Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available

Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available
ফ্যাক্ট চেক

কাতারে ফিফা বিশ্বকাপ জয়ের পর আর্জেন্টিনার সুরাবিহীন উদযাপন? দাবিটি ভুল

বুম যাচাই করে দেখে আর্জেন্টিনীয় ফুটবলাররা শ্যাম্পেনের বোতল খুলে কাতারে তাদের বিশ্বকাপ জয় উদযাপন করে।

By - Srijit Das | 21 Dec 2022 5:24 PM IST

কোনোরকমের মদ বা শ্যাম্পেন ছাড়া আর্জেন্টিনার (Argentina) ফুটবলাররা কাতারে (Qatar) তাদের ঐতিহাসিক বিশ্বকাপ (FIFA World Cup) জয় উদযাপন করেছেন দাবি করে সম্প্রতি এক পোস্ট ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

ভাইরাল সেই পোস্টে সুরাবিহীন উদযাপনের দাবির পাশাপাশি আর্জেন্টিনীয় সতীর্থদের নিয়ে এক মঞ্চের উপর দাঁড়িয়ে থাকা লিওনেল মেসির বিশ্বকাপ সমেত এক ছবিও পোস্ট করা হয়।

বুম দেখে ভাইরাল পোস্টে উল্লেখিত আর্জেন্টিনার ফুটবলারদের সুরাবিহীনভাবে বিশ্বকাপ জয় উদযাপনের দাবিটি ভুল। কাতারে শ্যাম্পেনের বোতল খুলে আর্জেন্টিনীয় ফুটবলাররা খেলাশেষে ফ্রান্সের বিরুদ্ধে তাদের জয় উদযাপন করেছিলেন।

ইসলাম প্রধান দেশ কাতারে বিশ্বকাপ হওয়ায় প্রথম থেকেই মদ বিক্রির বিষয় নিয়ে জোর তর্ক-বিতর্ক তৈরি হয়। কাতারের আধিকারিকদের সাথে এই নিয়ে দীর্ঘ আলোচনার পর অবশেষে বিশ্বকাপ শুরুর মাত্র কয়েকদিন আগে ফিফা স্টেডিয়াম চত্বরে মদ বিক্রির নিষেধাজ্ঞা জারি করে। আর্জেন্টিনার কাতারে বিশ্বকাপ জয়ের পর এরই প্রেক্ষিতে পোস্টগুলি ছড়ায় সোশ্যাল মিডিয়ায়। 

ছবিটি পোস্ট করে লেখা হয়, "পৃথিবীর ইতিহাসে এই প্রথম কোনো World Cup Celebration হলো মদ alcohol বা শ্যাম্পেন ছাড়া, ধন্যবাদ কাতার। আর্জেন্টিনার এই জয় ঐতিহাসিক জয় ছিল, তবুও উল্লাস করার জন্য এক বোতল শ্যাম্পেন অনুমোদিত হয়নি।"


পোস্টটি দেখতে ক্লিক করুন এখানে। 


পোস্টটি দেখতে ক্লিক করুন এখানে

তথ্য যাচাই

বুম ভাইরাল এই দাবির বিষয়ে জানতে আর্জেন্টিনার বিশ্বকাপ জয় উদযাপন সংক্রান্ত কীওয়ার্ড সার্চ করে বেশ কয়েকটি সংবাদ প্রতিবেদন খুঁজে পায়। ওই প্রতিবেদনগুলিতে বিশ্বকাপ জয়ের পর আর্জেন্টিনীয় ফুটবলারদের শ্যাম্পেনের বোতল খুলে উদযাপনের বিষয়ে রিপোর্ট করা হয়।

ব্রিটিশ সংবাদমাধ্যম 'দ্য টেলিগ্রাফ' তাদের ডিসেম্বর ১৯ তারিখে প্রকাশিত প্রতিবেদনে লেখে, "লিওনেল মেসি এবং তার সতীর্থরা সোমবার, রোমে হয়ে বাড়ি ফেরার দীর্ঘ যাত্রা শুরু করার আগের রাতে কাতারে ১০ মিলিয়ন ডলারের (£ ৮.২ মিলিয়ন) চেক নিয়ে উচ্ছাস প্রকাশ করেছিলেন এবং লুসাইল স্টেডিয়ামের ড্রেসিং রুমে শ্যাম্পেন খুলেছিলেন।" 

এছাড়াও, 'দ্য গার্ডিয়ানের' ফুটবল-কেন্দ্রিক সাংবাদিক জেকব স্টাইনবের্গ ডিসেম্বর ১৯ তারিখে এক ভিডিও টুইট করে দাবি করেন আর্জেন্টিনীয় ফুটবলাররা ট্রফি নিয়ে আসার সময় শ্যাম্পেন দিয়ে তাদের ভিজিয়ে দেন।

টুইটটি দেখতে ক্লিক করুন এখানে

অন্যদিকে, প্রাক্তন আর্জেন্টিনীয় ফুটবলার সের্গিও আগুয়েরো তার ইনস্টাগ্রাম প্রোফাইলে ডিসেম্বর ১৯ তারিখে শ্যাম্পেনের বোতল নিয়ে কাতারে আর্জেন্টিনার ফুটবলারদের বিশ্বকাপ জয় উদযাপনের এক ভিডিও পোস্ট করেন।

পোস্টটি দেখতে ক্লিক করুন এখানে

আমরা আগুয়েরোর হাতে ফরাসি শ্যাম্পেন প্রস্তুতকারক সংস্থা টাইটিঙ্গের এক বোতল দেখতে পাই। নিচে আগুয়েরোর হাতে দেখতে পাওয়া বোতল ও ফরাসি শ্যাম্পেন টাইটিঙ্গেরের বোতলের ছবির তুলনা করা হল।




Tags:

Related Stories