সেন্ট্রাল ভিস্টা (Central Vista) প্রকল্পের নির্মাণস্থলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) ছবিতে একজন আলোকচিত্রীকে মাটিতে শুয়ে তাঁর ছবি তুলতে দেখা যাচ্ছে। ছবিটি কিন্তু ব্যঙ্গ করার উদ্দেশ্যে সম্পাদনা করে বদলে দেওয়া হয়েছে।
২৬ সেপ্টেম্বর ২০২১, তাঁর তিন দিনের মার্কিন যুক্তরাষ্ট্র সফর শেষে, প্রধানমন্ত্রী নতুন পার্লামেন্ট ভবনের নির্মাণ স্থল পরিদর্শন করতে যান সেখানে তিনি প্রায় এক ঘন্টা কাটান। বিরোধীরা তাঁর ওই পরিদর্শনকে এই বলে সমালোচনা করেন যে, পুরো ব্যাপারটাই ছিল একটি 'ফোটো-অপ' বা ছবি তুলে প্রচারের জন্য একটি সাজানো ঘটনা।
সেন্ট্রাল ভিস্টা হল মোদি সরকারের এক উচ্চাকাঙ্ক্ষী প্রকল্প। তাতে ভারতের প্রতীক হিসেবে পরিচিত কিছু জায়গা নতুন করে গড়ে তোলা হবে। তার মধ্যে রয়েছে দিল্লির ৩.২ কিমি লম্বা একটি অঞ্চল।
চিত্রপরিচালক অবিনাশ দাস ছবিটি শেয়ার করে ক্যাপশনে লেখেন, "আগামী কালের ছবি। কী অ্যাঙ্গেলেই না তোলা!"
পোস্টটির আর্কাইভ দেখতে এখানে ক্লিক করুন।
আইনজীবী দীপিকা সিংহ রাজাওয়াত-ও ছবিটি শেয়ার করেন।
পোস্টটির আর্কাইভ দেখতে এখানে ক্লিক করুন।
কংগ্রেসের সমাজ মাধ্যম বিভাগের দায়িত্বপ্রাপ্ত রোহান গুপ্তও ছবিটি টুইট করে লেখেন, "এ মাসের আলোকচিত্রী"।
ওই একই ছবি ফেসবুকেও ভাইরাল হয়েছে।
এছাড়াও অন্য এক আলোকচিত্রী সমেতও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবিটি ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়।
আরও পড়ুন: ব্যঙ্গ: মোদীর ছবি সহ ভুয়ো দ্য নিউ ইয়র্ক টাইমস
তথ্য যাচাই
ভাইরাল ফোটোটিতে 'ইন্ডিয়ান আরমাডা' জলছাপ স্পষ্টভাবে দেখা যাচ্ছে। প্যারডি টুইটার হ্যান্ডেল "@ইন্ডিয়ান_আরমাডা ওই একই ছবি ২৭ সেপ্টেম্বর ২০২১ পোস্ট করেছিল।
আসল ছবিটির সন্ধান করতে আমরা রিভার্স ইমেজ সার্চ করি। তার ফলে আমরা দেখি ছবিটি ২৬ সেপ্টেম্বর, ২০২১-এ 'নিউজ ১৮'এ প্রকাশিত একটি লেখার সাথে ব্যবহার করা হয়েছিল। ওই একই দিনে, বানিজ্য ও শিল্পমন্ত্রী পীযুষ গোয়েলও তাঁর টুইটার হ্যান্ডেল থেকে ছবিটি পোস্ট করেন।
কি-ওয়ার্ড সার্চ করলে 'পিএক্সফুয়েল' নামের একটি স্টকফোটোর ওয়েবসাইটে বুম সম্পাদিত ভাইরাল ছবিগুলির মধ্যে একটি আলোকচিত্রীর ছবি দেখতে পায়। সেই ছবি থেকে আলোকচিত্রীর ছবি কেটে নিয়ে, এবং সেটিকে ডান দিক থেকে বাঁ দিকে ঘুরিয়ে, আসল ছবিটির ওপর বসিয়ে দেওয়া হয়।
নীচে আসল ও রূপান্তরিত ছবি দু'টি তুলনা করা হয়েছে।
আরও পড়ুন: নিউজিল্যান্ড দলকে সুরক্ষা বলে ছড়াল ২০১৯ সালে শ্রীলঙ্কা দলের করাচি সফর