Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available

Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available
ফ্যাক্ট চেক

'বিনোদনের উদ্দেশ্যে' তৈরি ভিডিও ছড়াল বাংলাদেশে শিশুর বিদ্বেষমূলক হত্যা বলে

বুম দেখে বাংলাদেশের এক ভিডিও নির্মাতা নিজের মেয়ের অভিনীত এই ভিডিও তৈরি করেছিলেন।

By - Srijit Das | 24 Dec 2025 5:46 PM IST

মুখে গামছা দিয়ে এক শিশুকে গাছে বেঁধে রাখার একটি ভিডিও সম্পত্তি সমাজমাধ্যমে ছড়িয়ে দাবি করা হয় শিশুটির বাবা আওয়ামী লীগের (Awami League) সমর্থক হওয়ায় এমন নৃশংসভাবে তার কন্যাকে হত্যা করা হয়েছে।

বুম যাচাই করে দেখে ভিডিওটিতে কোনও হত্যাকাণ্ডের ঘটনা দেখতে পাওয়া যায় না। বাংলাদেশের এক ভিডিও নির্মাতা বুম বাংলাদেশকে জানান, ভিডিওটিতে তার মেয়ের অভিনীত ঘটনা দেখতে পাওয়া যায়।  

কয়েক সেকেন্ড দৈর্ঘ্যের ওই ভিডিওতে রাস্তার ধারে থাকা এক গাছে একটি শিশুকন্যাকে মুখে গামছা বাঁধা অবস্থায় নিঃসাড়ভাবে পড়ে থাকতে দেখা যায়। 

ভাইরাল দাবি

ফেসবুকে ভিডিওটি পোস্ট করে ক্যাশন হিসেবে লেখা হয়, "মাছুম বাচ্চা কি অ/প/রা/ধ ছিল পিতা আওয়ামী লীগের সমর্থক তাই নি-স্পাপ ক-ন্যাকে হ-ত্যা করে গাছে ঝুলিয়ে রেখেছে স-ন্ত্রাসী জ-ঙ্গি গো-ষ্ঠী"।

পোস্টটি দেখতে ক্লিক করুন এখানে ও তার আর্কাইভ দেখতে এখানে

অনুসন্ধানে আমরা কী পেলাম: ভিডিওটি 'বিনোদনের উদ্দেশ্যে বানানো'

১. ভিডিওটি সংক্রান্ত ফেসবুক পোস্ট: আমরা ভিডিওটির সম্পর্কে জানতে সম্পর্কিত কীওয়ার্ড সার্চ করে বাংলাদেশ-ভিত্তিক ফেসবুক পেজ ফ্যাক্ট রিভিউয়ের একটি পোস্ট খুঁজে পাই। ওই পোস্টে ভিডিওটির সাথে ভাইরাল দাবি খণ্ডন করে বলা হয়, 'বিনোদনের উদ্দেশ্যে' সুজন কমেডি নামের এক ফেসবুক পেজ থেকে ভিডিওটি আপলোড করা হয়েছিল।

পোস্টটিতে লেখা হয়, সাজানো ও অভিনীত ভিডিও পরে ওই পেজ থেকে সরিয়ে নেওয়া হয়। আমরা এরপর ওই পোস্টে থাকা ফেসবুক প্রোফাইলটির লিংকে গিয়ে একই জামা পরে বাচ্চা মেয়েটির অন্যান্য ভিডিও খুঁজে পাই। সুজন কমেডি নামক ফেসবুক পেজটি থেকে করা ওই বাচ্চাটির অন্য এক ভিডিও নীচে দেখতে পাওয়া যাবে।

Full View

২. সুজন কমেডির নিশ্চিতকরণ:  বিষয়টি সম্পর্কে নিশ্চিত হতে এরপর বুম বাংলাদেশের তরফে সুজন কমেডি নামক ওই ফেসবুক পেজটির সাথে যোগাযোগ করা হয়। বুম বাংলাদেশকে পেজটির ওই রিল নির্মাতা জানান, "এই ভিডিওটা আমি আসলে বিনোদনের জন্য তৈরি করেছি। এটা কোন বাস্তব চিত্র না এই ভিডিওটা ফেসবুক রিমুভ করে দিয়েছে যার কারণে এটা দেখাচ্ছেন আইডিতে"।

ভাইরাল ভিডিওতে থাকা মেয়েটির পরিচয় সম্পর্কে জিজ্ঞাসা করা হলে ওই রিল নির্মাতা জানান, " ওটা আমার মেয়ে এবং সে সুস্থ রয়েছে"। 

(অতিরিক্ত রিপোর্টিং: তৌসিফ আকবর, বুম বাংলাদেশ)


Tags:

Related Stories