Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available

Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available
ফ্যাক্ট চেক

বিদেশে রাহুল গান্ধীর সেলফি তোলার ভাইরাল ছবি সম্ভবতঃ AI দিয়ে তৈরি

বুম পর্যবেক্ষণ করে দেখে, ছবিটি সম্ভবতঃ আসল নয়। কৃত্তিম বুদ্ধিমত্তার প্রয়োগ করে ছবিটি তৈরির সম্ভাবনা রয়েছে।

By - Srijit Das | 10 Sept 2025 7:17 PM IST

সম্প্রতি কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi) বিদেশে একজন মহিলার সঙ্গে সেলফি তুলছেন দাবি করে সমাজমাধ্যমে ভাইরাল ছবিটি সম্ভবতঃ কৃত্তিম বুদ্ধিমত্তার প্রয়োগ করে তৈরি করা হয়েছে।

বুম ছবিটি সম্পর্কে নিশ্চিত হতে মিডিয়া ফরেনসিক্স বিশেষজ্ঞ অধ্যাপক সিওয়েই লিউয়ের সাথে যোগাযোগ করে। লিউ ছবিটি বিশ্লেষণ করে ভাইরাল ওই ছবিতে সাধারণতঃ এআই দিয়ে তৈরি ছবিতে দেখতে পাওয়া কিছু অসঙ্গতি চিহ্নিত করেন। 

ভারতীয় জনতা পার্টির আইটি সেলের প্রধান অমিত মালব্য অন্য একটি ছবি শেয়ার করে রাহুল গান্ধী মালয়েশিয়ায় ছুটি কাটাচ্ছেন দাবি করার পর সমাজমাধ্যমে ভাইরাল হয় এই ছবি ।

ভাইরাল দাবি 

ফেসবুকে এক ব্যবহারকারী ছবিটি পোস্ট করে ক্যাপশন হিসেবে লেখেন, "এবার আমি বুঝতে পারলাম কেন রাহুল গান্ধী ঘন ঘন থাইল্যান্ড ,মালয়েশিয়া ,ভিয়েতনাম ভ্রমণ করতে যান?"

পোস্টটি দেখতে ক্লিক করুন এখানে ও তার আর্কাইভ দেখতে এখানে

অনুসন্ধানে আমরা কী পেলাম: ছবিটি AI দিয়ে তৈরি

১. ছবিতে দৃশ্যমান অসঙ্গতি: ভাইরাল ছবিটি জুম করলে দেখা যায় মহিলার কালো সানগ্লাসে কৃত্রিম আলো প্রতিফলিত হচ্ছে যা ফ্রেমের বাইরেও ছড়িয়ে পড়েছে। ছবিটির প্রেক্ষাপটেও অদ্ভুত কিছু দৃশ্য দেখা যায়, যেমন দেওয়াযলে থাকা প্যানেলগুলির স্বাভাবিক গঠনবিন্ন্যাসের অভাব - যা মূলতঃ কৃত্তিমভাবে তৈরি ছবিতে লক্ষ্য করা যায়।


২. AI যাচাইকারী টুলে পরীক্ষার ফলাফল: ছবিটি isgen.ai, Undetectable.ai এবং Sightengine-এর মতো টুলেও পরীক্ষা করা হয়। isgen.ai ও Undetectable.ai উভয়ই নিশ্চিত করে জানায় ছবিটি কৃত্তিম বুদ্ধিমত্তার প্রয়োগে তৈরি, এবং Sightengine ছবিটি সম্ভবতঃ OpenAI-এর GPT-4o মডেল ব্যবহার করে তৈরি বলে ইঙ্গিত করে।


৩. ছবিটির বিষয়ে AI বিশেষজ্ঞের মতামত: বুম এরপর ছবিটিকে আরও যাচাই করতে বাফেলো বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং-এর অধ্যাপক এবং ইউবি মিডিয়া ফরেনসিক ল্যাব (ইউবি এমডিএফএল)-এর পরিচালক সিওয়েই লিউ এর সাথে যোগাযোগ করে। লিউ ছবিতে কিছু ত্রুটির উল্লেখ করেন, যেমন সানগ্লাসের বাইরে প্রতিফলন এবং অস্বাভাবিকভাবে মসৃণ, সমতল দেওয়াল প্যানেল — যেধরনের বৈসাদৃশ্য প্রায়শই এআই দিয়ে তৈরি ছবিতে দেখা যায়।

লিউ বুমকে বলেন, “আমরা বিশ্লেষণ করে দেখি, প্রায় ৬১% সম্ভাবনা রয়েছে ছবিটি AI দিয়ে তৈরি। সম্ভবতঃ ছবিটি দুটি বিদ্যমান ছবির উপাদান ব্যবহার করে তৈরি করা হয়েছে, যার ফলে বিষয়গুলির পরিচয় যথাযথভাবে সংরক্ষিত রয়েছে।”


Tags:

Related Stories