ডিজিটাল পদ্ধতিতে জোড়াতালি দেওয়া একটি ছবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi) ফেজ টুপি পরে থাকতে দেখা যাচ্ছে। সেই ছবিটি সোশাল মিডিয়ায় এই বলে শেয়ার করা হচ্ছে যে, মুম্বাইয়ে ভোরা সম্প্রদায়ের একটি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ফেজ টুপি পরেছিলেন।
বুম দেখে, ছবিটি ডিজিটাল পদ্ধতিতে বদলে ফেলা হয়েছে। সেই অনুষ্ঠানের আসল ছবিটিতে মোদীর মাথায় কোনও টুপি নেই।
১০ ফেব্রুয়ারি, মুম্বইতে, দাউদি ভোরা সম্প্রদায়ের শিক্ষা প্রতিষ্ঠান আলজামিয়া-তুস-সাইফিয়া উদ্বোধন করেন নরেন্দ্র মোদী। ওই শহরে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পৌরসভা নির্বাচনের ঠিক আগে ওই অনুষ্ঠানটির আয়োজন করা হয়। সেখানে নরেন্দ্র মোদী বলেন যে, প্রভাবশালী ভোরা সম্প্রদায়ের শিক্ষা প্রতিষ্ঠান উদ্বোধন অনুষ্ঠানে তিনি যোগ দিতে এসেছেন তাঁদের পরিবারের একজন সদস্য হিসেবে, প্রধানমন্ত্রী হিসেবে নয়।
শেয়ার করা ছবিটির ক্যাপশনে বলা হয়েছে, “শিন্ডে হতবাক হলেন। এক মুহূর্তের জন্য উনি ভাবলেন, ‘তাহলে আমি কি এআইএমআইএম-এর সঙ্গে হাত মিলিয়েছি’?”
টুইটটি দেখতে এখানে ক্লিক করুন।
একই ধরণের ছবি যাচাই করার জন্য বুমের হোয়াটসঅ্যাপ নম্বরেও (৭৭০০৯০৬৫৮৮) আসে।
তথ্য যাচাই
বুম ভাইরাল ছবিগুলির রিভার্স ইমেজ সার্চ করে। তার ফলে স্পষ্ট হয়ে যায় যে, ছবিগুলি ডিজিটাল উপায়ে তৈরি করা হয়েছে। আসল ছবিগুলিতে, দাউদি ভোরা মুসলমানদের সাথে সাক্ষাতের সময়, মোদীকে ফেজ টুপি পরে থাকতে দেখা যায় না।
ছবি ১
আমরা দেখি আসল ছবিটি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের অফিসিয়াল হ্যান্ডেল থেকে ১০ ফেব্রুয়ারি টুইট করা হয়। ছবিটি ওই অনুষ্ঠানের আরও কিছু ছবির সঙ্গে আপলোড করা হয়।
মারাঠিতে ছবিটির ক্যাপশনে লেখা হয়, “মুম্বাইয়ের আন্ধেরি মারোল-এ আলজামিয়া-তুস-সাইফিয়া অ্যার্যাবিক এডুকেশনাল ইনস্টিটিউট আজ মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির উপস্থিতিতে উদ্বোধন করা হয়। ওই অনুষ্ঠানে উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীসও উপস্থিত ছিলেন।”
টুইটটি দেখতে এখানে ক্লিক করুন।
ভাইরাল ছবি ও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের টুইট করা ছবি নীচে তুলনা করা হয়েছে।
ছবি ২
দ্বিতীয় ছবিটি ১০ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর অফিসিয়াল হ্যান্ডেল থেকে টুইট করা হয়। তাতেও প্রধানমন্ত্রীর মাথায় কোনও ফেজ টুপি নেই।
সেটির ক্যাপশনে লেখা হয়, “মুম্বাইয়ে, আলজামিয়া-তুস-সাইফিয়ার নতুন ক্যামপাস উদ্বোধনে যোগ দিতে পেরে আমি আনন্দিত। দাউদ ভোরাস।”
টুইটটি দেখতে এখানে ক্লিক করুন।
সোশাল মিডিয়ায় শেয়ার করা ছবি ও প্রধানমন্ত্রী মোদীর টুইট করা ছবির মধ্যে তফাৎ নীচে দেখা যাচ্ছে।
ছবি ৩
আমরা দেখি, ১০ ফেব্রুয়ারি ২০২৩ একাধিক সংবাদ প্রতিবেদনে ছবিটি প্রকাশিত হয়। ফ্রি প্রেস জার্নাল-এর একটি রিপোর্টে ছবিটির ক্যাপশনে লেখা হয়, “মুম্বইয়ের পূর্ব আন্ধেরির মারোল এলাকায়, দাউদি ভোরা সম্প্রদায়ের অ্যারাবিক অ্যাকাডেমি উদ্বোধনের সময়, ধর্মীয় নেতা মুফাদ্দল সইফুদ্দিন-এর সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।”
ছবিটি তোলার কৃতিত্ব দেওয়া হয়েছে সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়াকে। ভাইরাল ছবি এবং আসল ছবির তুলনা নীচে দেখতে পাওয়া যাবে।
তাছাড়া, ১০ ফেব্রুয়ারি ২০২৩ প্রধানমন্ত্রীর দফতরের অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে ওই উদ্বোধন অনুষ্ঠানের সরাসরি সম্প্রচারেও আমরা প্রধানমন্ত্রী মোদীর মাথায় কোনও ইসলামি ফেজ টুপি দেখতে পাই না।