বৈদ্যুতিক গাড়ি প্রস্তুতকারক সংস্থা টেসলার কর্ণধার ইলন মাস্ক (Elon Musk) সম্প্রতি দেশি সাজে ভারতীয় শিল্পপতি মুকেশ অম্বানীর (Mukesh Ambani) কনিষ্ঠ পুত্র অনন্ত অম্বানীর প্রাক-বিবাহ অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন দাবি করে এক ছবি ছড়ায় সমাজমাধ্যমে।
ভাইরাল ওই ছবিতে মাস্ককে ভারতীয় ঘরানার পোশাক পড়ে হাতজোড়ের ভঙ্গিমায় দাঁড়িয়ে থাকতে লক্ষ্য করা যায়।
বুম যাচাই করে দেখে ইলন মাস্কের এই ছবি আসল নয়। কৃত্তিম বুদ্ধিমত্তা তথা এআইয়ের প্রয়োগ করে এই ছবিকে তৈরি করা হয়েছে।
সম্প্রতি ভারতীয় ধনকুবের তথা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান মুকেশ অম্বানীর ছোট ছেলে অনন্ত অম্বানীর প্রাক-বিবাহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশ-বিদেশের বহু খ্যাতনামা ব্যক্তিত্ব। গুজরাতের জামনগরে অনুষ্ঠিত সেই প্রাক বিবাহ উদযাপনে হাজির ছিলেন মাইক্রোসফ্ট কর্পোরেশনের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস, পপ তারকা রিহানা ও ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জ়াকারবার্গ। এছাড়াও তারকাখচিত সেই অনুষ্ঠানে বাদ যাননি বলিউডের উল্লেখযোগ্য অভিনেতা-অভিনেত্রীরা।
এরই প্রেক্ষিতে ইলন মাস্কের এক ছবি পোস্ট করে ফেসবুকে এক ব্যবহারকারী লেখেন, "অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের প্রাক-বিবাহ অনুষ্ঠানে এলন মাস্ক।"
পোস্টটি দেখতে ক্লিক করুন এখানে।
তথ্য যাচাই
বুম দেখে ভাইরাল এই ইলন মাস্কের ছবি আসল কোনও দৃশ্যের নয়। কৃত্তিম বুদ্ধিমত্তার কল্পনায় মাস্কের এই ছবি তৈরি করা হয়েছে।
আমরা এবিষয়ে প্রথমে সম্পর্কিত কিছু কীওয়ার্ড ব্যবহার করে অম্বানী পরিবারের প্রাক-বিবাহ অনুষ্ঠানে ইলন মাস্কের উপস্থিতি সংক্রান্ত সংবাদ প্রতিবেদন খোঁজার চেষ্টা করি। তবে অনন্ত অম্বানীর প্রাক-বিবাহ অনুষ্ঠানে টেসলার কর্ণধার ইলন মাস্ক উপস্থিত ছিলেন - এমন খবর আমরা কোনও বিশ্বাসযোগ্য সংবাদ প্রতিবেদনেই খুঁজে পাইনি।
এরপর আমরা ভাইরাল এই ছবি খুঁটিয়ে দেখলে বেশ কিছু অসঙ্গতি লক্ষ্য করি। আমরা দেখতে পাই ইলন মাস্কের দুই হাত-জোড় করে দাঁড়িয়ে থাকা ছবিতে একটি হাতের আঙ্গুলগুলি অসম্পূর্ণভাবে যুক্ত, অস্পষ্ট এবং ওই হাতের তালুর উপরের অংশে অস্বাভাবিক কিছু ভাঁজ লক্ষ্য করা যায়।
নিচে সেই অংশটি দেখান হল।
প্রসঙ্গতঃ উল্লেখ্য, এই ধরণের সমস্যা মূলতঃ এআই তথা কৃত্তিম বুদ্ধিমত্তার তৈরি ছবিতে লক্ষ্য করা যায়। কৃত্তিম বুদ্ধিমত্তার তৈরি ছবিতে এমন সমস্যা হওয়ার অন্যতম কারণ হল এই ধরণের সফটওয়্যার মূলতঃ শব্দ বিবরণের ভিত্তিতে কাল্পনিক দৃশ্য তৈরি করে যার সাথে বহু ক্ষেত্রে বাস্তবতার মিল পাওয়া যায় না।
আমরা এরপর ভাইরাল এই ছবিকে এআই-যাচাইকারী সফটওয়্যার হাইভ মডারেশনের মাধ্যমে পরীক্ষা করি। ওই পরীক্ষা থেকে প্রাপ্ত ফলাফলেও ভাইরাল এই ছবি কৃত্তিম বুদ্ধিমত্তার দ্বারা তৈরির সম্ভাবনা ৯৯.৯ শতাংশ বলে উল্লেখ করা হয়।