Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available

Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available
ফ্যাক্ট চেক

মিথ্যে দাবি: অপ্রাসঙ্গিক প্রশ্নের জন্য সাংবাদিককে মারল উগান্ডা পুলিশ

বুম উগান্ডার পুলিশবাহিনীর সঙ্গে যোগাযোগ করলে তাঁরা ভাইরাল হওয়া এই দাবিটিকে অস্বীকার করেন।

By - Srijit Das | 25 March 2022 5:52 PM IST

সাংবাদিক বৈঠক চলাকালীন গুলতি হাতে উগান্ডার (Uganda) এক পুলিশকর্মীর একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। মিথ্যে দাবি করা হয়েছে যে, ছবিটিতে যে পুলিশকর্মীকে দেখা যাচ্ছে, তিনি উগান্ডা পুলিশের মুখপাত্র। অপ্রাসঙ্গিক প্রশ্ন করার জন্য তিনি গুলতি দিয়ে এক সাংবাদিককে (Journalist) আঘাত করেছেন।

বুম অনুসন্ধান করে দেখল যে, এই দাবি একেবারেই মিথ্যে। ২০২১ সালের এপ্রিল মাসে একটি সাংবাদিক বৈঠক চলার সময় ছবিটি তোলা হয়। দেশে বেআইনি ভাবে গুলতি আমদানি করা বিষয়ে পুলিশ যে তদন্ত করছে, ওই সাংবাদিক বৈঠকটি সেই প্রসঙ্গেই ছিল। পুলিশের সন্দেহ ছিল যে, বিভিন্ন প্রতিবাদের সময় হিংসা ছড়ানোর কাজে এই গুলতিগুলি ব্যবহার করা হবে।

ছবিটির সঙ্গে যে ক্যাপশন দেওয়া হয়েছে, তাতে লেখা হয়েছে, "উগান্ডা পুলিশের নবনিযুক্ত মুখপাত্র অপ্রাসঙ্গিক প্রশ্ন করার জন্য এক সাংবাদিককে গুলতি দিয়ে আঘাত করলেন।"


পোস্টটির আর্কাইভ দেখার জন্য এখানে ক্লিক করুন।


পোস্টটির আর্কাইভ দেখার জন্য এখানে ক্লিক করুন।

আরও পড়ুন: সিনেমার দৃশ্য ছড়িয়ে দাবি ইউক্রেনীয় সৈন্যের হাতে চেচেন হত্যা

তথ্য যাচাই

বুম এই ছবিটির উপর রিভার্স ইমেজ সার্চ করে এবং দেখতে পায় যে, এই একই ছবি উগান্ডার সংবাদমাধ্যম উগান্ডা রেডিও নেটওয়ার্কের ২০২১ সালের ১৪ এপ্রিল প্রকাশিত একটি প্রতিবেদনে ব্যবহার করা হয়েছিল।

ছবিটির সঙ্গে ক্যাপশন দেওয়া হয়েছিল, "ফ্রেড এনাঙ্গা দেখালেন, উদ্ধার হওয়া গুলতিগুলি কী ভাবে ব্যবহৃত হয়।" ওই প্রতিবেদনে ফ্রেড এনাঙ্গাকে পুলিশের মুখপাত্র হিসাবে উল্লেখ করা হয়েছে। কী ভাবে কারখানায় তৈরি গুলতি বেআইনি ভাবে সে দেশে আমদানি করা হচ্ছে, সে বিষয়ে উগান্ডার পুলিশ ক্রাইম ইন্টেলিজেন্স ইউনিট যে তদন্ত করছে, সে সম্বন্ধেই কথা বলছিলেন এনাঙ্গা।

একই কিওয়ার্ড দিয়ে সার্চ করেও আমরা ২০২১ সালের ১২ এপ্রিল প্রকাশিত উগান্ডা পুলিশের একটি সংবাদ বিজ্ঞপ্তি খুঁজে পাই, সেখানে এই ছবিটির আরও একটু স্পষ্ট ভার্সন দেখতে পাওয়া যায়।

ওই প্রেস রিলিজে উল্লেখ করা হয়, "…ক্রাইম ইনটেলিজেন্সের ডিরেক্টরেট তাদের ইন্টেলিজেন্স অপারেশনের সময় কারখানায় তৈরি প্রচুর গুলতি বাজেয়াপ্ত করে। ওই গুলতিগুলি আসলে হিংসা ছড়ানোর উদ্দেশ্যে আমদানি করা হয়েছে। এই গুলতি দিয়ে ধাতুর তৈরি গুলি ছোঁড়া যায়। ফলে এগুলি উগান্ডার নাগরিকদের নিরাপত্তার ক্ষেত্রে বিপদ ডেকে আনতে পারে।"

জুম করা ছবি

বুম উগান্ডা পুলিশ ফোর্সের একটি ভেরিফায়েড টুইটার হ্যান্ডেলের সঙ্গে যোগাযোগ করে। তাঁদের পক্ষ থেকে জানানো হয়, "এটা একেবারেই ভুয়ো। ফ্রেড এনাঙ্গা সাংবাদিকদের দেশের বাইরে থেকে আমদানি করা গুলতি দেখাচ্ছিলেন। এই গুলতিগুলি দেশের বাইরে তৈরি করা হয়েছে এবং হিংসাত্মক প্রতিবাদের উদ্দেশ্যে এগুলি আমদানি করা হয়েছে এবং এটি গত বছরের সাধারণ নির্বাচনের সময়কার ঘটনা।"

উগান্ডা পুলিশ ২০২১ সালের ১৩ এপ্রিল উগান্ডার ইউটিউব চ্যানেল ইউবিসি টেলিভিশনে প্রকাশিত একটি সংবাদ বুলেটিনের লিঙ্ক আমাদের পাঠায়। ওই ভিডিওতে পরিষ্কার দেখা যাচ্ছে, এনাঙ্গা আসলে কী ভাবে গুলতি ব্যবহার করে হিংসা ছড়ানো হচ্ছে, তা দেখাচ্ছেন। তিনি মোটেই সাংবাদিকদের দিকে আঘাত করার উদ্দেশ্যে গুলতি তাক করেননি।

Full View

আরও পড়ুন: লস এঞ্জেলসের সড়কের সম্পাদিত ছবি ভুয়ো দাবিতে ছড়াল চিনের যানজট বলে

Tags:

Related Stories