Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available

Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available
ফ্যাক্ট চেক

পুলিশকে যুবকের হেনস্থার ভাইরাল এই ছবি পুরনো, যোধপুরের ঘটনার

বুম যাচাই করে দেখে ২০১৬ সালে রাজস্থানে তোলা এই ছবির সাথে সাম্প্রতিক কোনও ঘটনার সম্পর্ক নেই।

By -  Srijit Das |

14 April 2025 5:35 PM IST

সম্প্রতি মুর্শিদাবাদ-সংঘর্ষের আবহে সাম্প্রতিক দাবিতে এক যুবকের পুলিশকর্মীকে (Police Official) হেনস্থা করার একটি ছবি ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে।

বুম দেখে, ভাইরাল এই ছবি সাম্প্রতিক কোনও ঘটনার নয়। ২০১৬ সালে তোলা এই ছবি রাজস্থানের যোধপুরে একজন পুলিশকর্মীকে এক হকারের হেনস্থা করার দৃশ্য দেখায়।

সংশোধনী ওয়াকফ আইনের প্রতিবাদে প্রায় সপ্তাহব্যাপী হিংসার ঘটনায় বর্তমানে অশান্ত বাংলার মুর্শিদাবাদ, অশান্তির আবহে ভিটেমাটি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। প্রথমে হিংসা বন্ধে রাজ্য পুলিশের সশস্ত্র বাহিনী নামানো হলেও পরে পরিস্থিতি সামলাতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। গুজবে কান না দেওয়ার অনুরোধ জানিয়ে এখন ঘরছাড়াদের বাড়ি ফিরিয়ে আনতে উদ্যোগী হয়েছে প্রশাসন বলে সম্প্রতি রিপোর্ট প্রকাশ করে আনন্দবাজার অনলাইন

ছবিটি পোস্ট করে ফেসবুক ব্যবহারকারী লেখেন, "এটা কোন দেশের ঘটনা? এমন আদর আগে তো দেখিনি!"


পোস্টটি দেখতে ক্লিক করুন এখানে।  

তথ্য যাচাই 

বুম এর আগে ২০২২ সালে এই ছবি একজন মুসলিম যুবকের পুলিশকে হেনস্থা করার দৃশ্য দাবিতে ভাইরাল হলে তার তথ্য যাচাই করেছিল।

আমরা সেসময় সম্পর্কিত কীওয়ার্ড সার্চ ও ছবিটিকে রিভার্স সার্চ করে ২০১৬ সালের মে মাসে হওয়া এই ঘটনার বিষয়ে বেশ কিছু সংবাদ প্রতিবেদন খুঁজে পাই। লায়ন এক্সপ্রেসের প্রকাশিত এক সংবাদ প্রতিবেদনে সেই ঘটনার অনুরূপ এক ছবি ব্যবহার করে বলা হয়, যোধপুরের ক্লক টাওয়ারের কাছে অবৈধভাবে গাড়ি নিয়ে জড়ো হওয়া এক হকারকে একজন ট্রাফিক পুলিশ ইন্সপেক্টর সরে যেতে বললে হামলার এই ঘটনা ঘটে।


হিন্দি সংবাদমাধ্যম দৈনিক ভাস্করও এই ঘটনার বিষয়ে এক প্রতিবেদন প্রকাশ করে লেখে, ছবিতে দেখতে পাওয়া ট্রাফিক পুলিশ অফিসার হলেন হেড কনস্টেবল শোভারাম। ওই প্রতিবেদন অনুযায়ী, হেনস্থার পর পুলিশ ঘটনাস্থলে থাকা হকারদের এবং হেড কনস্টেবল শোভারামকে যে ব্যক্তি মারধর করেছিল তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়। 

২০১৬ সালের পুরনো ঘটনা, ওই হকার মুসলিম নন: আক্রান্ত পুলিশকর্মী শোভারাম

২০২২ সালে ছবিটির সাথে করা ভুয়ো এক সাম্প্রদায়িক দাবির বিষয়ে প্রতিবেদন প্রকাশের সময় বুম আক্রান্ত পুলিশকর্মী শোভারামের সাথে যোগাযোগ করে। শোভারাম সেসময় যোধপুর পুলিশে অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টরের পদে কর্মরত ছিলেন। শোভারাম আমাদের জানান, ঘটনাটি বেশ পুরনো এবং হামলাকারী ওই হকার কোনও মুসলিম নন।

বুমকে শোভারাম বলেন, "ঘটনাটি ২০১৬ সালের, যখন যোধপুরের ক্লক টাওয়ারের কাছে কয়েকজন হকার অবৈধভাবে জড়ো হয়। আমি তাদের সরে যেতে বলায় একজন হকার আমাকে মারধর করে। পরে এই ঘটনার জন্য তাকে গ্রেপ্তার করা হয় আর সে ছিল একজন হিন্দু, কোনও মুসলিম নয়"।


Tags:

Related Stories