Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available

Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available
ফ্যাক্ট চেক

পাকিস্তানি সেনা প্রধানের ছেলে ও জয় শাহ—ভুয়ো দাবিতে ছড়াল সম্পর্কহীন ছবি

বুম দেখে শাহ পুত্র জয় শাহের পাশের ব্যক্তি অভিনেত্রী উর্বশী রওতেলার ভাই যশরাজ রওতেলা।

By - Srijit Das | 12 Sep 2022 1:11 PM GMT

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (BCCI) সেক্রেটারি জয় শাহকে (Jay Shah) একটি  ভাইরাল ছবিতে একজন পুরুষ ও মহিলার সঙ্গে দেখা যাচ্ছে। ভাইরাল ছবিটিতে ভুয়ো দাবি করা হয়েছে যে, পুরুষটি হলেন পাকিস্তানের (Pakistan) সেনা প্রধান জেনারেল (Army Chief General) কামার জাভেদ বাজওয়ার (Qamar Javed  Bajwa) ছেলে সাদ বাজওয়া (Saad Bajwa)।

সম্প্রতি দুবাইতে অনুষ্ঠিত এশিয়া কাপ ২০২২-এ ভারত-পাকিস্তান ম্যাচের দিন সাদ বাজওয়াকে কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহর ছেলে জয়ের পাশে বসে থাকতে দেখা যাওয়ায় ছবিটি ভাইরাল হয়।

একজন ফেসবুক ব্যবহারকারী ছবিটির ক্যাপশনে লেখেন, "সুন্দরীর সঙ্গে পাকিস্তানি জেনারেল কামার বাজওয়ার কুমার সাদ বাজওয়া ও অমিত ভাই শাহ-এর বুদ্ধিমান কুমার জয় বাবা।"

(হিন্দিতে লেখা আসল ক্যাপশন: पाकिस्तानी जनरल क़मर बाज़वा के साहिबज़ादे सअद बाज़वा और अमित भाई शाह के "तेजबुद्धि" साहिबज़ादे जय बाबा और साथ में महज़बीं)


পোস্টটি দেখুন এখানে


এই পোস্টটি দেখুন এখানে

আরও পড়ুন: বিমানবন্দর নয়, ভিডিওটি খালেদা জিয়াকে রাষ্ট্রপতি ভবনে অভ্যর্থনার

তথ্য যাচাই

বুম ছবিটি যাচাই করার সময় রিভার্স ইমেজ সার্চ করে দেখে, অভিনেত্রী উর্বশী রওতেলার এক অনুরাগীর অ্যাকাউন্ট থেকে ছবিটি টুইট  করা হয়েছিল। সেখানে খাকি টি-শার্ট পরা মাঝের ব্যক্তিটিকে যশরাজ রওতেলা বলে শনাক্ত করা হয়।

উর্বশী রওতেলা হলেন একজন ভারতীয় অভিনেত্রী ও মডেল। তিনি কয়েকটি হিন্দি ও কন্নড় ফিল্মে অভিনয় করেছেন।

এই সূত্র ধরে আমরা ইনস্টাগ্রামে "যশরাজ রওতেলা" কিওয়ার্ড সার্চ করি। তার ফলে আমরা দেখি যে, ২৯ অগস্ট ২০২২-এ উর্বশী রওতেলা টিমের অফিসিয়াল ইনস্টাগ্রাম প্রোফাইলে ওই একই ছবি আপলোড করা হয়েছে।

ছবিটির ক্যাপশনে লেখা হয়, "এশিয়া কাপ ২০২২-এ জয় শাহ, যশরাজ রওতেলা ও উর্বশী রওতেলা"।

এছাড়াও, আমরা অভিনেত্রীর অফিসিয়াল ইনস্টাগ্র্যাম প্রোফাইলে বেশ কয়েকটি ছবিতে অভিনেত্রীর সঙ্গে ওই একই ব্যক্তিকে দেখি এবং তার ভাই যশরাজ রওতেলা রূপে পরিচয় পাই। টাইমস অফ ইন্ডিয়া একটি প্রতিবেদনে একটি পারিবারিক ছবি প্রকাশ করে এবং যশরাজ রওতেলা অভিনেত্রীর ভাই হিসেবেই চিহ্নিত করা হয়।


অভিনেত্রী তাঁর ব্যক্তিগত ইনস্টাগ্র্যাম থেকে তাঁরই এক অনুরাগীর অ্যাকাউন্ট থেকে করা একটি পোস্ট, রিপোস্ট করেন; সেখানে তাঁকে ভারত-পাকিস্তান ম্যাচের সময় দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে দেখা যায়— ২৯ অগস্ট ২০২২-এ হিন্দুস্থান টাইমস-এর একটি প্রতিবেদন থেকে জানা যায়।

অন্য দিকে, ২৮ অগস্ট, গ্যালারিতে জয় শাহ ও সাদ বাজওয়াকে উত্তেজনাপূর্ণ ভারত-পাকিস্তান ম্যাচ উপভোগ করতে দেখা যায়। বিভিন্ন সূত্র থেকে বুম নিশ্চিত হয় যে, সবুজ টি-শার্ট পরা ব্যক্তি – যিনি জয় শাহ-এর সারিতে বসে আছেন – তিনি হলেন পাকিস্তানের সেনা প্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়ার ছেলে সাদ বাজওয়া।


নীচে যশরাজ রওতেলাসাদ সিদ্দিকি বাজওয়ার ছবির তুলনা করা হয়েছে।


আরও পড়ুন: ২০১১ সালে জাপানে সুনামির ভিডিও জিইয়ে উঠল পাকিস্তানে বন্যার দৃশ্য বলে

Related Stories