প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) সামনে বিপুল জনসমাবেশের দৃশ্য দাবি করে সম্পাদিত এক ছবি সম্প্রতি ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়।
বুম দেখে ডিজিটাল উপায়ে ছবিটি তৈরি করা হয়েছে। আসল ছবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভায় তুলনামূলকভাবে কম সমাবেশের দৃশ্য দেখতে পাওয়া যায়।
ভাইরাল ছবিতে প্রধানমন্ত্রী মোদীকে জনসভার দিকে মুখ করে এক চেয়ারের উপর বসে থাকতে দেখা যায়। ছবিটিতে নরেন্দ্র মোদীর সামনে বিপুল জনসমাবেশের এক দৃশ্য তুলে ধরা হয়।
ছবিটির ক্যাপশন হিসাবে লেখা হয়, "প্রধান দেশ সেবক"।
পোস্টটি দেখতে ক্লিক করুন এখানে।
তথ্য যাচাই
বুম ছবিটির বিষয়ে জানতে রিভার্স সার্চ করে আসল ছবিটিকে ২০১৯ সালে প্রকাশিত মিডডে-এর এক প্রতিবেদনে খুঁজে পায়।
এছাড়াও দেখা যায়, ২০১৭ সালের ডিসেম্বরের ২৭ তারিখে বেশ কয়েকজন টুইটার ব্যবহারকারী আসল ছবিটি হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুরের শপথগ্রগণ অনুষ্ঠানের দাবি করে পোস্ট করেছিলেন।
পোস্টটি দেখতে ক্লিক করুন এখানে।
নিচে ভাইরাল ছবি এবং আসল ছবিতে দেখতে পাওয়া দৃশ্যের তুলনা করা হল।
আমরা দেখতে পাই ভারতীয় জনতা পার্টি তথা বিজেপির ইউটিউব চ্যানেলে ডিসেম্বর ২৭, ২০১৭ তারিখে শপথগ্রহন অনুষ্ঠানটির সরাসরি সম্প্রচারণ করা হয়েছিল।
ভিডিওটির ৭ মিনিট ১২ সেকেন্ড থেকে ৭ মিনিট ১৬ সেকেন্ড অংশে আসল ছবির অনুরূপ দৃশ্য দেখতে পাওয়া যাবে।