Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available

Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available
ফ্যাক্ট চেক

২০১৯ সালে দীপিকা পাড়ুকোনের কান-এর ছবি 'পাঠান' বিতর্কের সঙ্গে জোড়া হল

বুম যাচাই করে দেখে ২০১৯ সালে কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের ছবিটি তোলা হয়।

By - Srijit Das | 14 Jan 2023 3:46 PM IST

নীল-সাদা ডোরা কাটা স্যুট ও পায়ে কমলা রঙের জুতো পরা দীপিকা পাড়ুকোনের (Deepika Padukone) একটি পুরনো ছবি ভাইরাল হয়েছে। সেই সঙ্গে মিথ্যে দাবি করা হচ্ছে যে, শাহরুখ খান (Shah Rukh Khan) অভিনীত 'পাঠান' (Pathaan) ছবিতে ওই রঙের বিকিনি পরে অভিনয় করার জন্য দক্ষিণপন্থীদের সমালোচনার জবাব ওই ভাবে দিলেন অভিনেত্রী।

বুম দেখে ছবিটি ২০১৯ সালের। কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ফোটোশ্যুটে ওই ছবিটি তোলা হয়।

একাধিক তারকার সমন্ময়ে যশ রাজ ফিল্মস-এর 'পাঠান' ছবিটি বিক্ষোভের মুখে পড়েছে। একটি গানের দৃশ্যে কমলা রঙের বিকিনি পরে অভিনয় করার জন্য ভারতের হিন্দু দক্ষিণপন্থীরা ছবিটির বিরোধিতা করছেন। হিন্দু ধর্মে কমলা বাগেরুয়া রংটিকে পবিত্র মনে করা হয়। তবে অতীতে, অনেক সিনেমাতেই এই রঙের ব্যবহার করা হলেও তা নিয়ে কোনও বিতর্ক সৃষ্টি হয়নি। খবরে প্রকাশ, মুক্তি পাওয়ার আগে, ছবিটিকে বয়কট করার ডাক দেওয়া হলে, সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন-এর নির্দেশে ছবিটিতে কিছু কাটছাঁট করা হয়। উল্লেখ করা যেতে পারে যে, গানটি প্রকাশ পাওয়ার অনেক আগেই ছবিটিকে বয়কট করার ডাক দেওয়া হয়। হিন্দু দক্ষিণপন্থীদের দ্বারা বলিউডের ছবি বয়কট করার এক বৃহত্তর আন্দোলনের অঙ্গ এই প্রবণতা।

এই পটভূমিতে ছবিটি শেয়ার করা হচ্ছে। সেটির হিন্দি ক্যাপশনে বলা হয়েছে, "পরিস্থিতি ইতিমধ্যেই বেশ উত্তপ্ত, তা সত্ত্বেও উনি ভক্তদের জ্বালাতেছাড়ছেন না।"

(মূল হিন্দিতে ক্যাপশন: वैसे ही मामला इतना गर्म हो गया है और ये भक्तो को जलाने से बाज नही आ रही है!)

পোস্টটি দেখুন এখানে। 

পোস্টটি দেখুন এখানে

তথ্য যাচাই

রিভার্স ইমেজ সার্চ করে বুম দেখে ছবিটি ১৮ মে, ২০১৯ দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত হয়।

আরও দুটি ছবি সহ ওই ছবিটির ক্যাপশনে লেখা হয়, "কান ২০১৯-এ দীপিকা পাড়ুকোন যা যা করছেন, সে সম্পর্কে উনি তাঁর অনুরাগীদের অবগত রাখছেন।"

ওই সূত্র ধরে আমরা কিওয়ার্ড সার্চ করি। তার ফলে, ১৭ মে, ২০১৯ ডিএনএ-তে প্রকাশিত একটি রিপোর্ট দেখতে পাই। তাতে অন্য একটি ছবিতে দীপিকা পাড়ুকোনকে ওই একই পোশাক পরে থাকতে দেখা যায়।

ওই রিপোর্টে বলা হয়, "একজন বসের ভাবমূর্তি নিয়ে দীপিকা পাড়ুকোন ২০১৯ সালের কান তাঁর দ্বিতীয় দিন শুরু করেন। যেখানেই যান, সেখানেই তাঁর আত্মবিশ্বাস নজরে আসে। তিনি লোওয়ে'র ডিজাইন করা একটি ঝুলে-পড়া পিন-স্ট্রাইপ নেক স্যুট পরেন। তার সঙ্গে অভিনেত্রী পরেন স্টুয়ার্ট ওয়েটসম্যান-এর তৈরি উজ্জ্বল কমলা রঙের জুতো।"

এ ছাড়াও, ১৭ মে, ২০১৯ আয়োজিত ওই একই ফটোশ্যুটে আমরা দেখতে পাই হিন্দুস্থান টাইমস-এর নিজস্ব ইউটিউব চ্যানেলে।

ভিডিওটির শিরোনামে লেখা হয়, "কান ২০১৯। দ্বিতীয় দিনে তিন রকম সাজে দীপিকা পাড়ুকোন।

Full View

ছবিটির বিবরণে বলা হয়, "৭২তম কান চলচ্চিত্র উৎসবে, নিজস্ব শৈলীতে নিজেকে তুলে ধরেন দীপিকা পাড়ুকোন। লাল কার্পেটের দু'ধারে সবাইকে তাক লাগিয়ে দেন তিনি। তাঁর পরনে ছিল থাই চেরা মাখন রঙের ফুলে-থাকা গাউন ও একটি বড় আকারের খয়েরিবো। তাঁর জন্য বিশেষ ভাবে পোশাকটি তৈরি করেন পিটার ডুনডাস। উঁচু করে পোনিটেল বেঁধেও চোখে পুরু করে কাজল লাগিয়ে তিনি তাঁর সাজ সম্পূর্ণ করেন। উৎসবের দ্বিতীয় দিনে তাঁরতিন রকম সাজের ছবি উনি ইনস্টাগ্র্যামে শেয়ার করেন।"

Tags:

Related Stories