বিরাট কোহলি (Virat Kohli), রোহিত শর্মা (Rohit Sharma), মহেন্দ্র সিংহ ধোনি (MS Dhoni) ও সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) মতো ভারতীয় ক্রিকেটরদের সঙ্গে আর্জেন্টিনার ফুটবলার লিওনেল মেসির (Lionel Messi) একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (artificial intelligence) দিয়ে তৈরি ছবি ভারতে মেসির G.O.A.T সফরের সময় মুম্বইয়ের মেরিন ড্রাইভে তোলা বলে আসল হিসাবে ভাইরাল হয়েছে।
বুম গুগলের এআই যাচাইকারী টুল ছবিটি পরীক্ষা করে নিশ্চিত হয়েছে সেটি গুগল এআই দিয়ে তৈরি।
তার দুই সতীর্থ আর্জেন্টিনার ফুটবলার রড্রিগো ডি পল ও উরুগুয়ের লুইস সুয়ারেজের সঙ্গে লিওনেল মেসি ভারত সফরে আসেন। ১৩ ডিসেম্বর, ২০২৫-এ কলকাতায় শুরু হওয়া তার G.O.A.T ইন্ডিয়া ট্যুর শেষ হয় গত ১৫ ডিসেম্বর দিল্লিতে। ঠিক মতো মেসি দর্শন না করতে পেরে কলকাতার ভক্তরা হতাশ হলেও, বাকি তিন শহরে নির্বিঘ্নে অনুষ্ঠান সম্পন্ন হয়। জানা যায়, স্থানীয় ভিভিআইপিরা মেসির সঙ্গে ছবি তোলা ও সাক্ষাৎ করার জন্য তাকে ঘিরে ধরলে, সল্ট লেক স্টেডিয়াম থেকে নির্ধারিত সময়ের আগেই তাকে বের করে আনা হয়। এবং এরপরই ক্ষুব্ধ দর্শকরা স্টেডিয়াম ভাঙচুর ও লণ্ডভণ্ড করতে আরম্ভ করে।
দাবি
এর ফেসবুক ব্যবহারকারী ছবিটি পোস্ট করে ক্যাপশনে লেখেন, "Indian ইন্ডিয়ান ক্রিকেট টিমের খেলোয়াড় রা মেসি কে নিয়ে উৎসব শুরু করেছে আর বাঙালিরা শোক পালন করছেন। বিরাট কোহলি, সচীন তেন্ডুলকর, মহেন্দ্র সিং ধোনি, রোহিত শর্মা এবং লিওনেল মেসি এক ছবিতে।"
পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে।
অনুসন্ধানে আমরা কী পেলাম
ছবিটি এআই দিয়ে তৈরি: বুম সম্পর্কিত কিওয়ার্ড সার্চের মাধ্যমে কোনও বিশ্বাসযোগ্য প্রতিবেদন পায়নি যা ভাইরাল দাবিকে সমর্থন করে। ছবিতে দৃশ্যমান ক্রিকেটরদের মধ্যে একমাত্র সচিন তেন্ডুলকরই মেসির সঙ্গে দেখা করেন G.O.A.T সফরের মুম্বইয়ে অনুষ্ঠানের দিন ওয়াংখেড়ে স্টেডিয়ামে।
এরপর, আমরা ছবিটিকে এআই যাচাইকারী টুল হাইভ মডারেশন ও Undetectable AI-এ পরীক্ষা করি। উভয় পরীক্ষাতেই জানা যায়, ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি।
আরও নিশ্চিত হতে, আমরা ছবিটিকে গুগলের এআই যাচাইকারী টুলে পরীক্ষা করি। টুলটি নিশ্চিত ভাবে জানিয়েছে, ছবি তৈরির সময় কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে ছবি প্রস্তুতকারক গুগল এআই ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে। ফলাফল দেখুন নীচে।






