সম্প্রতি মোবাইল রিচার্জের দাম বাড়িয়েছে জিও, এয়ারটেল, ভিআইয়ের মতো বেসরকারি টেলিকম পরিষেবা প্রদানকারী সংস্থা, আর নতুন সেই প্ল্যানে রিচার্জ করাতে আগের থেকে অনেকটাই বেশি খরচ হচ্ছে সাধারণ মানুষের। এরই মধ্যে খরচ কমাতে রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা বিএসএনএলের (BSNL) কথা বিকল্প হিসেবে ভাবছেন অনেকে।
মোবাইল রিচার্জের দাম বাড়ানো নিয়ে হাসিমস্করা, সমালোচনার পাশাপাশি বিএসএনএলের পরিষেবার সমর্থনে সম্প্রতি কিছু পোস্ট ছড়ায় সমাজমাধ্যমে। ওই পোস্টগুলিতে প্রচারের ক্ষেত্রে বেসরকারি টেলিকম পরিষেবার আর্থিক ক্ষমতার কথা উল্লেখ করে রাষ্ট্রায়ত্ত সংস্থা বিএসএনএলের অর্থটানের দাবির পাশাপাশি বিএসএনএল কর্মীদের প্রচারের এক ছবি পোস্ট করা হয়।
ছবিটি পোস্ট করে এক ফেসবুক ব্যবহারকারী লেখেন, "এটা দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যে BSNL এর কর্মচারীরা নিজেরাই BSNL কে বাজারজাত করার জন্য মোটর সাইকেল র্যালীর মাধ্যমে প্রচার শুরু করে দিয়েছেন, Jio, Airtel এর মতো মিডিয়ায় বিজ্ঞাপন ও হাইলাইট করার মতো এত বাজেট তাদের নেই। তবে প্রচারের জন্য আমরা আছি তো, সোশ্যাল মিডিয়ায় প্রচার করে দেব, প্রত্যেক কোনায় কোনায় ছড়িয়ে দেব ।। হয়তো ৫-৬ মাসের মধ্যে দেশজুড়ে BSNL Available হয়ে যাবে"।
পোস্টটি দেখতে ক্লিক করুন এখানে।
তথ্য যাচাই
বুম দেখে ভাইরাল এই ছবি আসলে পুরনো। সাম্প্রতিক বেসরকারি পরিষেবার শুল্ক বৃদ্ধির সাথে বিএসএনএল কর্মীদের বাইকে করে প্রচারের কোনও সম্পর্ক নেই।
আমরা প্রথমে ভাইরাল ছবিটিকে রিভার্স সার্চ করে তার উৎস খোঁজার চেষ্টা করি। এর মাধ্যমে আমরা দেখতে পাই ২০১৯ সালের ২৭ জানুয়ারি বিএসএনএল কোয়েম্বত্তূর ও নীলগিরিস নামক এক ফেসবুক পেজের তরফ থেকে অন্য বেশ কয়েকটি প্রচারের ছবির সাথে এই একই ছবি পোস্ট করা হয়েছিল।
ছবিটির সাথে থাকা ইংরেজি ক্যাপশনের অনুবাদ, "কেরালার কোট্টায়ামে ৪জি চালু হওয়া নিয়ে বিএসএনএলের বাইক যাত্রা"।
পোস্টটির আর্কাইভ দেখতে ক্লিক করুন এখানে।
আমরা দেখতে পাই পেজটির বিবরণী অংশে তাকে ভারত সঞ্চার নিগম লিমিটেড তথা বিএসএনএলের তামিলনাড়ুর কোয়েম্বত্তূর শাখার আধিকারিক ফেসবুক প্রোফাইল বলে উল্লেখ করা হয়। বুমের পক্ষে সেই দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
তবে আমরা ফেসবুক পোস্টটির তারিখ দেখে নিশ্চিত হতে পারি যে ছবিটি সাম্প্রতিক নয়, অন্ততঃপক্ষে ৫ বছরের পুরনো।