Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available

Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available
ফ্যাক্ট চেক

না, ভিডিওটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে খালিজ টাইমসের রিপোর্ট নয়

ভিডিওতে দেখানো খালিজ টাইমসের ক্রোড়পত্রটি ২০১৯ সালে নরেন্দ্র মোদী দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পর প্রকাশিত হয়।

By - Srijit Das | 25 Sep 2022 1:18 PM GMT

একটি পুরোনো ভিডিও শেয়ার করা হচ্ছে যেখানে একজনকে দুবাইয়ের (Dubai) খালিজ টাইমস (Khaleej Times) খবরের কাগজের পাতা ওল্টাতে দেখা যাচ্ছে। ভিডিওটিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে বেশ কয়েকটি বিজ্ঞপান-ধর্মী লেখা রয়েছে। সোশাল মিডিয়ায় ভিডিওটি শেয়ার করে দাবি করা হয়েছে যে, প্রধানমন্ত্রী (Prime Minister) নরেন্দ্র মোদীর (Narendra Modi) ৭২তম জন্মদিন উপলক্ষ্যে ওই কাগজে লেখা প্রকাশ করা হয়।

বুম দেখে, ভিডিওটি পুরনো এবং মোদী দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর, ২০১৯ সালের জুন মাসে ওই কাগজে প্রকাশিত একটি ক্রোড়পত্র ভিডিওটিতে দেখা যাচ্ছে।

১৭ সেপ্টেম্বর, মোদীর ৭২তম জন্মদিন উপলক্ষ্যে সারা বিশ্বের নেতা ও তাঁর সমর্থকরা তাঁকে অভিনন্দন জানান। ওই দিন, আফ্রিকার নামিবিয়া থেকে আনা আটটি চিতা ছাড়া হয় মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে। খবরে প্রকাশ, তাঁর অনুগামী ও বিজেপি সমর্থকরা দেশ জুড়ে নানা কর্মসূচির মধ্যে দিয়ে দিনটি উদযাপন করেন।

ভিডিওটির ক্যাপশনে লেখা হয়েছে, "প্রধানমন্ত্রী মোদীর ৭২তম জন্মদিনে, দুবাইয়ের খালিজ টাইমস ৭০ পাতার একটি বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করে। ভারতের জন্য এ এক গৌরবময় মুহূর্ত।"

পোস্টটি দেখুন এখানে

তামিলনাড়ুর বিজেপির আইটি-ডিএম সেলের সম্পাদক জি প্রদীপও খালিজ টাইমস-এর বিশেষ প্রতিবেদনের ছবি সদ্য প্রকাশিত দাবি করে প্রধানমন্ত্রীর জন্মদিনের দিন টুইট করেন ভিডিওটিকে।

পোস্টটি দেখুন এখানে

আরও পড়ুন: শুভেন্দু বলছেন মাতঙ্গিনী হাজরা বর্ণপরিচয়ের স্রষ্টা? ভিডিওটি সম্পাদিত

তথ্য যাচাই

বুম খালিজ টাইমস-এর ১৭ সেপ্টেম্বর ২০২২-এ প্রকাশিত সংখ্যাটি প্রথমে দেখে। কিন্তু ভাইরাল ভিডিওতে দেখানো কাগজটির সঙ্গে তার কোনও মিল পাওয়া যায়নি। খালিজ টাইমস-এর ১৭ সেপ্টেম্বর ২০২২-এর সংখ্যাটি পড়ুন এখানে

ভিডিওটির ২৬ সেকেন্ডে, আমরা একটি প্রতিবেদনের শিরোনামে দেখতে পাই, 'রিট্রেসিং নরেন্দ্র মোদীস চেঞ্জ-মেকিং ফার্স্ট ভিজিট'। সেই সূত্র ধরে আমরা ওই একই শব্দগুলো দিয়েই সার্চ করি এবং খালিজ টাইমস-এর ওয়েবসাইটে দেখতে পাই একই প্রতিবেদন ২ জুন ২০১৯-এ প্রকাশিত।

কি-ওয়ার্ড সার্চ করে আমরা দেখি ওই একই ভিডিও বিজেপি নেতা ও উত্তর দিল্লির প্রাক্তন মেয়র রবীন্দ্র গুপ্ত ৪ জুন ২০১৯-এ টুইট করেছিলেন।

টুইটটি দেখুন এখানে

দুবাইয়ে ভারতের কনস্যুলেট জেনারেলের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকেও ওই একই সংবাদপত্রের ছবি ২০১৯-এ টুইট করে ক্যাপশনে লেখা হয়, "আজকের খালিজ টাইমস-এ মোদী ২.০-এর উপর চমৎকার ক্রোড়পত্র।"

টুইটটি দেখুন এখানে

ভাইরাল ভিডিও ও ২ জুন, ২০১৯-এ প্রকাশিত খালিজ টাইমস-এর সংখ্যার ছবিগুলি নীচে তুলনা করা হল।

মোদী ২.০-র ওপর তাদের ৪০ পাতার বিশেষ ক্রোড়পত্রের ওই একই পাতার ছবি খালিজ টাইমস ২ জুন, ২০১৯-এ তাদের নিজস্ব ফেসবুক পেজে পোস্ট করে। নরেন্দ্র মোদী ২০১৯-এ প্রধানমন্ত্রী হিসেবে দ্বিতীয় বার নির্বাচিত হওয়ার পর, বেশ কিছু সংবাদ মাধ্যম 'মোদী ২.০' শব্দবন্ধটি চালু করে।

আরও পড়ুন: লেন্সের মুখ ঢেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চিতার ছবি তোলার ছবি সম্পাদিত

Related Stories