ভোটার তালিকা নিবিড় সংশোধন বা এসআইআরের (SIR) কারণে বহু মানুষের ভীড় ও ব্যারিকেড দিয়ে তাদের আটকে রেখেছে পুলিশ দাবি করে সম্প্রতি এক ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
বুম দেখে ভাইরাল এই ভিডিওর সাথে এসআইআর প্রক্রিয়ার সম্পর্ক নেই। গত ২৭ অক্টোবর পশ্চিমবঙ্গ-সহ মোট ১২ টি রাজ্যে নির্বাচন কমিশনের ভোটার তালিকা নিবিড় সংশোধনের আগে থেকেই ভিডিওটি ইন্টারনেটে রয়েছে।
এসআইআর প্রক্রিয়া নিয়ে রাজ্যের বিভিন্ন অংশে রয়েছে ধোয়াঁশা, চলছে রাজনৈতিক চাপানউতোর। এসআইআর ঘোষণার পর তার বিরোধিতায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের নেতৃত্বে পথে নামেন তৃণমূল কংগ্রেস কর্মী-সমর্থকেরা। তৃণমূল কংগ্রেসের দাবি এসআইআর প্রক্রিয়া নিয়ে আতঙ্কে ইতিমধ্যেই আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হয়েছেন বেশ কয়েকজন। অন্যদিকে, বিভিন্ন ইস্যু থেকে বাংলার মানুষের দৃষ্টি ঘোরাতে শাসক দল এসআইআর-এর বিরোধিতা করছে বলে অভিযোগ করে বিজেপি।
ভাইরাল দাবি
ফেসবুকে পোস্ট করা ভিডিওটির ক্যাপশন হিসেবে লেখা হয়, "SIR বন্ধ করতে হবে। এতগুলো লোক কোথায় যাবে। একমত হলে প্রচুর পরিমাণে শেয়ার করুন প্লিজ"।
পোস্টটি দেখতে ক্লিক করুন এখানে।
কী পেলাম আমরা অনুসন্ধানে: ভিডিওর সাথে করা দাবি বিভ্রান্তিকর
১. এসআইআর ঘোষণার আগে থেকেই রয়েছে ভিডিও: আমরা ভিডিওটির কিছু কী-ফ্রেমকে রিভার্স সার্চ করে দেখতে পাই বেশ কয়েকজন ব্যবহারকারী ফেসবুকে ভিডিওটি গত ২৪ অক্টোবর ২০২৫ তারিখে পোস্ট করেছিলেন। এক ব্যবহারকারী ভিডিওটির দীর্ঘতর সংস্করণ পোস্ট করে লেখেন, "সবাই সেচেতন ও সংযত থাকুন: এ পরিস্থিতির যেনো পুনরাবৃত্তি না হয়। সকল দর্শণার্থীদের উদ্দেশ্যে করজোরে নিবেদন ও আবেদন। সবাই নিরাপদে সুস্থ থাকুন এই প্রার্থনা করি বড়ো মায়ের কাছে।"
অন্যদিকে আমরা দেখি ভারতের নির্বাচন কমিশনের তরফে গত ২৭ অক্টোবর ২০২৫ তারিখে পশ্চিমবঙ্গ-সহ মোট ১২ টি রাজ্যে এসআইআর প্রক্রিয়া হওয়ার কথা ঘোষণা করা হয়।
২. নৈহাটির বড়মার বিসর্জন: আমরা বড়ো মায়ের সম্পর্কিত কীওয়ার্ড সার্চ করে ২৪ অক্টোবর ২০২৫ তারিখে প্রকাশিত সংবাদ প্রতিদিনের এক প্রতিবেদন খুঁজে পাই। ওই প্রতিবেদন অনুযায়ী, বিসর্জন উপলক্ষ্যে অসংখ্য মানুষের জনসমাগম হয়েছিল নৈহাটিতে। হাজারের বেশি পুলিশ, বম্ব স্কোয়াডের বারবার চেকিং, তিনশোর বেশি স্বেচ্ছাসেবক নিয়ে নৈহাটির অরবিন্দ রোডের বিভিন্ন জায়গায় ব্যারিকেড করে ভিড় নিয়ন্ত্রণ করা হয় সেসময়। বিসর্জনের সময় গঙ্গাতেও ড্রোন দিয়ে চলে নজরদারি চলে বলে উল্লেখ করা হয় প্রতিবেদনটিতে।
এই সময়ের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ২৪ অক্টোবর ২০২৫ তারিখে সম্প্রচারিত নৈহাটির মা কালীর বিসর্জনের দৃশ্য নীচে দেখতে পাওয়া যাবে।






