Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available

Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available
ফ্যাক্ট চেক

পশ্চিমবঙ্গে বজরং দলের সদস্যদের আগমন দাবি করে ভাইরাল মহারাষ্ট্রের ভিডিও

সাঙলির গ্রামীণ পুলিশ ইন্সপেক্টর কিরণ চৌগলে বুমকে নিশ্চিত করেন ভিডিওতে মহারাষ্ট্রে এবছর হওয়া একটি বাইক মিছিলের দৃশ্য দেখা যাচ্ছে।

By -  Srijit Das | By -  Anmol Alphonso |

17 April 2025 6:49 PM IST

পশ্চিমবঙ্গে (West Bengal) ওয়াকফ আইন (Waqf Act) বিরোধিতা থেকে ছড়ানো হিংসা ও অশান্তির মাঝে, সোশ্যাল মিডিয়ায় বিশাল এক বাইক মিছিলের ক্লিপ শেয়ার করে ভুয়ো দাবি করা হচ্ছে ভিডিওতে বজরং দলের (Bajrang Dal) সদস্যরা হিন্দুদের রক্ষার্থে দলে দলে এ রাজ্যে এসেছেন।

বুম দেখে ভাইরাল ভিডিওয় মহারাষ্ট্রের সাঙলি জেলায় ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে হওয়া একটি বাইক মিছিলের।

পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় গত ১১ ও ১২ এপ্রিল, ওয়াকফ সংশোধনী আইনের বিরোধিতা করার সময় ব্যাপক উত্তেজনা ও অশান্তির সৃষ্টি হয়। ঘটনায় তিন জন নিহত হন এবং মুর্শিদাবাদের বিভিন্ন এলাকার বাসিন্দারা সেখান থেকে মালদা পালিয়ে যেতে বাধ্য হন। মালদায়ও কিছু বিক্ষিপ্ত সহিংসতার ঘটনা ঘটেছে বলে জানা যায়। শাসকদল তৃণমূল কংগ্রেস ও প্রধান বিরোধী পক্ষ বিজেপি একে অপরকে দোষারোপ করছে ঘটনাগুলির জন্য। 

ওয়াকফ সংশোধনী আইনের বিরোধিতা করা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভুল তথ্য ছড়িয়ে রাজ্যের বদনাম করার অভিযোগ করেছেন বিজেপির বিরুদ্ধে। বিজেপি প্রত্যুত্তরে রাজ্যের অবস্থা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে বলে মুখ্যমন্ত্রীকে কটূক্তি করে। 

১৬ সেকেন্ডের ভাইরাল ভিডিওটি শেয়ার করে এক ফেসবুক ব্যবহারকারী ক্যাপশনে লেখেন, "রাজস্থান উত্তরপ্রদেশ.. মধ্যপ্রদেশ সহ প্রতিটি কোণ থেকে হিন্দুদের প্রাণ রক্ষার জন্য গতকাল মধ্যরাতে বজরং দলের হাজার হাজার কর্মী বাংলায় হতো। কোন সরকার আপনাকে বাঁচাতে পারবে না কোন পুলিশ আপনাকে বাঁচাতে পারবে না।। এই আতঙ্কের সময় যদি আপনাকে কেউ রক্ষা করতে পারে, তাহলে সেটা আপনার ঐক্য। মনে রাখবেন শুধু বাংলা বা পশ্চিমবঙ্গ নয়, পৃথিবীর প্রতিটি হিন্দু আমাদের ভাই, আপনারা ঐক্যবদ্ধ থাকলে নিরাপদ থাকবেন।।"


পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে। 

তথ্য যাচাই

বুম ভিডিওর কিফ্রেমের রিভার্স ইমেজ সার্চ করে ভাইরাল দৃশ্যসহ ২০২৫ সালের ১৭ ফেব্রুয়ারির একটি ইনস্টাগ্রাম পোস্ট পায় যেখানে মিছিলটি মহারাষ্ট্রের সাংলির বলা হয়েছে। 

পোস্টটি অনুসারে বাইক মিছিলটি কর্ণাটকের মায়াক্কা চিঞ্চলি থেকে মহারাষ্ট্রের সাঙলি জেলার সাঙ্গলওয়াদি পর্যন্ত হয়। 


পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে

এই সুত্র ধরে, আমরা কিওয়ার্ড সার্চের মাধ্যমে এবছরের ফেব্রুয়ারি মাসে হওয়া বাইক মিছিলটি সংক্রান্ত টাইমস অফ ইন্ডিয়ার একটি প্রতিবেদন পাই। 

১৯ ফেব্রুয়ারি, ২০২৫-এর প্রতিবেদন অনুসারে, সাঙলি পুলিশ কর্ণাটকের একটি ধর্মীয় মেলা ফেরত শতাধিক বাইক আরোহীর উপর লাঠিচার্জ করে। 

প্রতিবেদনটি থেকে জানা যায়, প্রতিবেশী রাজ্য কর্ণাটকের চিঞ্চলির স্থানীয়দের আরাধ্য মায়াক্কা দেবীর জন্য আয়োজিত একটি ধর্মীয় মেলা থেকে বাইক মিছিল করে গভীর রাতে ফেরার সময় আরোহীরা হর্ন বাজিয়ে, হুল্লোড় করছিল। 

প্রতিবেদনে উল্লিখিত সাঙলি গ্রামীণ পুলিশের ইন্সপেক্টর কিরণ চৌগলের বয়ান অনুযায়ী, অনিয়ন্ত্রিত বাইক আরোহীদের নিয়ন্ত্রণ করতে পুলিশ লাঠিচার্জ করে। এছাড়াও, তাদের মিছিল করার কোনও অনুমতি ছিল না বলে তিনি জানিয়েছেন।

বুম ইন্সপেক্টর চৌগলের সঙ্গে ভিডিওটি সম্পর্কে যোগাযোগ করে এবং তাকে হোয়াটস্যাপে ভাইরাল ক্লিপটি পাঠালে, তিনি আমাদের নিশ্চিত করেন ফেব্রুয়ারি মাসে মহারাষ্ট্রে তোলা ও পশ্চিমবঙ্গের সঙ্গে তার কোনও সম্পর্ক নেই। 

চৌগলে বুমকে বলেন, "এই ভিডিওটি সাঙলির। ঘটনাটি এবছরের ফেব্রুয়ারি মাসের যখন বাইক আরোহীরা রাত ২টোর সময় মিছিলের সাথে একটি ঘোড়ার গাড়ি নিয়ে যেতে গিয়ে ঝামেলার সৃষ্টি করে। তারা কর্ণাটকের চিঞ্চলি থেকে মহারাষ্ট্রের সাঙলির সাঙ্গলওয়াদি অবধি ঘোড়দৌড় করছিল। আমরা এই ঘটনা নিয়ে একটি মামলাও করেছিলাম।"

Tags:

Related Stories