Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available

Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available
ফ্যাক্ট চেক

শবদেহ নয়, এই ছবিতে বাইকে থাকা ব্যক্তিকে পুতুল নিয়ে যেতে দেখা যায়

বুম দেখে ছবিটি আসলে মিশরে এক পোশাকের দোকানের কর্মচারীর বাইকে করে পুতুল নিয়ে যাওয়ার দৃশ্য।

By - Srijit Das | 18 Jun 2023 2:41 PM IST

মিশরে একজন ব্যক্তির বাইকে করে চাদরে মোড়ানো এক পুতুল নিয়ে যাওয়ার ছবি সম্প্রতি ভুয়ো এক দাবিসমেত ছড়িয়ে বলা হয় ছবিটিতে একজন মুসলিম ব্যক্তিকে এক মৃতদেহ নিয়ে যেতে দেখা যাচ্ছে।

বুম যাচাই করে দেখে ছবিটি মিশরের এক ঘটনার যখন একজন পথচারী একটি পোশাকের দোকানের কর্মচারীর বাইকে করে এক দোকান থেকে অন্য দোকানে একটি পুতুল স্থানান্তরের দৃশ্য ক্যামেরাবন্দি করেছিলেন। 

ওই ছবিই সম্প্রতি বেশ কিছু দক্ষিণপন্থী ব্যবহারকারী পোস্ট করে মুসলিম সম্প্রদায়ের উদ্দেশ্যে ব্যাঙ্গাত্মক দাবিতে হিন্দিতে লেখেন, "তার আবদুল সবার থেকে আলাদা"।

(হিন্দিতে মূল লেখা: उसका अब्दुल सब से अलग था)"।


পোস্টটি দেখতে এখানে ক্লিক করুন।

এই একই ছবি বাইকে করে মৃতদেহ যাওয়ার ইঙ্গিত করে বাংলাতেও পোস্ট করা হয়।  

ভাইরাল ছবিটি পোস্ট করে এক ফেসবুক ব্যবহারকারী লেখেন, "জীবনের সব আয়োজনই অর্থহীন"।


পোস্টটি দেখতে এখানে ক্লিক করুন।

তথ্য যাচাই 

বুম ছবিটির বিষয়ে জানতে তাকে রিভার্স সার্চ করে এবছরের ২ জুন প্রকাশিত বেশ কয়েকটি আরবী সংবাদ প্রতিবেদন খুঁজে পায়। ওই প্রতিবেদনগুলিতে ঘটনাটি মিশরের কায়রোতে ঘটেছে বলে দাবি করা হয়।

মিশর-ভিত্তিক এক সংবাদমাধ্যম কায়রো ২৪ ভাইরাল ছবিটির বিষয়ে এক প্রতিবেদনে জানায়, এক পোশাকের দোকানের মালিক একটি পরিবহন সংস্থাকে তাদের দোকান থেকে একটি পুতুল কায়রোর মোকাত্তাম এলাকায় পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ করলে একজন ব্যক্তিকে তা বাইকে করে নিয়ে যেতে দেখা যায়।


প্রতিবেদনটিতে লেখা হয়, দোকানের মালিকের অনুরোধ অনুসারে মোটরসাইকেল চালক ২৭ মে দোকানে পুতুলটি নিতে গিয়ে তাকে টুকরো করে নিয়ে যাওয়ার জন্য জন্য বাইকে রেখেছিলেন।

মিশরীয় দৈনিক এলওয়াতান নিউজের এবিষয়ে প্রকাশিত আরেকটি প্রতিবেদনে বলা হয়, মিশরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ছবিটি সম্পর্কে এক বিবৃতি জারি করে মৃতদেহ নিয়ে যাওয়ার ভুয়ো দাবিটি খণ্ডন করে এবং ওই বাইকচালক আদকে পুতুল নিয়ে যাচ্ছিলেন বলে জানায়।

ওই প্রতিবেদনে মিশরের স্বরাষ্ট্র মন্ত্রককে উদ্ধৃত করে বলা হয়, একই দাবিসহ কিছু ব্যঙ্গধর্মী ফেসবুক পেজে ছবিটি শেয়ার করা হলে দোকানটির মালিক তার দোকানের ফেসবুক পেজে এবিষয়ে এক মন্তব্য করেন।

এই তথ্যকে সূত্র ধরে আমরা আরবীতে সম্পর্কিত কীওয়ার্ড দিয়ে অনুসন্ধান করে ভাইরাল ছবিটি নিয়ে ৩০ মে এবং ৩১ মে মিশর-ভিত্তিক পোশাক সংস্থা বিজি কালেকশনের একাধিক ফেসবুক পোস্ট দেখতে পাই।

সেই পোস্টগুলিতে ওই দোকানের তরফে ছবিটি সম্পর্কে স্পষ্ট করে উল্লেখ করা হয়, বাইকটিতে থাকা ব্যক্তি তাদের জন্য কাজ করছিল এবং দোকানটির গামাল আবদেল নাসের শাখা থেকে মোকাত্তামে এক পুতুল স্থানান্তর করছিল।


এমনই এক ফেসবুক পোস্টকে এখানে দেখতে পাওয়া যাবে।


Tags:

Related Stories