ভারতীয় জনতা পার্টি তথা বিজেপির (BJP) বিরুদ্ধে গোয়ার পানাজিতে যুবসমাজ তথা 'জেন জি'-দের (Gen Z) প্রতিবাদ দাবি করে সম্প্রতি এক ভিডিও ছড়ায় সোশ্যাল মিডিয়ায়।
বুম যাচাই করে দেখে ভিডিওর সাথে করা দাবিটি ভুয়ো। ভাইরাল ওই ভিডিওতে আদতে এবছর নভেম্বর মাসে মেক্সিকোতে হওয়া প্রতিবাদের দৃশ্য দেখা যায়।
সমাজমাধ্যমে ভাইরাল ওই ভিডিওতে মুখ ঢেকে বেশ কিছু প্রতিবাদকারীকে বিশালাকার এক ভবনের সামনে ভাঙচুর চালাতে দেখতে পাওয়া যায়।
ভাইরাল দাবি
ভিডিওটি পোস্ট করে তার ক্যাপশন হিসেবে লেখা হয়, "বিহারের পর এবার গোয়া !! সারাদেশ জুড়ে বিজেপির নোংরা ষড়যন্ত্রের বিরুদ্ধে এবার গোয়ার পানাজিতে GEN Z আন্দোলন"।
পোস্টটি দেখতে ক্লিক করুন এখানে ও তার আর্কাইভ দেখতে এখানে।
কী পেলাম আমরা অনুসন্ধানে: ভাইরাল ভিডিওটি মেক্সিকোর
১. ভিডিওটি মেক্সিকোতে হওয়া প্রতিবাদের: আমরা প্রথমে ভিডিওটির কিছু ফ্রেমকে ভেঙে রিভার্স সার্চ করলে মেক্সিকোর সংবাদমাধ্যম ডিকে ১২৫০ এএময়ের এক্স হ্যান্ডেল থেকে করা একটি পোস্ট খুঁজে পাই। ১৬ নভেম্বর ২০২৫ তারিখে অন্যান্য ভিডিওসমেত ভাইরাল ভিডিওটি পোস্ট করে সংবাদমাধ্যমটি জানায়, তাতে মেক্সিকোর সরকারি এক ভবনের সামনে হওয়া হিংসার ঘটনা দেখতে পাওয়া যায়।
সাংবাদিক ফের্নান্দো রোলদান ঘটনাটি সম্বন্ধে রিপোর্ট করেছেন বলেও উল্লেখ করা হয় ওই পোস্টে।
গত ১৬ নভেম্বর রয়টার্সের প্রকাশিত খবর অনুযায়ী, ১৫ নভেম্বর মেক্সিকোতে 'জেনারেশন জি' ব্যানারে হাজারের বেশি মানুষ রাস্তায় নামে। মাসের শুরুতে এক অপরাধবিরোধী মেয়রের হত্যার ঘটনার পর তারা ক্রমবর্ধমান হিংসার বিরুদ্ধে প্রতিবাদ জানায়। প্রত্যক্ষদর্শীদের উল্লেখ করে রয়টার্স জানায়, মেক্সিকো সিটিতে হুড পরা বিক্ষোভকারীরা জাতীয় প্রাসাদের চারপাশের বেড়া ভেঙে ফেলে যা রাষ্ট্রপতি ক্লডিয়া শেইনবাউমের বাসস্থান হিসেবে পরিচিত। ঘটনার জেরে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ হয় যার জেরে বেশ কয়েকজন নাগরিক ও পুলিশ উভয়েই আহত হন।
অ্যাসোসিয়েটেড প্রেস আর্কাইভের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ১৫ নভেম্বর মেক্সিকোর রাষ্ট্রপতির বাসস্থানের সামনে হওয়া প্রতিবাদের দৃশ্যের এক ভিডিও পোস্ট করা হয়। নীচে তা দেখতে পাওয়া যাবে।
২. গুগল ম্যাপে ভিডিওতে দেখতে পাওয়া স্থান: এছাড়াও আমরা ভিডিওতে দেখতে পাওয়া স্থানের সাথে মেক্সিকোর গুয়াদালাজারার অবস্থিত জালিস্কো সরকারি প্রাসাদের মিল খুঁজে পাই। গুগল ম্যাপে জায়গাটি দেখতে ক্লিক করুন এখানে।






