্য বলে ছড়াল