হুগলি লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) দুর্নীতির বিরুদ্ধে সরব হয়েছেন দাবি করে সম্প্রতি এক ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
সমাজমাধ্যমে ছড়ান ২১ সেকেন্ডের ওই ভিডিওতে লকেট চট্টোপাধ্যায়কে বলতে শোনা যায়, "এটা মোদীজির ভোট। এই লড়াইটা হচ্ছে মোদীজির দুর্নীতির বিরুদ্ধে লড়াই।" ভিডিওটির সাথে "ধন্যবাদ লকেট দি সত্যটা স্বীকার করার জন্য" লেখাও দেখতে পাওয়া যায়।
বুম যাচাই করে দেখে ভাইরাল এই ভিডিও সম্পাদিত। আসল ভিডিওতে লকেট আদতে তৃণমূল নেত্রী মমতা বন্দোপাধ্যায়ের দুর্নীতির বিরুদ্ধে নরেন্দ্র মোদীর লড়াইয়ের কথা বলেছিলেন।
সামনে এগিয়ে আসছে ২০২৪ এর লোকসভা নির্বাচন। ইতিমধ্যেই সেই নির্বাচনে প্রার্থীতালিকা ঘোষণা করেছে বিভিন্ন রাজনৈতিক দল। লোকসভার সেই ভোটযুদ্ধে এবার হুগলিতে তৃণমূল ও বিজেপির বাজি বাংলা চলচ্চিত্র জগতের দুই অভিনেত্রী। একে অপরের বিরুদ্ধে এরই মধ্যে প্রচারে নেমে পড়েছেন তৃণমূলের রচনা বন্দ্যোপাধ্যায়ও বিজেপির লকেট চট্টোপাধ্যায়। সেই প্রেক্ষিতেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে লকেটের এই সাক্ষাৎকার।
ভিডিওটি পোস্ট করে এক ফেসবুক ব্যবহারকারী ক্যাপশন হিসেবে লেখেন, "বিজেপি একমাত্র পৃথিবীর শ্রেষ্ঠতম দুর্নীতিগ্রস্ত দল বললেন বিজেপির মহিলা মোর্চার অন্যতম সদস্যা তথা হুগলি জেলার প্রাক্তন সাংসদ লকেট দি।।"
পোস্টটি দেখতে এখানে ও তার আর্কাইভ দেখতে এখানে ক্লিক করুন।
তথ্য যাচাই
বুম প্রথমে সম্পর্কিত কীওয়ার্ড সার্চ করে ভাইরাল ভিডিওতে দেখতে পাওয়া লকেট চট্টোপাধ্যায়ের সাক্ষাৎকারটি খোঁজার চেষ্টা করে।
এর মাধ্যমে আমরা দেখতে পাই লকেটের দেওয়া সাক্ষাৎকারের দীর্ঘতর অংশটি ১১ মার্চ ২০২৪ তারিখে এবিপি আনন্দের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছিল।
ওই ভিডিওতে লকেট চট্টোপাধ্যায়কে ভাইরাল ভিডিওর অনুরূপ শাড়ি পরে থাকতেও দেখতে পাওয়া যায়।
লকেট সেই সাক্ষাৎকারে বলেন, "কোনও অভিনেত্রীদের লড়াই এটা নয়। এটা হচ্ছে মোদীজির ভোট। প্রধানমন্ত্রী মোদীজি, তৃতীয়বারের জন্য মোদীজি প্রধানমন্ত্রীই হবে। মমতা ব্যানার্জি ৪২টা আসন নিয়ে কখনও প্রধানমন্ত্রী হতেও পারবে না আর এবারে উনি জানেন উনি খাড়গে কিসব নামটাম উনি বলেছিলেন - নিজের নামও বলেননি, জানেন হতে পারবেন না। ৪২টা আসন নিয়ে কেউ প্রধানমন্ত্রী হতে পারে না।"
তিনি আরও যোগ করেন, "সুতরাং এটা মোদীজির ভোট। এই লড়াইটা হচ্ছে মোদীজির দুর্নীতির বিরুদ্ধে লড়াই, মোদী ভার্সেস মমতার লড়াই। এখানে কোনও অভিনেত্রী দিয়ে, জাঁকজমক দিয়ে, দিদি নম্বর ওয়ান দিয়ে যদি এই দুর্নীতিগুলোকে ধামাচাপা দিতে চায় - হুগলির মানুষ এতটা বোকা নয়।"
লকেট চট্টোপাধ্যায় নিজেকে প্রধানমন্ত্রী মোদীর 'সৈনিক' হিসেবে দাবি করে ওই সাক্ষাৎকারে আসন্ন লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদীকে জয়যুক্ত করারও আহ্বান জানান।
অতএব, এর থেকে নিশ্চিত হওয়া যায় উক্ত সাক্ষাৎকারে লকেট আসলে তৃণমূল নেত্রী মমতা বন্দোপাধ্যায়ের দুর্নীতির বিরুদ্ধে প্রধানমন্ত্রী মোদীর লড়াইয়ের কথা বলছিলেন, মোদীর দুর্নীতির কথা নয়।