বাংলার প্রথম সারির এক বিজেপি নেতার সাথে দুই বিজেপি নেত্রীকে বিছানায় শুতে দেখা গেছে দাবি করে সম্প্রতি এবিপি আনন্দের (ABP Ananda) লোগোসমেত এক গ্রাফিক ভাইরাল হয় সমাজমাধ্যমে।
বুম যাচাই করে দেখে এমন কোনও গ্রাফিক এবিপি আনন্দের তরফ থেকে প্রকাশ করা হয়নি। বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারিও বুমকে ভাইরাল ছবি ভুয়ো বলে নিশ্চিত করেন।
এবিপি আনন্দের লোগো ব্যবহার করে গ্রাফিকটিতে লেখা হয়, "বিজেপির সামনের সারির দুই নেত্রী ও এক নেতা এক বিছানায় গল্পে মশগুল"।
ভাইরাল দাবি
ছবিটি পোস্ট করে একজন এক্স ব্যবহারকারী লেখেন, "টু ডে চাট বাবুঘাট!!!তোতলা তিওয়ারি পিঠে মারানী রেখা পাত্র সাথে কোয়া ঘোষ!! চরম মাইরি।।।"
পোস্টটি দেখতে ক্লিক করুন এখানে ও তার আর্কাইভ দেখতে এখানে।
ভাইরাল দাবিটির সত্যতা যাচাইয়ের জন্য গ্রাফিকটি বুমের হেল্পলাইন নম্বরেও (+৯১ ৭৭০০৯০৬৫৮৮) পাঠান হয়।
কী পেলাম আমরা অনুসন্ধানে: ভাইরাল গ্রাফিকের ছবি ভুয়ো
১. এবিপি আনন্দের তরফে প্রকাশ করা হয়নি গ্রাফিকটি: বুম প্রথমে এবিপি আনন্দের সোশ্যাল মিডিয়া প্রোফাইলগুলি ভালো করে লক্ষ্য করে। সেখানে কোথাও আমরা ভাইরাল গ্রাফিকটিকে খুঁজে পাইনি। এছাড়া এবিপি আনন্দের তরফে ২৫ নভেম্বর ২০২৫ তারিখে এবিষয়ে এক প্রতিবেদন প্রকাশ করে তা 'ভুয়ো ও বিকৃত পোস্ট' বলে জানান হয়। তারা লেখে, "এই সংক্রান্ত কোনও পোস্ট এবিপি আনন্দর তরফে করা হয়নি। এবিপি আনন্দ ও এবিপি লাইভ বাংলার কোনও সোশাল মিডিয়া প্ল্যাটফর্মে এই ধরনের কোনও লাইন ব্যবহারের প্রশ্নই ওঠে না। বিকৃত ভাইরাল কার্ডটিতে ব্যবহৃত স্টাইলের সঙ্গে এবিপি আনন্দ ডিজিটালে ব্যবহৃত স্টাইলে বিস্তর ফারাক। এ ধরনের বিকৃতি-মনা পোস্টকে তীব্র ধিক্কার জানাই আমরা।"
বিজেপি নেতা-নেত্রীদের একসাথে শুয়ে থাকার দাবিতে ভাইরাল ছবিটি বুম কয়েকটি AI শনাক্তকারী টুলেও পরীক্ষা করে। তবে ছবিটি ঝাপসা হওয়ায় সেই পরীক্ষা থেকে প্রাপ্ত ফলাফল সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।
২. বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারির বক্তব্য: বিষয়টি সম্বন্ধে নিশ্চিত হতে বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারির সাথেও কথা বলে বুম। তরুণজ্যোতি বুমকে বলেন, "ছবিটি একেবারেই ভুয়ো। কেয়া ঘোষের পোস্ট করা রিপাবলিক বাংলার স্টুডিওতে তোলা আমাদের এক ছবিকে সম্পাদনা করে ছবিটি তৈরি করা হয়েছে। যারা এটা করেছে তাদের নাম ও তথ্য জানতে পেরেছি আমরা। তাদের কাছে মানহানির মামলার নোটিসও পাঠান হবে।"
তরুণজ্যোতি আমাদের কেয়া ঘোষের পোস্ট করা বিজেপি নেত্রী রেখা পাত্রের সাথে তাদের ছবির এক স্ক্রিনশটও আমাদের পাঠান। ফেসবুকে যাচাইকৃত প্রোফাইল থেকে বিজেপি নেত্রী কেয়া ঘোষের করা সেই পোস্ট নীচে দেখতে পাওয়া যাবে।






