Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available

Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available
ফ্যাক্ট চেক

আজতক ও ওড়িশা টিভি ইন্দোনেশিয়ায় সেতু ভাঙার দৃশ্যকে দেখাল অসমের বলে

বুম দেখে ভিডিওটি ২০২১ সালের এপ্রিল মাসে তোলা, যখন ইন্দোনেশিয়া এবং পূর্ব তিমুরে বন্যার জেরে ধস নামে।

By - Srijit Das | 22 May 2022 11:35 AM GMT

অসমের (Assam) সাম্প্রতিক প্রবল বর্ষণ ও বন্যা-ধস-এর টাটকা ছবি বলে মিথ্যে করে চালাচ্ছে ওড়িশা টিভি এবং আজতক, বিদেশ থেকে পাওয়া একটা জলপ্লাবন ও সেতু ধসে যাওয়ার ভিডিও দেখিয়ে।

বুম যাচাই করে দেখে এটি আসলে ইন্দোনেশিয়া এবং পূর্ব তিমুর অঞ্চলে ২০২১ সালের এপ্রিলে ঘটা বিধ্বংসী বন্যা ও সেতু ধ্বংসের ছবি।

সংবাদমাধ্যমে প্রকাশ, টানা বৃষ্টি ও বন্যায় অসমের ২৬টি জেলার ৪ লক্ষ মানুষ কবলিত হয়ে পড়েছে এবং বহু জায়গায় রাস্তা-ঘাট, রেল লাইন, সেতু ধুয়ে সাফ হয়ে গিয়েছে। গত ১৭ মে ভারতীয় আবহাওয়া দফতর পরবর্তী ৩ দিন অসম ও সংশ্লিষ্ট অঞ্চলে প্রবল বর্ষণের হুঁশিয়ারি দেয়।

ভিডিওটি নীচে দেখতে পাবেন।

Full View

এই সংক্রান্ত পোস্টটি দেখতে পাবেন এখানে


এই পোস্টটি দেখতে এখানে ক্লিক করুন।

একই ভুয়ো দাবি জানিয়ে এই বিদেশি ভিডিওটি শেয়ার করেছে অন্যান্য সংবাদ চ্যানেলও যথা নিউজ তক, এশিয়ানেট নিউজ হিন্দি, ইন্ডিয়া টিভি, নিউজ-১৮ লোকমত, টিভি-৯ হিন্দি, এবং টিভি-৯ বাংলা

Full View

আরও পড়ুন: ভাইরাল ভিডিওটিতে শ্রীলঙ্কার মন্ত্রীদের বেআব্রু করা হচ্ছে না

তথ্য যাচাই 

ভিডিও থেকে কয়েকটি মূল ফ্রেম বের করে খোঁজ লাগিয়ে আমরা ২০২১ সালের ৫ এপ্রিল অস্ট্রেলিয়ার সংবাদ-চ্যানেল এসবিএস নিউজ-এ প্রচারিত একটি টুইট পাই।

তাতে এই একই দৃশ্য দেখা যায় যাকে এখন অসমের বন্যার ছবি বলে চালানো হচ্ছে। 

টুইটটি দেখতে এখানে ক্লিক করুন।

এই ভিডিও বার্তায় স্পষ্ট ক্যাপশন দেওয়া রয়েছে, "ভিডিওতে ইন্দোনেশিয়া ও পূর্ব তিমুরে প্রবল বর্ষণে ঘরবাড়ি, রাস্তাঘাট, সেতু ভেসে যাওয়ার ছবি রয়েছে, যার ফলে কয়েক ডজন মানুষের মৃত্যু হয়।"

এই সূত্র অনুসরণ করে আমরা আরও খোঁজখবর নিয়ে ইন্দোনেশিয়ার বেশ কয়েকটি সংবাদ-বুলেটিন দেখতে পাই, যেখানে এই ভিডিওর দৃশ্যগুলিই দেখানো হয়েছে।

ট্রিবিউন নিউজ ৫ এপ্রিল, ২০২১ এই ভিডিওটিই ইন্দোনেশীয় ভাষায় ক্যাপশন সহ প্রকাশ করে, যার অনুবাদ করলে দাঁড়ায়-- "হঠাৎ বন্যায় পূর্ব সুম্বার কাম্বানিরুতে পুরনো সেতু ভেঙে পড়ার মুহূর্তের দৃশ্য"।

Full View

ইন্দোনেশিয়ার এই ভিডিওটির সঙ্গে ভাইরাল হওয়া ফুটেজটির তুলনা নীচে করা হল।

তুলনা 

ভিডিওটির বিবরণীর একাংশে লেখা রয়েছে—"আহমদ ইয়ানি সেতুটিকে স্থানীয় লোকজন পুরনো কাম্বানিরু সেতু বলেই জানে, পূর্ব নিসা তেঙ্গারার পূর্ব সুম্বা অঞ্চলে যে সেতুটি ২০২১ সালের ৪ এপ্রিল বিকেলে ভেঙে পড়ে।"

সে সময় ইন্দোনেশিয়ার অন্য একটি সংবাদ-মাধ্যম সুয়ারা.ডট.কম-ও একই ভিডিও তার প্রতিবেদনে প্রকাশ করেছিল।

আরও পড়ুন: কলকাতার নাখোদার ফোয়ারার ছবি ভুয়ো দাবিতে জুড়ল জ্ঞানবাপী মসজিদের সঙ্গে

Related Stories