Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available

Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available
ফ্যাক্ট চেক

SIR চালু হতেই ফাঁকা নিউটাউনের বস্তি বলে ভাইরাল দিল্লির বস্তির দৃশ্য

বুম যাচাই করে দেখে ছবিতে দিল্লির আর কে পুরম এলাকার বস্তির দৃশ্য দেখা যায়, কলকাতার নিউটাউন এলাকার নয়।

By - Srijit Das | 19 Nov 2025 2:31 PM IST

ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন তথা SIR চালু হতেই রাতারাতি কলকাতার নিউটাউন (New Town) এলাকার বস্তি খালি হয়ে গিয়েছে দাবি করে সম্প্রতি দুটি ছবির কোলাজ ভাইরাল হয় সমাজ মাধ্যমে।

বুম যাচাই করে দেখে ছবিগুলি পুরনো এবং সাম্প্রতিক চালু হওয়া SIR প্রক্রিয়ার সাথে তাদের কোনও সম্পর্ক নেই। এছাড়াও ছবিদুটিতে নিউটাউন নয় বরং দিল্লির আর কে পুরমে সেক্টর ৭ এলাকায় থাকা বস্তির দৃশ্য দেখতে পাওয়া যায়। 

গত ২৭ অক্টোবর পশ্চিমবঙ্গ সহ দেশের মোট ১২টি রাজ্যে দ্বিতীয় ধাপে SIR প্রক্রিয়া শুরুর কথা ঘোষণা করে নির্বাচন কমিশন। ভোটার তালিকায় সংশোধন সংক্রান্ত সেই ঘোষণার পর থেকে নাগরিকত্ব সংক্রান্ত তরজায় জড়ায় রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস ও বিরোধী দল ভারতীয় জনতা পার্টি। নাগরিকত্ব নিয়ে আতঙ্কে ইতিমধ্যেই বেশ কিছু মানুষের মৃত্যু হয়েছে বলে দাবি তৃণমূলের। SIR এর বিরোধিতায় প্রতিবাদ মিছিলে রাস্তায় নামেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃবৃন্দ।  

ভাইরাল দাবি 

SIR চালু হওয়ার পরপরই নিউটাউনের বস্তি থেকে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীরা চলে যেতে শুরু করেছেন দাবি করে বাংলা সংবাদমাধ্যম জি২৪ ঘন্টা ভাইরাল ছবি দুটি প্রকাশ করে। সমাজমাধ্যমে পরে এবিষয়ে ক্ষমা চেয়ে জি২৪ ঘন্টা জানায়, 'নিউটাউনে SIR আতঙ্কে ঘরছাড়া হচ্ছেন অনেকেই...' সংক্রান্ত তাদের প্রকাশিত রিপোর্টির ছবি ও তথ্য সম্পূর্ণ ভুল ছিল।

অন্যান্য ফেসবুক পেজ থেকেও ছবিদুটি পোস্ট করে তাদের ক্যাপশন হিসাবে লেখা হয়, "SIR আতঙ্কে ফাঁকা নিউটাউন! রাতারাতি উধাও বাংলাদেশি পরিবার, তালাবন্ধ বস্তি জুড়ে চাঞ্চল্য"। 

পোস্টটি দেখতে ক্লিক করুন এখানে

কী পেলাম আমরা অনুসন্ধানে: ভাইরাল ছবির কোলাজ আসলে দিল্লির বস্তির দৃশ্যের

১. দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের রিপোর্টে প্রকাশিত ছবি: আমরা ভাইরাল ছবি দুটির কোলাজকে রিভার্স ইমেজ সার্চ করে দেখতে পাই ১৯ জুলাই ২০২৫ তারিখে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে তা প্রকাশিত হয়েছিল। দিল্লির আর কে পুরমে সেক্টর ৭ এলাকায় থাকা বস্তি সংক্রান্ত ওই প্রতিবেদনে ছবি দুটি সেসময় প্রকাশিত হয়েছিল।

২. দিল্লির বস্তি সংক্রান্ত প্রতিবেদনের বিস্তারিত: গত জুলাই মাসে প্রকাশিত দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে দিল্লির আর কে পুরমে সেক্টর ৭ এলাকায় টাইপ ১ কোয়াটারের আশেপাশের বস্তিতে থাকা মহিলাদের ভয়ের কথা উল্লেখ করা হয়। প্রতিবেদন অনুযায়ী, ১১ জুলাই ওই বস্তির বাসিন্দাদের দরজায় সেন্ট্রাল পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্টের তরফে উচ্ছেদের বিজ্ঞপ্তি দেওয়া হয়। এর কারণ হিসেবে জানান হয়, 'ক্ষতিগ্রস্ত কোয়াটারে'র বিভাগে থাকা টাইপ ১ কোয়াটারগুলি যেকোন সময় ভেঙে পড়ে তাদের চারপাশে গজিয়ে ওঠা বস্তির ক্ষতি করতে পারে। সেই সম্ভাবনা এড়াতেই উচ্ছেদ অভিযানের ঘোষণা করা হয়েছিল বলে উল্লেখ করা হয় প্রতিবেদনটিতে।   


Tags:

Related Stories