'ইন্ডিয়া আউট' লিখে বাংলাদেশে (Bangladesh) মাঝরাস্তায় বসে এক ব্যক্তির প্রতিবাদের ছবি পোস্ট করে সমাজমাধ্যমে দাবি করা হয় সম্প্রতি ভারত-বিরোধী প্রতিবাদ (Anti-India Protest) করার সময় ওই ব্যক্তিকে ট্রাক চাপা দিয়ে মেরে ফেলেন অজ্ঞাতপরিচয় এক ট্রাকচালক।
বুম যাচাই করে দেখে ভাইরাল দাবিটি ভুয়ো। ২০২৪ সালে বাংলাদেশে মোঃ তারেক রহমান নামের এক ব্যক্তি ভারত-বিরোধী এই প্রতিবাদ করেন যিনি বর্তমানে সুস্থ রয়েছেন।
পোশাক কারখানার কর্মচারী দীপু চন্দ্র দাসের প্রকাশ্যে হত্যা ও বাংলাদেশি নেতা ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে সম্প্রতি ফের উত্তপ্ত বাংলাদেশ। হাদির মৃত্যুর পিছনে ভারতের সমর্থন রয়েছে দাবি করে বাংলাদেশের বিভিন্ন অংশে প্রতিবাদ অনুষ্ঠিত হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার এস এন মো. নজরুল ইসলাম সম্প্রতি এক সংবাদ সম্মেলনে দাবি করেন, হাদি হত্যার ঘটনার মূল দুই আসামিকে মেঘালয়ে পালাতে সহায়তাকারী দুই ভারতীয় নাগরিক পুত্তি ও সামি মেঘালয়ে গ্রেপ্তার হয়েছেন। তবে বাংলাদেশ পুলিশের সেই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানায় মেঘালয় পুলিশ ও বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)।
ভারত-বাংলাদেশের সাম্প্রতিক এই রাজনৈতিক চাপানউতোরের মাঝেই সম্প্রতি বিভ্রান্তিকর দাবি করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় ছবিটি।
ভাইরাল দাবি ১: ছবিতে ওসমান হাদির মৃত্যুর পর বাংলাদেশে ভারত-বিরোধী প্রতিবাদের দৃশ্য দেখা যায়
মূলধারার সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে ২৮ ডিসেম্বর ২০২৫ তারিখের এক প্রতিবেদনে ছবিটি প্রকাশ করে দাবি করে তাতে ওসমান হাদির মৃত্যুর পর ভারত-বিরোধী প্রতিবাদের দৃশ্য দেখতে পাওয়া যায়।
প্রতিবেদনটি পড়তে ক্লিক করুন এখানে ও তার আর্কাইভ দেখতে এখানে।
ভাইরাল দাবি ২: সাম্প্রতিক এই প্রতিবাদের সময় রাস্তায় ট্রাক চাপা পড়েন ওই ব্যক্তি
বেশ কিছু ফেসবুক পেজের তরফ থেকে ছবিটি প্রকাশ করে দাবি করা হয়, "ভারতে বিরোধী বিক্ষোভে অংশ নেওয়া এক বাংলাদেশি বিক্ষোভকারী রাস্তায় ট্রাক / চা পায় নি / হত হয়েছেন। তিনি বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন এবং তার অবস্থা গুরুতর।"
পোস্টটি দেখতে ক্লিক করুন এখানে ও তার আর্কাইভ দেখতে এখানে।
অনুসন্ধানে আমরা কী পেলাম: ভুয়ো দাবিতে ভাইরাল ২০২৪ সালের প্রতিবাদের ছবি
১. ছবিটি ২০২৪ সালের: বুম ছবিটির উৎস জানতে তাকে প্রথমে গুগলে রিভার্স সার্চ করে। ওই সার্চের মাধ্যমে ২৭ মার্চ ২০২৪ তারিখে প্রকাশিত বাংলাদেশি সংবাদমাধ্যম দৈনিক ইনকিলাবের এক প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদনের প্রচ্ছদ চিত্রে ভাইরাল ছবিটিকে খুঁজে পাওয়া যায়।
২০২৪ সালে বাংলাদেশে ভারত-বিরোধী প্রতিবাদ সংক্রান্ত প্রকাশিত এক প্রতিবেদনে ছবিটিকে খুঁজে পাওয়া গেলে নিশ্চিত হওয়া যায় ছবিটি সাম্প্রতিক কোনও প্রতিবাদের ঘটনার নয়।
২. প্রতিবাদের ছবিটি বাংলাদেশের এক নেতার: 'ইন্ডিয়ান পণ্য বর্জন' সম্পর্কিত কীওয়ার্ড সার্চ করে আমরা দেখে পাই ছবিটি বাংলাদেশের এক নেতা মোঃ তারেক রহমান ২০২৪ সালের ৭ ফেব্রুয়ারি অন্য বেশ কিছু ছবিসমেত ভাইরাল ছবিটি পোস্ট করেছিলেন। ওই ছবিগুলি তিনি ভারতের পণ্য বর্জন করার আহ্বান দিয়ে পোস্ট করেন।
প্রসঙ্গতঃ উল্লেখ্য, ২০২৫ সালের জানুয়ারি মাসে নতুন রাজনৈতিক দল ‘আমজনতার দল’-এর নাম ঘোষণা করেন তারেক রহমান।
এছাড়াও, ভাইরাল পোস্টের দাবিমতো রহমান মারা গিয়েছেন কিনা জানতে আমরা তার ফেসবুক প্রোফাইলটি লক্ষ্য করি। আমরা সেখানে দেখতে পাই রহমান তার ফেসবুক থেকে বর্তমানে নিয়মিত বিভিন্ন বিষয়ে পোস্ট, এমনকি লাইভও করেছেন।
২৮ ডিসেম্বর ২০২৫ তারিখে নিজের ফেসবুক প্রোফাইল থেকে করা লাইভ নীচে দেখতে পাওয়া যাবে।






