Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available

Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available
ফ্যাক্ট চেক

জামাত-ই-উল সন্ত্রাসবাদীর সঙ্গে আমির খান ভুয়ো দাবিতে ছড়াল পুরনো ছবি

বুম দেখে মৌলানা তারিখ জামিল একজন ইসলামি বিদ্বজ্জন ও পাকিস্তানের এক বিশিষ্ট ব্যক্তি।

By - Srijit Das | 8 Aug 2022 2:57 PM GMT

দুই ব্যক্তির সঙ্গে অভিনেতা আমির খানের (Aamir Khan) দাঁড়িয়ে থাকার দশ বছরের পুরনো একটি ছবি সোশাল মিডিয়ায় ভাইরাল করে ভুয়ো দাবি করা হচ্ছে, তিনি নাকি সৌদি আরবে এক সন্ত্রাসবাদীর সঙ্গে কথা বলছেন।

বুম দেখে ছবিটি পুরনো এবং আমির খান তাতে পাকিস্তানি ক্রিকেটার শাহিদ আফ্রিদির ভাই মুস্তাক আফ্রিদি এবং ইসলামি পণ্ডিত মৌলানা তারিখ জামিলের সাথে দাঁড়িয়ে বলছেন। ছবিটি ২০১২ সালের, যখন আমির খান তাঁর মায়ের সঙ্গে মক্কায় হজ করতে গিয়েছিলেন।

২০১৫ সালে দেশে বর্ধমান অসহিষ্ণুতা নিয়ে আমির যে বিতর্কিত মন্তব্য করেছিলেন তার পরিপ্রেক্ষিতে সোশাল মিডিয়া ব্যবহারকারীদের একাংশ আমিরের সর্বশেষ ছবি লাল সিং চাড্ডা বয়কট করার ডাক দিয়েছে। এর জবাবে আমির বলেছেন, সোশাল মিডিয়ায় ট্রোল করায় তিনি দুঃখ পেয়েছেন এবং তিনি এই দেশকে কিছু কম ভালবাসেন না।

ভাইরাল হওয়া ছবিটির ক্যাপশনে লেখা হয়েছে, "আফ্রিদি এবং জামাতুল জঙ্গি মৌলানা তারিখ জামিলের সঙ্গে আমির খান। সত্যমেব জয়তে! এই ছবি যত বেশি সম্ভব শেয়ার করে আমির খানের প্রকৃত স্বরূপ উদ্ঘাটন করুন।"


পোস্টটি দেখতে এখানে ক্লিক করুন।


এই পোস্টটি দেখুন এখানে

আরও পড়ুন: পরিত্যক্ত রেলফেরির ছবিটি বাংলাদেশের নয়, ছবিটি আমেরিকার

তথ্য যাচাই 

"আমির খান আফ্রিদি তারিখ জামিল" শব্দগুলি বসিয়ে অনুসন্ধান করে আমরা ২০১২ সালের ২৩ অক্টোবর প্রকাশিত একটি সংবাদ-প্রতিবেদন খুঁজে পাই।

প্রতিবেদনটিতে লেখা হয়—সৌদি আরবের স্থানীয় একটি হোটেলে মৌলানা তারিখ জামিলের সঙ্গে আমির খানের দেখা হয়েছিলl আরও লেখা হয়, অভিনেতা আমির হজ করতে গেলে তাঁর সঙ্গে পাকিস্তানি ক্রিকেটার শাহিদ আফ্রিদিরও দেখা হয়।

একই খবর দিয়ে একই দিনের এক্সপ্রেস ট্রিবিউন পত্রিকার একটি প্রতিবেদনও আমাদের চোখে পড়ে।

ওই প্রতিবেদন অনুসারে 'ভাইটাল সাইনস'-এর প্রাক্তন সদস্য জুনায়েদ জামশেদও ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 'ভাইটাল সাইনস' বাণিজ্যিক সাফল্যের মুখ দেখা পাকিস্তানের প্রথম মিউজিক ব্যান্ড হিসেবে পরিচিত

এই সূত্র অনুসরণ করে আমরা পাকিস্তানের অধুনা প্রয়াত সঙ্গীতশিল্পী এবং ধর্মপ্রচারক জুনায়েদ জামশেদের ফেসবুক পেজ ঘেঁটে দেখি, ওই একই ছবি ২৩ অক্টোবর, ২০২২ তারিখে সেখানেও পোস্ট হয়েছে। জুনায়েদ ২০১৬ সালে বিমান দুর্ঘটনায় প্রাণ হারান।

ছবিটির ক্যাপশন ছিল—আমির খানের সঙ্গে শহিদ আফ্রিদি এবং মৌলানা তারিখ জামিল।

Full View

পোস্টটি এখানে দেখতে পাওয়া যাবে। 

বুম অবশ্য নিশ্চিত হয় যে ছবির অন্য ব্যক্তিটি শহিদ আফ্রিদি নন, তাঁর ভাই মুস্তাক আফ্রিদি। আমরা মুস্তাক আফ্রিদির সঙ্গে যোগাযোগও করি, যিনি আমাদের জানান যে আমিরের সঙ্গে ওই ছবি তাঁরই।

এছাড়াও আমরা ২৪ নভেম্বর, ২০১৩ ইউটিউবে 'দ্য ইংক' নামে চ্যানেলে একটি ভিডিও আপলোড হতে দেখেছি যাতে মৌলানা জানাচ্ছেন কী ভাবে ২০১২ সালে হজ-এর সময় শাহিদ আফ্রিদি তাঁকে আমির খানের সঙ্গে আলাপ করিয়ে দেন।

Full View

ভিডিওতে মৌলানাকে বলতে শোনা যাচ্ছে, "হজ করতে যাওয়ার সময় আমির খানের সঙ্গে তাঁর দেখা হওয়ার কোনও সুযোগই ছিল না। না আমি আমির খানকে চিনতাম, না আমির খান আমায় চিনতেন। তাই আল্লাহ আমিরের বন্ধু ক্রিকেটার শাহিদ আফ্রিদিকে পাঠিয়ে দিলেন। আমি আফ্রিদিকে ফোন করে জিগ্যেস করলাম, সে আমাকে দেখা করিয়ে দিতে পারে কিনা। তারপরেই আফ্রিদি আমাদের যোগাযোগ করিয়ে দেয়।"

এছাড়া আমরা এমন কোনও বিশ্বাসযোগ্য প্রতিবেদন খুঁজে পাইনি যাতে মৌলানা তারিখ কোনও জঙ্গি সংস্থার সঙ্গে যুক্ত এমন কথা রিপোর্ট করা হয়েছে।

এই সাক্ষাত নিয়ে অতীতেও এ ধরনের ভুয়ো গুজবের পর্দাফাঁস করেছে বুম। 

আরও পড়ুন: ন্যান্সি পেলোসি ও চিনা সাংবাদিকের 'বিয়ের ছবি' ভুয়ো

Related Stories