Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available

Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available
ফ্যাক্ট চেক

ক্যাথলিক যাজকের হিন্দুধর্ম গ্রহণ দাবিতে ছড়াল পোল্যান্ডের অভিনেতার ছবি

বুম যাচাই করে দেখে ভাইরাল ছবিটি আসলে একটি ক্রাইম সিরিজের দৃশ্যের যেখানে পোলিশ অভিনেতা আর্টার জিমিজিউস্কিকে দেখা যায়।

By - Srijit Das | 29 Sept 2022 5:57 PM IST

এক ক্রাইম সিরিজের (Crime Series) একটি দৃশ্যের পোলিশ অভিনেতার (Polish Actor) ছবি সোশ্যাল মিডিয়ায় ভুয়ো দাবিসমেত ভাইরাল হয়েছে। ছবিটি শেয়ার করে দাবি করা হয়েছে যে, যাঁকে দেখা যাচ্ছে তাঁর নাম ফাদার অ্যান্টনি ফার্নান্ডেজ (Fr Anthony Fernandes)। তিনি গোয়ায় (Goa) এক ক্যাথলিক ধর্মযাজক (Catholic priest) এবং তিনি হিন্দুধর্মে দীক্ষা নিলেন।

বুম যাচাই করে দেখে ছবিটির সাথে করা দাবিটি ভুয়াে। দৃশ্যটি ফাদার ম্যাথিউ নামে একটি সিরিজ থেকে নেওয়া এবং ছবিটিতে পোলিশ অভিনেতা আর্টার জিমিজিউস্কিকে দেখা যায়।

ছবিটির ক্যাপশনে লেখা হয়েছে, ৪০০ বছরের পুরনো এক জায়নবাদী গোয়ান ক্যাথলিক পরিবারের ধর্মযাজক ফাদার অ্যান্টনি ফার্ন্ডান্ডেজ হিন্দু হলেন। প্রাচীন হিন্দু শহরের রাম কৃষ্ণ মন্দিরে এক অনুষ্ঠানে এই জেসুইট পাদরি ধর্ম পরিবর্তন করলেন। তিনি বললেন, আজকের দিনটি আমার জন্য খুবই আনন্দের কারণ আমি আর কোনও চার্চের সঙ্গে যুক্ত নই। (যদৃশ)


পোস্টটি দেখার জন্য ক্লিক করুন এখানে। 


পোস্টটি দেখুন এখানে 

আরও পড়ুন: চিনে অভ্যুত্থানের কৌতুক "টুইটার থ্রেড" নিয়ে ব্রেকিং খবর রিপাবলিক ভারতে

তথ্য যাচাই

দাবিটির সত্যতা যাচাই করার জন্য পোস্টটিতে উল্লিখিত কিছু শব্দ দিয়ে বুম কিওয়ার্ড সার্চ করে, কিন্তু সম্প্রতি প্রকাশিত এমন কোনও বিশ্বাসযোগ্য সংবাদ প্রতিবেদন খুঁজে পাওয়া যায়নি।

এরপর আমরা ছবিটির বিষয়ে বিস্তারিত তথ্যের খোঁজে ছবিটির রিভার্স ইমেজ সার্চ করি, এবং Kultura.Gazeta.pl ওয়েবসাইটে ৫ অগস্ট ২০২২ তারিখে প্রকাশিত একটি পোলিশ সংবাদ প্রতিবেদন খুঁজে পাই, যেখানে এই একই ছবি ব্যবহৃত হয়েছে।


ছবির ক্যাপশনে ইংরেজিতে লেখা: "এটিএম গ্রুপ— বিজ্ঞাপনী বস্তু— ছবি: "ফাদার ম্যাথিউ— সিরিজের স্থিরচিত্র।"

প্রতিবেদনে আরও লেখা হয় যে, "সেপ্টেম্বরের প্রথম থেকে টিভিপি১-এ ফাদার ম্যাথিউ-এর ২৮ তম সিজন শুরু হতে চলেছে। প্রতি শুক্রবার একটি নির্দিষ্ট সময়ে এই ক্রাইম সিরিজটি দেখা যাবে। মুখ্য অভিনেতা আর্টার জিমিজিউস্কি এই বার কয়েকটি এপিসোড পরিচালনাও করেছেন।"

এর পর আমরা অভিনেতা আর্টার জিমিজিউস্কি ও ফাদার ম্যাথিউ নামক সিরিজ সম্বন্ধে সার্চ করি, এবং দেখতে পাই যে, এই ক্রাইম সিরিজের প্রযোজক এটিএম গ্রুপা-র ওয়েবসাইটে এই একই ছবি আপলোড করা হয়েছে।

এটিএম গ্রুপা-র মতে, "ডন ম্যাটিও-র পোলিশ সংস্করণে (পোলিশ ভাষায় ওজসিইক ম্যাটিউজস) ফাদার ম্যাথিউয়ের চরিত্রে অভিনয় করেন আর্টার জিমিজিউস্কি। তাঁর অভিনীত চরিত্রটির হাসি দয়ালু এবং চোখদুটি উজ্জ্বল।"

আমরা দেখতে পাই, ২০০৮ সালের ৩ ডিসেম্বর টিভিপি ভিওডি-র অফিশিয়াল ইউটিউব চ্যানেলে এই ক্রাইম সিরিজের একটি ভিডিও আপলোড করা হয়েছে, যাতে অভিনেতা আর্টার জিমিজিউস্কিকে এই চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে।

Full View

আরও পড়ুন: জওহরলাল নেহরু কি "লন্ডনের নাগরিক" ছিলেন?

Tags:

Related Stories